রমযানের হক সুন্দরভাবে পুরোপুরি আদায় করতে হলে, রমযানের দোয়া, নিয়ত ও আমল জানা জরুরী। আমাদের অনেকেরই রমযানের সমস্ত নিয়ম-কানুন জানা নেই। আবার ব্যস্ততার জন্য এখনও ঠিক মতো জানা ও শেখা হচ্ছে না।
কিন্তু আমরা তো অনেকেই দিনের মধ্যে বেশ কিছু সময় ব্যয় করি মোবাইলে এটা সেটা নিয়ে ঘাঁটাঘাটি করে। তো, এ সময়টা যদি কাজে লাগানো যায় রমযানের দোয়া ও আমল শেখায়, তাহলে কেমন হয়?
রমযানের দোয়া, নিয়ত ও আমল শিখুন মোবাইলে
না, না, এ জন্যে আপনাকে মোবাইল ত্যাগ করতে হবে না। বরং কিছু অ্যাপ ব্যবহার করে মোবাইলেই শিখতে পারবেন রমযানের নানা রকম দোয়া, ইফতার ও সেহরীর নিয়ত এবং অন্যান্য অনেক আমল।
১. রোজার দোয়া নিয়ত ও আমল ২০১৮
শিরোনামে দোয়া, নিয়ত আর আমলের কথা থাকলেও, অ্যাপটিতে আরো অনেক কিছু রয়েছে। যেমন, তারাবি নামাজে প্রতি ৪ রাকাত পর পর যে দোয়া পড়তে হয়, সেটি অন্তর্ভূক্ত করা হয়েছে। অনেক সময় আমরা রোযার নিয়ত করতে ভুলে যাই, তখন যা করতে হবে তা’ও রয়েছে অ্যাপটিতে।
২. রোজার নিয়ত, দোয়া ও আমল
এই অ্যাপটি আগেরটির মত একই রকম হলেও, এতে কিছু বাড়তি জিনিস রয়েছে যা আমাদের রোযার জন্য কাজে লাগবে। যেমন, এতে ক্বাযা রোযার বিবরণ রয়েছে, মাখরুহ রোযার কারণ রয়েছে এবং রয়েছে রোযা ভঙ্গের কারণ।
৩. রমজানের দোয়া ও জরুরী আমল
রমজানের প্রয়োজনীয় দোয়া ও জরুরী আমলের পাশাপাশি এই অ্যাপে জিকিরের দোয়া রয়েছে। আরো রয়েছে দিনে ও রাতে আমল করার জন্য বিশেষ কিছু দোয়া ও জিকির। সবচেয়ে আকর্ষণীয় এবং কাজের জিনিসটি হচ্ছে রমযানের হাদিস। এই অ্যাপে রমযান সম্পর্কিত প্রায় সকল হাদিস একত্রিত করা হয়েছে।
রমযানের দোয়া, নিয়ত ও আমল শেখার এই অ্যাপগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। এমনকি, কাজে লাগবে আপনাদের অন্য ভাই-বোনদেরও। তাই, নিজে অ্যাপগুলো ব্যবহার করার পাশাপাশি অন্যদেরকে ব্যবহার করায় উৎসাহিত করতে ফেসবুকে শেয়ার করুন।
=
সানজিদা জামান says
একেবারে সময় উপযোগী আর্টিকেল, রমযানের দোয়া, নিয়ত ও আমল জানা এ সময়ের জন্য জরুরী। দারুণ লাগলো।