ত্বককে ময়শ্চারাইজ করা না করার উপর নির্ভর করে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য্য কতখানি ঠিক থাকবে বা থাকবে না। ময়শ্চারাইজিং যে শুধু মাত্র শরীরকে সুন্দর ও মনকে প্রফুল্ল রাখে তা নয়, বরং ত্বককে তুলতুলে ও দুর্দান্ত করে তোলে।
ভবিষ্যতে আপনার ত্বককে পরিষ্কার, মসৃণ এবং বলি-মুক্ত রাখতে সাহায্য করে ময়শ্চারাইজিং।
আপনি যদি আশ্বস্ত না হন, তাহলে আপনার ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য আপনাকে অবশ্যই নিজের ৫টি উপকারিতা সম্পর্কে জেনে নিতে হবে।
কেন ত্বককে ময়শ্চারাইজ করবেন?
নানা কারণেই ত্বককে ময়শ্চারাইজ করতে হয়। ময়শ্চারাইজার এমন একটি বিউটি প্রোডাক্ট যা ত্বকের জন্যে তুলনাহীন। এমনকি, যেসব প্রোডাক্ট নারী-পুরূষ উভয়ই ব্যবহার করতে পারেন, সেগুলোর মাঝে এটি অন্যতম।
ময়েশ্চারাইজিং ত্বকের সম্ভাব্য সমস্যা দূর করে
ত্বকের সাধারণ সমস্যা থেকে শুরু করে অনেক কিছুই ঠিক করে দেয় ময়েশ্চারাইজিং। সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার ত্বককে করে তোলে নাটকীয়ভাবে সুন্দর, স্বাভাবিক ও মসৃণ। আর সেই সাথে ত্বকের ব্যালান্স ঠিক রাখে এটি।
তখন যখন অনেক শুস্ক কিংবা অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়, তখন এটি ত্বকে ব্রন উঠাসহ আরো অনেক সমস্যার সৃষ্টি করে। চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন, কারো ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে তার উচিত ক্রিমের পরিবর্তে ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করা।
এক্ষেত্রে, সবচেয়ে ভাল হয় যদি ময়েশ্চারাইজারটি এক্সফোলিয়েন্ট উপাদান (exfoliant ingredient) সমৃদ্ধ হয়। আর যদি, কারো ত্বক তৈলাক্ত বা মিশ্র না হয়ে শুস্ক হয়, তবে তার জন্যে ময়েশ্চারাইজিং ক্রিমই উপযুক্ত। কারণ, ক্রিমে তেলের পরিমাণ বেশি থাকে।
আমরা সাধারণত ত্বকের জন্যে ময়েশ্চারাইজিং হিসেবে বডি লোশন বা বডি ক্রিম ব্যবহার করে থাকি। তাই, জেনে নেয়া উচিৎ কখন বডি লোশন আর কখন বডি ক্রিম ব্যবহার করবেন।
ময়শ্চারাইজিং ত্বকের অযাচিত দাগ কমায়
একটি ফ্রেশ ময়শ্চারাইজড ত্বককে স্বাস্থ্যকর ও চকচকে করে তোলে। সেই সাথে ত্বকে থাকা যে কোনো দাগও দূর করে থাকে। কিছু ময়েশ্চারাইজারে টিন্ট বা সেলফ-ট্যানার (tint or self-tanner) থাকে, যা যেকোনো স্কিন টোনের সাথে কাজ করতে পারে। ফলে, স্কিন তার স্বাভাবিকতা ফিরে পায়।
ময়েশ্চারাইজিং ত্বকের তারুণ্য ধরে রাখে
আপনার ত্বককে তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে ময়েশ্চারাইজিং। ফলে, ত্বক সবসময়ই তারুণদীপ্ত দেখায়।
আপনার ত্বকের সবচেয়ে সংবেদনশীল বা sensitive জায়গাগুলো হচ্ছে মুখ, বুক, ঘাড় ও কান। কারণ, শরীরের এই গুরুত্বপূর্ণ অংশগুলো সবসময়ই খোলা-মেলা থাকে। ফলে, এগুলো ধূলো-বালির সাথে মিশে গিয়ে ময়লাযুক্ত হয়ে ওঠে, যা ত্বকের খুব ক্ষতি করে।
ত্বকের ভেতরে থাকা কোষের (skin cells) এই প্রতিদিনের ক্ষতি এই জায়গাগুলোর স্বাভাবিকতা নষ্ট করে দেয়। কাজেই, শরীরের এই অংশগুলো শুষ্ক হয়ে যায়। ফলে, শরীরের এই অঙ্গগুলো ত্বকের ক্যান্সারের (skin cancer) জন্য সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা।
ময়েশ্চারাইজিং আপনার sensitive ত্বককে repair করে তোলে। সেই সাথে, ত্বককে সুস্থতা দেয়ার জন্যে দারুণভাবে কাজ করে, বলতে পারেন বুস্ট দেয়।
ময়েশ্চারাইজিং ত্বকের ভাঁজ বা বলির (wrinkles) বিরুদ্ধে ফাইট করে
ময়েশ্চারাইজ করার পর তারুণ্যদীপ্ত যে ত্বক তৈরি হয়, তা কিন্তু কোনও বিভ্রম নয়। সত্যিকার অর্থেই এটি ত্বকের বুড়িয়ে যাওয়া বা ভাঁজ পড়া প্রতিরোধ করে অনেকখানি।
ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজি অনুসারে, সঠিকভাবে ময়শ্চারাইজিং করলে ত্বকের wrinkles খুব কমই দেখা যায়। বয়সের সাথে সাথে শুষ্ক ত্বকের ক্ষেত্রে যদিওবা কিছুটা বলি রেখা দেখা দেয়, তবে নিয়মিত ময়েশ্চারাইজিং করা লোকদের ক্ষেত্রে সেটা খুবই সামান্য।
ময়েশ্চারাইজিং উষ্ণ গোসলের নিখুঁত সমাপ্তি
উষ্ণ গোসল, অর্থাৎ মাঝে মাঝেই কুসুম কুসুম গরম পানিতে গোসল করা (hot shower) ত্বককে প্রাণবন্ত করে তোলে। কিন্তু, এটি আপনার ত্বকের আর্দ্রতা সরিয়ে দেয়। অর্থাৎ, ত্বকের ময়শ্চারাইজার মুছে দেয়।
কিন্তু, আপনি যদি ত্বকে কিছু ময়শ্চারাইজার লাগানোর জন্য মাত্র এক মিনিট সময় ব্যয় করেন, তবে আপনার ত্বক শুধু পরিষ্কার নয়, সারাদিনের চাপ থেকে সুরক্ষিত থাকবে এবং আপনি দূর্দান্ত অনুভব করবেন।
শেষ কথা
আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনি যে ময়েশ্চারাইজারটি বেছে নিচ্ছেন, তা আপনার ত্বকের জন্য সঠিক ও এটি আপনার ত্বকের সাথে ভালভাবে কাজ করে। কিছু ময়েশ্চারাইজার আছে যেগুলো সব ধরণের ত্বকের সাথেই মানিয়ে যায়। প্রয়োজনে সেগুলো খুঁজে নিতে পারেন।
আপনার যদি ইতিমধ্যেই একটি প্রিয় ময়েশ্চারাইজার থাকে এবং আপনি এটিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান, তাহলে H2V ময়েশ্চার এনহ্যান্স সিরামের কয়েক ফোঁটা যোগ করুন। এটি আপনার ময়েশ্চারাইজারকে Hyaluronic Acid এবং humectants দিয়ে পাম্প করে আপনাকে চূড়ান্ত হাইড্রেশন অভিজ্ঞতা দেবে৷
ত্বককে তৈলাক্ততার হাত থেকে বাঁচাতে কিংবা উজ্জ্বলতায় উদ্ভাসিত করতে দারুণ একটা পোস্ট।
Hi Jesika, Thank you so much for the perfect topic and the information you share about skin moisturizing.
ত্বক নিয়ে আমার অতো মাথাব্যাথা নেই। কিন্তু এটা সত্য যে ত্বকের যত্ন নিলে, ময়েশ্চারাইজ করলে ত্বক ভাল থাকে।
Good topic on skin care with moisturize that might help people who are worried about the beauty of them.