প্রাইভেট ইউটিউব চ্যানেল প্রয়োজন সবারই। কারণ, সবার কাছেই এমন কিছু মূল্যবান ভিডিও রয়েছে যেগুলো আমরা কখনো হারাতে চাই না। আবার, সেগুলো ইউটিউবে আপলোড করে দুনিয়ার মানুষকে দেখাতেও চাই না। কারণ, ভিডিওগুলো একান্তই আমাদের, আমাদের পরিবারের।
আমাদের পরিবারের সব সদস্য এক জায়গায় বাস করে না। কেউ ঢাকায় থাকে তো কেউ থাকে চট্টগ্রামে। আবার, কেউ দেশের বাইরে। মোট কথা, পরিবারের সদস্যরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। কিন্তু কেউ-ই তো কোথাও থেমে নেই। সবাই হাতের স্মার্টফোনটি দিয়ে কোন না কোন ভিডিও করছেন।
আর যখন পরিবারে কারো জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা এ জাতীয় কোনও প্রোগ্রাম থাকে, তখন তো কথাই নেই; সবাই সেটা ভিডিও করে থাকেন।
এখন প্রশ্ন হচ্ছে যারা দূরে বা দেশের বাইরে যারা আছে, তারা কিভাবে ভিডিওগুলো দেখবে?
হুম, ইউটিউব চ্যানেলে আপলোড করে দিন।
কিন্তু এতে তো সবাই দেখে ফেলবে? আমরা তো পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে আমাদের ভিডিওগুলো দেখাতে চাই না।
কোনও সমস্যা নেই; জাস্ট একটা প্রাইভেট ইউটিউব চ্যানেল খুলে নিন। জেনে নিন কিভাবে ইউটিউবে একটি প্রাইভেট চ্যানেল খুলবেন। চ্যানেল খোলা হয়ে গেলে সেখানে ভিডিওগুলো আপলোড করে পরিবারের সদস্যদের লিংক দিয়ে দিন কিংবা ভিডিও অ্যাক্সেস দিন। পরিবারের সদস্য ছাড়া আর কেউ দেখতে পাবে না।
যে-সব কারণে প্রাইভেট ইউটিউব চ্যানেল প্রয়োজন-
- নিজের ও পরিবারের ভিডিওগুলো আপলোড করার জন্যে।
- স্মার্টফোন কিংবা কম্পিউটারের স্পেস রক্ষা করার জন্যে।
- স্মৃতি বিজড়িত ভিডিওগুলোকে আজীবনের জন্যে সংরক্ষণ করার জন্যে।
- পৃথিবীর যে কোনও প্রান্তে থাকা পরিবারের যে কোনও সদস্যকে ভিডিও দেখার সুযোগ দেয়ার জন্যে।
- অন্য কেউ যাতে আমাদের ব্যক্তিগত বা পরিবারিক ভিডিও দেখতে না পারে, সে জন্যে।
Sk Rijaul says
ইউটিউব নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, প্রতিবেদনটিতে আরও কিছু তথ্য সংযুক্ত করার অনুরধ রইলো।