আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনার পরই যেই দলটির জনপ্রিয়তা বাংলাদেশে সবচেয়ে বেশি তারা হল জার্মানি। এর আগের পর্বে লিখেছিলাম, বিশ্বকাপে যে ৫টি ক্ষেত্রে ব্রাজিলই সেরা – এই বিষয়ে। তারই পরম্পরায় আজকের আর্টিকেল, বিশ্বকাপে যে ৬টি ক্ষেত্রে জার্মানিই সেরা – এই বিষয়ে।
আর্জেন্টিনা নিয়েও লেখার যথেষ্ট ইচ্ছা ছিল। কিন্তু আর্জেন্টিনা নিয়ে যথেষ্ট উপাত্ত যোগাড় করতে না পারায় লেখাটা আর সম্ভব হয়ে উঠেনি। আপনাদের কাছে থাকা কোন ইনফরমেশন শেয়ার করলে হয়তো ব্যাপারটা সম্ভবপর হবে। কিন্তু, মনে রাখবেন, দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকলে হবে না। সবার উপরেই থাকতে হবে।
যে ৬টি ক্ষেত্রে জার্মানিই সেরা
একেক একটা ফুটবল দল একেক দিকে সেরা। কোন একটা বিশেষ দিক হয়তো দুই দলের মধ্যেই থাকতে পারে। তবে, কিছু বিষয়ে কোন কোনও দল ইউনিক। জার্মানি যে-সব ক্ষেত্রে অন্যদের থেকে সেরা, এবার আসুন জেনে নেই সে দিকগুলো।
সর্বাধিক ম্যাচ খেলা
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড এখনও পর্যন্ত জার্মানির দখলে। এ পর্যন্ত জার্মানির খেলা মোট ম্যাচ সংখ্যা ১০৯টি। আর ১০৮টি ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। তবে, আজকে রাতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর ১০৯ ম্যাচ হয়ে যাবে ব্রাজিলের। আর যদি, বেলজিয়ামের বিপক্ষে জয় লাভ করে সেমি ফাইনালে খেলতে পারে, তাহলে দ্বিতীয় অবস্থানে চলে যাবে জার্মানি। এছাড়াও ৮৩ ম্যাচ খেলে তৃতীয় অবস্থানে আছে ইটালি। আর ৮১ ম্যাচ খেলে চতুর্থ অবস্থানে আর্জেন্টিনা।
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হলেন জার্মানির লুথার ম্যাথিউস। তার এ পর্যন্ত খেলা মোট ম্যাচ সংখ্যা ২৫টি। ২৪টি ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে আছেন জার্মানিরই মিরোস্লাভ ক্লোসা। আর ২৩ ম্যাচ খেলে তৃতীয় অবস্থানে ইটালির পাওলো মালদিনি।
সর্বোচ্চ গোল দেয়া খেলোয়াড়
বিশ্বকাপে সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ডও জার্মানির খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসার দখলে। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের রোনালদোর দেয়া ১৫ গোলের রেকর্ড ভেঙ্গে ক্লোসার ১৬ গোলের রেকর্ড এককভাবে শীর্ষে। আর ১৯৭০ এবং ১৯৭৪ এর মাত্র দুইটা বিশ্বকাপেই ১৪টা গোল দিয়ে সর্বোচ্চ গোল দেয়া খেলোয়াড়ের তালিকার তৃতীয় অবস্থানে আছেন গের্ড মুলার।
এক ম্যাচে টাই ব্রেকারে হওয়া সর্বোচ্চ গোল
বিশ্বকাপে এক ম্যাচে টাই ব্রেকারে হওয়া সর্বোচ্চ গোলের সংখ্যা ৯। যা ঘটেছে ৪টা আলাদা ম্যাচে। ১৯৮২ সালের জার্মানি-ফ্রান্সের সেমি ফাইনাল, ১৯৮৬ সালের স্পেইন-বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনাল, ১৯৯০ সালে আয়ারল্যান্ড রোমানিয়ার মধ্যকার রাউন্ড অফ সিক্সটিন এবং ১৯৯৪ সালের রোমানিয়া-সুইডেনের মধ্যকার কোয়ার্টার ফাইনালে ঘটে ৯টি গোল হওয়ার ঘটনা। তবে এর মধ্যে মূল ৯০ মিনিটে সর্বোচ্চ গোল হয় জার্মানি-ফ্রান্সের (৩-৩) ম্যাচে। এছাড়া, সর্বপ্রথম ৯টা গোল হওয়ার ঘটনাও ঘটে ঐ ম্যাচেই। তাই তালিকায় প্রথম অবস্থানে রাখা হয়েছে জার্মানি-ফ্রান্সের ম্যাচটাই।
সর্বোচ্চ বার ফাইনালিস্ট
এ পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ৮ বার ফাইনালিস্ট হওয়ার রেকর্ডও জার্মানির দখলে। আর ৭ বার ফাইনালিস্ট হয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল।
সর্বোচ্চ বার রানার আপ
সর্বোচ্চ বার রানার আপ হওয়ার রেকর্ডও জার্মানির দখলে। ৮ বার ফাইনাল খেলে ৪বার চাম্পিয়ন হয়েছে জার্মানি। যা সর্বোচ্চ বার চাম্পিয়ন হওয়ার তালিকায় দ্বিতীয়। আর বাকি ৪বার রানার আপ হয় তারা। যেটা রানার আপ হওয়ার তালিকায় প্রথম।
তো এই ছিল, যে ৬টি ক্ষেত্রে জার্মানিই সেরা – টপিকে আজকের পোস্ট। জার্মানির ব্যাপারে আরও কোন তথ্য থাকলে তা কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর, সামনে আর্জেন্টিনাকে নিয়ে লেখার ইচ্ছা আছে। তাই, তাদের ব্যাপারে কোন তথ্য জানলেও শেয়ার করতে পারেন আমাদের সাথে।
Leave a Reply