বিশ্বে বই প্রেমিক এবং জ্ঞানপিপাসুদের অভাব নেই। আর জ্ঞানার্জনের জন্য বইপড়া চিরকাল ধরেই একটি উৎকৃষ্ট মাধ্যম হিসেবে বিবেচিত। নানা ধরনের মানুষের নানান বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে অনেক মুল্যবান রিসোর্সগুলো আমাদের হাতের মুঠোয় এসে গেছে। রিসোর্সগুলোর মধ্যে সব থেকে পরিচিত হলো বিভিন্ন ধরনের লেখা এবং বই । যা আমাদের নির্দিষ্ট বিষয়ে জ্ঞানার্জনে সাহায্য করে থাকে। আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো এমন একটি ওয়েবসাইটের সঙ্গে যা আপনাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিনামূল্যে ই-বুক ডাউনলোড করার সুযোগ করে দেবে।
আমাদের অনেক সময়ই নানা বিষয়ে বিভিন্ন প্রকার বই প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হার্ডকপি কিনে থাকলেও উচ্চতর পড়াশোনার কিছু বিষয়সমূহ সম্পর্কে আরও জ্ঞান অর্জনের জন্য আমরা প্রায়ই বিভিন্ন ইংরেজি বইয়ের কম বেশী সাহায্য নিয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা গুগলে সেই সব বইগুলোর ডাউনলোড লিঙ্ক খুঁজতে থাকি। কিন্তু বেশীর ভাগ সময়ই সেগুলোতে নানা প্রকার রেজিস্ট্রেশন/ ক্রেডিট কার্ড নম্বর প্রভৃতি চায়। আবার অনেক ক্ষেত্রে সাইটগুলোই ভুয়া হয়ে থাকে। তাই এসব ঝামেলা থেকে পুরোপুরি মুক্তভাবে ফ্রী তে যে কোনো ই-বুক পছন্দনীয় ফরমেটে কীভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে জেনে নিন।
আমরা যে সাইটটি থেকে আজ বিনামূল্যে ই-বুক ডাউনলোড করা দেখব তার নাম হল “লাইব্রেরী জেনেসিস”। লাইব্রেরী জেনেসিস মূলত একটি সার্চ ইঞ্জিন যা বিভিন্ন বিষয়ের উপর বই এবং আর্টিকেল খুঁজে এনে দেয়। বর্তমানে সাইটটিতে প্রায় ২ মিলিয়ন ফাইল রয়েছে! বোঝাই যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে নানান বিষয়ের উপর বই রয়েছে! তাহলে দেরী না করে দেখে নেওয়া যাক কিভাবে এই সাইটটি থেকে বিনামূল্যে অতি সহজেই পছন্দমত যে কোনো বই ডাউনলোড করে নেওয়া যায় ।
বিনামূল্যে ই-বুক ডাউনলোড
শুরুতেই যদি আপনার ব্রাউজারে কোনো অ্যাডব্লক এক্সটেনশন থাকে তবে তা ডিজেবল করে নিন। কারন আমরা যে ওয়েবসাইট থেকে বইগুলো ডাউনলোড করবো, সেই সাইটটিতে অ্যাডব্লক প্রোগ্রামগুলো মাঝে মাঝে ঝামেলা করে থাকে। কখনো কখনো এই প্রোগ্রামগুলো কোনো কোনো ওয়েবসাইটে গ্রহনযোগ্য হয় না। সেজন্য ডাউনলোড করার আগে ব্রাউজারে কোনো অ্যাডব্লক এক্সটেনশন ইন্সটল্ড থাকলে তা ডিজেবল করে নেওয়াটাই ভালো । যাতে করে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয় ।
যেভাবে অ্যাডব্লক ডিজেবল করবেনঃ
যদি আপনি গুগল ক্রোম ব্যবহার করে থাকুন তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন
- ব্রাউজারের মেনুতে গিয়ে “More tools” অপশনটিতে ক্লিক করুন।
- সেখানে “extensions” নামের অপশনটিতে ক্লিক করুন।
- তারপর নিচের চিত্রের মত “Enable” লেখাটির পাশের চেকবক্সটি আনচেক করেদিন।
- ব্যাস আপনার অ্যাডব্লকটি ডিজেবল হয়ে গেছে। পুনরায় অ্যাডব্লকটি সক্রিয় করতে “Enable” লেখাটির পাশের চেকবক্সটি চেক করে দিলেই হয়ে যাবে ।
যদি আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- ব্রাউজারের মেনুতে গিয়ে “Add-ons” অপশনটিতে ক্লিক করুন অথবা ctrl+shift+A চাপুন।
- তারপর বামপাশের অপশনগুলো থেকে “ Extensions “ সিলেক্ট করুন।
- তারপর আপনার অ্যাডব্লক এক্সটেনশনটির পাশের “Disable” অপশনটিতে ক্লিক করুন।
- আবার যখন অ্যাডব্লক এক্সটেনশনটি সক্রিয় করতে চাইবেন, তখন শুধু “Enable” বাটনটিতে ক্লিক করলেই অ্যাডব্লক এক্সটেনশনটি আবার সক্রিয় হয়ে যাবে।
ই-বুকটি ডাউনলোড করতে যা করবেনঃ
- প্রথমেই ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেসবার- এ http://gen.lib.rus.ec/ লিখে এন্টার চাপুন।
- সাইটটিতে একটি সার্চ বার দেখতে পাবেন। সেখানে আপনার প্রয়োজন মত বইয়ের নাম লিখে “search” বাটনটিতে ক্লিক করে সার্চ দিন।
সার্চ দেওয়ার পর আপনি সার্চ রেজাল্টে একাধারে বইটি সম্পর্কে কিছু তথ্য দেখতে পাবেন। তথ্যগুলোর মধ্যে যা যা দেখতে পাবেন সেগুলো নিম্নরূপ –
- বইয়ের লেখকের নাম
- বইয়ের টাইটেল অর্থাৎ বইয়ের নাম
- প্রকাশনীর নাম
- প্রকাশ হওয়ার বছর
- পৃষ্ঠা সংখ্যা
- বইটি কোন ভাষায় লেখা আছে সেটি
- বইটির সাইজ (মেগাবাইট/কিলোবাইট-এ)
- বইটির যে ফরমেটে আছে তার নাম (যেমনঃ pdf , epub, mobi )
- এরপরে “Mirrors” নামের একটি সেকশন দেখতে পাবেন। এ সেকশনটির নিচে [1] [2] [3] এরুপ কিছু নম্বর দেখতে পাবেন । নম্বরগুলো থেকে [1] এ ক্লিক করুন ।
- ক্লিক করার পরে যে পেইজটি আসবে সেখানে বইটির একটি বিবরণ দেখতে পাবেন।
- বিবরণের উপরেই নীল রঙের “GET” লেখা দেখতে পাবেন।
- “GET” লেখাটিতে ক্লিক করুন ।
“GET” লেখাটির উপর ক্লিক করতেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে ।
যেহেতু এখন সব থেকে ভালো মানের এবং প্রচলিত ই-বুক ফাইল ফরমেট হচ্ছে পিডিএফ। কিন্তু আপনার ডাউনলোড করা বইটি যদি পিডিএফ না হয়ে অন্য কোনো ফরমেট-এ হয়ে থাকে তাহলেও চিন্তার কোনো কারন নেই। অনলাইনে বিভিন্ন প্রকার টুল রয়েছে ই-বুক ফাইলের ফরমেট বদলানোর জন্য। তাদের মধ্যে থেকে সব থেকে সহজ এবং কার্যকরী পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিত নিচে বলা হয়েছে।
নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই যেকোনো ফরমেটের বইকে পিডিএফ ফরমেটে রুপান্তর করতে পারবেন ।
যেভাবে বইটিকে পিডিএফ ফরমেটে কনভার্ট করবেন-
- প্রথমেই ebook2pdf.com লিঙ্কটিতে প্রবেশ করুন ।
- তারপর সেখানে “UPLOAD FILES” নামের একটি বাটন দেখতে পাবেন।
- “UPLOAD FILES” নামের বাটনটিতে ক্লিক করলে নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে। আপনি যেখানে আপনার ই-বুকটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে আপনার বইটি সিলেক্ট করুন।
- সিলেক্ট করার পর “open”-এ ক্লিক করুন।
- এখন বইটি আপলোড হতে শুরু করবে।
- এরপর আপলোড শেষ হলে বইটি কনভার্ট হতে থাকবে।
- কনভার্ট হওয়া শেষ হলে বইটির উপরে যে “ Download” লেখাটি আসবে সেখানে ক্লিক করলেই আপনার বইটি পিডিএফ ফরমেটে ডাউনলোড হতে শুরু করবে।
উপরে উল্লেখিত সাইটগুলো ছাড়াও আরো অনেক সাইট রয়েছে ই-বুক ডাউনলোড করার জন্যে এবং ই-বুক ফরমেট বদলানোর জন্যে! কিন্তু যেহেতু লাইব্রেরী জেনেসিস ইন্টারনেটের সব থেকে বড় বই এবং আর্টিকেলের ভান্ডার এবং কোনো প্রকার সাইন-আপ বা রেজিস্ট্রেশন ছাড়াই অতি সহজেই এখান থেকে নানা ধরনের বই ডাউনলোড করা যায়, তাই এই সাইটটিকেই বেছে নিয়েছি ।
ফাইল ফরমেট বদলানোর জন্যেও অনলাইনে যে সকল টুল রয়েছে তার মধ্যে সব থেকে সহজ এবং নির্ভরযোগ্য একটি হচ্ছে ebook2pdf.com। মূলত এ কারণেই এই সাইটটি বেছে নেওয়া হয়েছে।
উপরের ধাপগুলোর কোনোটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে নিচের কমেন্টবক্সে কমেন্ট করে আপনাদের সমস্যাটি বলবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য।
Firoj Ahmed says
ই-বুক সম্পর্কে দারুণ একটি পোস্ট, লেখিকাকে ধন্যবাদ। বাংলা ই-বুক সম্পর্কে জানতে এবং পছন্দের বাংলা গল্প কিংবা উপন্যাসসহ নানা রকম ই-বুক ডাউনলোড করতে ভিজিট করুন BanglaBook (dot) org।
Rifat says
দারুণ, ই-বুকের এক বিশাল সমাহারের সঙ্গে পরিচিত হলাম।