এখন বিশ্বকাপ খেলা পুরোপুরি জমে উঠেছে। সেরা দলগুলো নক আউর্ট পর্ব শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। কিন্তু এই সেরা দলের মধ্যেই কিছু প্লেয়ার একেবারেই বাদ পড়ছেন কোয়ার্টার ফাইনাল থেকে। যে খেলোয়াড়রের গোলের কারনে পুরো টিম কোয়ার্টার ফাইনালে খেলবে আর সেই খেলোয়াড়েই বাদ পড়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। ফলে তারা কোয়ার্টারে খেলতে পারবে না।
এই লিস্টে রয়েছেন ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া, সুইডেনের মত টিমের নাম। এই চার টিমেরই অনেক তারকা খেলোয়াড় বাদ পড়েছেন ইতিমধ্যেই। তার কারণ, চারদলের একজন করে খেলোয়াড় পূর্বের খেলায় দুইটি করে হলুদ কার্ড পেয়েছেন। আর ফিফার নিয়ম অনুযায়ী দুইটি হলুদ কার্ড থাকলে পরবর্তী ম্যাচে খেলতে পারবে না।
প্রথমেই বলি ব্রাজিলের কথা। ব্রাজিলের মিডফিল্ডার যিনি ডিফেন্সে খেলে থাকেন, সেই কাসেমিরো দ্বিতীয় রাউন্ডেই পেয়েছেন দুটো হলুদ কার্ড। প্রি-কোয়ার্টার মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়েছেন। ফলে দুইটা কার্ডের জন্যই তিনি খেলতে পারবেন না বেলজিয়ামের বিরুদ্ধে। উল্লেখ্য, আজ কাজান এরেনায় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামবেন সিলভা, মিরান্ডা, আর নেইমারের শক্তিশালী টিম ব্রাজিল।
অন্যদিকে, ফ্রান্সের ডিফেন্ডার মাতুইদিও নিজের খাতায় দুটো হলুদ কার্ড লিখে নিয়েছেন। ফলে তিনি কোয়ার্টার ফাইনালে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। আজকে রাতে নিঝনি নভগোরদ স্টেডিয়ামে উরুগুয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবে ৯৮ এর বিশ্বকাপ জয়ী ফ্রান্স। একদিকে যেমন উরুগুয়ের কাভানি খেলবে না, তেমনি অন্যদিকে ফ্রান্সের মাতুইদিও খেলবে না। তাই, খেলাটির ফলাফল আগে থেকে ভবিষ্যৎ বাণী করা সত্যিই কঠিন।
এদিকে ক্রোয়েশিয়ারও এক খেলোয়াড় মাঠে নামতে পারবেন না। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ডের মারসেলো ব্রোজোভিচও পূর্বের দেখেছেন দুটো হলুদ কার্ড। ফলেও তিনিও ৭ জুলাই সোচির ফিশট স্টেডিয়ামে আয়োজক দেশ রাশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। এই কারনে ক্রোয়েশিয়ার কোচ অনেক বেশি চিন্তিত। তাই অনেকেই আগে থেকে রাশিয়াকে জয়ী হিসাবে ধরে নিচ্ছে। কিন্তু ফলাফল কি হবে সেটা ৭ তারিখের আগে আন্দাজ না করাই ভাল। কারণ, এবারের ম্যাচগুলোতে ভবিষ্যৎ বাণী করা মুশকিল।
দ্বিতীয় রাউন্ডে অসাধারণ খেলা দেখানো সুইডেনের মিডফিল্ডার মিকায়েল লাসটিগও খেলতে পারবেন না কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে সুইডেন। মিকায়েল লাসটিগও সুইজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে শেষ ষোলোর ম্যাচে রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখেছেন। এর আগে একটু হলুদ কার্ড থাকায় এখন তিনিও আর রাশিয়া বিশ্বকাপ আসরে খেলতে পারবেন না। দেখা যাক শেষ পর্যন্ত কে সেমিফাইনালে খেলতে পারে।
এ ছাড়াও ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের মতো আরও অনেকেই দেখেছেন হলুদ কার্ড। কিন্তু তাদের একটি করে হলুদ কার্ড থাকায় কোয়ার্টার ফাইনালে তারা খেলতে পারবেন। আর নিয়ম অনুসারে কোয়ার্টার ফাইনালের খেলা থেকে আবার নতুন করে কার্ড গননা করা হবে। ফলে নেইমারের মতো যারা একটা কার্ড পেয়েছেন, তাদের কোন সমস্যা নাই।
কোয়ার্টার ফাইনালে সেরা কিছু খেলোয়াড় না থাকায় ভক্তদের এখন একটাই প্রার্থণা তাদের প্রিয় দল যেন সেমিফাইনালে বাদ না পড়ে।
Leave a Reply