এবারের রাশিয়া বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই অন্যান্য বিশ্বকাপের চেয়ে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তার কারণ, এবার একদিকে যেমন নতুন নতুন দলের উদ্ভব ঘটেছে, তেমনি ঐতিহ্যবাহী কিছু দলের পতনও ঘটেছে। ফলে বুঝাই যাচ্ছে না শেষ পর্যন্ত কোন দল শিরোপা জয়ের সুযোগ পাবে। তবে, শিরোপা যে-ই পাক, এবারের রাশিয়া বিশ্বকাপে ফুটবল পেয়েছে কিছু উদীয়মান খেলোয়াড়।
একদিকে যেমন অনেক নতুন দল আসছে, তেমনি নতুন কিছু খেলোয়াড়ও ইতিহাসে নিজেদের জায়গা করে নিচ্ছে। ইতিহাসের পাতায় তারকা খেলোয়াড়দের পাশে তারাও নিজেদের প্রমাণ করে দিচ্ছে।
চলুন দেখে নেয়া যাক এমন কিছু খেলোয়াড় সম্পর্কে যাদেরকে বলা হচ্ছে রাশিয়া বিশ্বকাপের অপরাজেয় খেলোয়াড়।
অয়ান্টি রেবিচ
ক্রোয়েশিয়ার আক্রমণভাগের এই খেলোয়াড় ইতিমধ্যেই তার ফুটবল দক্ষতা সবাইকে দেখিয়ে দিয়েছেন। এবারের বিশ্বকাপসহ তিনি দ্বিতীয়বারের মত বিশ্বকাপে অংশ নিয়েছেন। ৪ বছর আগের বিশ্বকাপের চেয়ে উনি এবারের ফুটবল বিশ্বকাপকে অনেক বেশি উপভোগ করেছেন, এটা খেলা দেখলেই বলা যায়।
এবারের বিশ্বকাপে নিজেদের দলের খেলার প্রত্যেকটি ম্যাচে রেবিচ খুব দুর্দান্ত খেলছেন। দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার পেছনে তার অবদান অনেক বেশি।বুঝাই যাচ্ছে কতটা প্যাশন থাকলে তিনি এভাবে খেলতে পারেন।
আর্জেন্টিনার বিপক্ষে জয়টাও ছিল রেবিচের জীবনের সেরা একটা জয়। এর আগে নাইজেরিয়াকে হারানো এবং পরবর্তী ম্যাচে আইসল্যান্ডকে হারানো ছিল ইতিহাসের এক দারুণ সাক্ষী। সব মিলিয়ে তিনি দুইটা গোল করে এবারের বিশ্বকাপে ইতিহাস রচনা করেন।
হুয়ান ফার্নান্দো কুইনটেরো
কলম্বোয়ির ২৫ বছর বয়সী মিডফিল্ডের এই খেলোয়াড় রাশিয়া বিশ্বকাপেই নিজেকে প্রমান করে দিয়েছেন। ২০১৪ সালে ব্রাজিলের সাথে কলম্বিয়ার খেলায় রদ্রিগেজ মিডফিল্ড নিজেরদের দখলে নিয়ে নিলে কুইনটেরো সে খেলায় কিছুই করে দেখাতে পারেননি। কিন্তু তিনি এখন প্রমাণ করে দিয়েছেন তিনিও একজন সেরা খেলোয়াড় যাকে থামানো কঠিন।
হুয়ান ফার্নান্দো কুইনটেরো পোল্যান্ড এবং সেনেগালের বিপক্ষের খেলায় ৩ গোল করেছেন, যেখানে তার দলের গোল সংখ্যা ৫। যখন তিনি চেখামির ফ্রি কিক খেয়েছিলেন, তখন জাপান তাদেরকে ২-১ গোলে পরাজিত করে। কিন্তু বিশ্ব পর্যায়ে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করে দিয়েছেন এবং তার মূল্য প্রমানিত।
তাকাশি ইনুই
তাকাশি ইনুই জাপানের একজন আক্রমণ ও মিডফিল্ডের খেলোয়াড়। যিনি স্পেনীয় ক্লাব রিয়াল বেতিসেও খেলে থাকেন। বেলজিয়ামের বিপক্ষে দারুণভাবে খেলার জন্য তিনি ইতিমধ্যেই অনেক সুনাম কুড়িয়েছেন। ৩০ বছর বয়স প্রমাণ করে এখনও দেরি হয়নি, বিশ্বদরবারে প্রমাণ করার সুযোগ এখনও আছে।
আসলে তাকাশি ইনুই এর চকচকে বল নিয়ন্ত্রণ, সূক্ষ্ম পাসিং কৌশল এবং শক্তিশালী ২৫ গজ থেকে ড্রাইভ, যা সংক্ষেপে কোয়ার্টার ফাইনালে যে কোন দলের জন্য ছিল কঠিন ব্যাপার। কিন্তু পরের রাউন্ডে জাপানকে টেনে তোলা সম্ভব ছিল না, ইনুই টুর্নামেন্টে সাফল্য দেখিয়েছেন। আশাকরি তার এই জাদুকরি খেলায় লা লীগায় আরও কিছু চমৎকার দেখা যাবে।
ভিক্টর ক্লায়েসন
২৬ বছর বয়সী সুইডেনের এই তারকা খেলোয়াড় এবারের বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সুইডেন প্রমাণ করে দিয়েছে তারকা খেলোয়াড়ের চেয়ে যে কোন দলের জিতার জন্য টিমওয়ার্কেই বেশি প্রয়োজন। ১৯৯৪ সালে সেমিফাইনালে খেলা সুইডেন দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন। তাদের দলে যে-সব খেলোয়াড়দের নিজের ট্যালেন্টের জন্যই দল টিকে থেকেছে তাদের মধ্যে ভিক্টর ক্লায়েসন অন্যতম।
ক্লায়েসন প্রমাণ করেছেন তার আক্রমণ বিপক্ষ দলের জন্য কতটা ভয়ংকর। তিনি বাম পায়ের জাদুকরি আক্রমণ দিয়েই সুইডেনকে এতদূর আনতে পেরেছেন।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি পেনাল্টি লাভ করেন, তার এসিস্টেই দুইটি গোল হয় এবং সুইডেন তিনি শক্তিশালী দলে পরিণত করেন। ভবিষ্যতে সুইডেনের জন্য এটা একটা আশার আলো হিসাবেই কাজ করবে।
প্যাভার্ড
পাভার হলেন একজন তরুণ ফরাসি ফুটবলার, যিনি জার্মান ক্লাবেও খেলেন। মাত্র ২২ বছর বয়সী এই ফুটবল তারকা এবারে বিশ্বকাপে সবাইকে সারপ্রাইজড্ করে দিয়েছেন। প্রথমবারের মত বিশ্বকাপের খেলায় তিনি দারুনভাবে খেলছেন। ফ্রান্সের বড় বড় তারকাদের পাশে থেকে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন।
আর্জেন্টিনার বিপক্ষে তার আক্রমণ দেখার মত ছিল। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে দেয়া অসাধারণ গোলটিই ছিল বিশ্বকাপে তার দেয়া প্রথম গোল, যে গোলে আর্জেন্টিনাকে ৪ গোলে হারিয়েছিল ফ্রান্স। তিনিই প্রথম ফ্রান্সের ডিফেন্ডার যিনি বিশ্বকাপে গোল করেন। ৩০ জুন তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালেও তার অবদান অসামান্য ছিল। আগামীতে ফ্রান্স ফুটবল টিমকে তার মত যোগ্য উত্তরসূরীরাই লিড দিবে বলে বিষেজ্ঞদের অভিমত।
যারা ফুটবলের খবর সব সময় রাখেন, তারা আশাকরি এই তরুণ খেলোয়াড়দের সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। এরা রাশিয়া বিশ্বকাপে উদীয়মান খেলোয়াড় হলেও বিভিন্ন ক্লাবে এদের অনেক অভিজ্ঞতা রয়েছে। যে কারণেই মূলত বিশ্বকাপে এসে তারা ভাল পারফরর্মেন্স করেছেন। কমেন্টে জানাবেন কোন উদীয়মান খেলোয়াড়কে আপনার সবচেয়ে বেশি ভাল লেগেছে।
Leave a Reply