যেভাবে বুঝবেন ফোন হ্যাক হয়েছে আর যেভাবে প্রতিরোধ করবেন হ্যাকিং তার সবকিছুই জানবেন আজ। অনেক সময় আমরা জানতে এবং বুঝতেও পারি না যে আমাদের স্মার্টফোন হ্যাক হয়েছে। আবার যখন বুঝতে পারি, তখন আমাদের হাতে আর সময় থাকে না। কারণ, তার আগেই হ্যাকাররা যা করার তা করে ফেলেছে। কাজেই, ফোন হ্যাক হওয়ার লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা ভাল।
এখনকার স্মার্টফোনগুলো শক্তিশালি কম্পিউটারের মতোই যা আমাদেরকে যাবতীয় সব কাজই করতে সাহায্য করে আগেকার স্মার্টফোনের চেয়ে অনেক বেশি ইফেক্টিভভাবে। কয়েক বছর আগেও মোবাইল ফোন ব্যবহার করতেন, তাদের কাছে এখনকার স্মার্টফোনের কাজগুলো অনেকটা সায়েন্স ফিকশনের মতোই মনে হতো।
তবে, আগেকার মানুষ মোবাইল ফোন ব্যবহার করে আমাদের থেকে বেশি নিরাপদ ছিল। এখনকার মতো মোবাইল হ্যাক হওয়ার মতো তেমন কোন রিস্কের ভেতর ছিল না তারা। স্মার্টফোনে ইমেলের ব্যবহার, বিভিন্ন অ্যাপস্ এ লগ-ইন কিংবা নানা রকম ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার কারণে আমাদের স্মার্টফোনগুলো হ্যাক হওয়ার ঝুঁকির মধ্যে থাকে সব সময়ই।
হ্যাকারের হাত থেকে স্মার্টফোন রক্ষা করার ১২টি দুর্দান্ত উপায় আছে। যেহেতু, আমাদের স্মার্টফোন বলতে গেলে প্রায় সব সময়ই নেটের সঙ্গে কানেক্টেড থাকে। কাজেই, আমাদের ফোন রিমোটলি হ্যাক হওয়ার ঝুঁকিতে থাকবেই। আবার মাঝে মাঝে আমাদের বন্ধুদের দ্বারা ম্যানুয়্যাল্লিও ফোন হ্যাক হতে পারে। কিন্তু কিভাবে বুঝবো যে আমাদের ফোন হ্যাক হয়েছে? জানার উপায় তো রয়েছে অবশ্যই আর সে উপায়গুলো নিয়েই আজকের পোস্ট।
যেভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে
হ্যাকাররা ৭টি পদ্ধতি ব্যবহার করে আমাদের ফোন হ্যাক করে থাকে। ফোন হ্যাক হলে আমরা সেটা চট করে বুঝতে পারি না। কারণ, হ্যাক হওয়ার পর যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেগুলো আমাদের কাছে কিছুটা অস্বাভাবিক মনে হলেও, সেগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। যারফলে, ফোন হ্যাক হওয়ার অনেক পরে বুঝতে পারি যে, হ্যাক হয়েছে। কিন্তু তার আগেই তো আমাদের অনেক জরুরী তথ্য চলে যায় হ্যাকারদের কাছে। কাজেই, এখন থেকে সাবধান হোন, যখনই আপনার ফোনে নিচের যে কোন লক্ষণ দেখা দেবে, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ফেলবেন।
১. আপনার ফোন হঠাৎ একা একা চলতে শুরু করলে বা খুব দ্রুত কাজ করা শুরু করলে হ্যাক হওয়ার লক্ষণ প্রকাশ পায়। আপনার ফোনের ভিতরে কোনও অজানা অ্যাপ্লিকেশন চলতে থাকলে এটি ঘটতে পারে। কাজেই, যদি দেখেন যে আপনার কোন অপারেশন ছাড়াই, ফোন অটোমেটিক কিছু কাজ করতে থাকে, তখন বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে।
২. ফোন ব্যবহার করলে স্বাভাবিকভাবেই মাঝে মাঝে ফোন গরম হয়ে যায়। অতিরিক্ত সময় ধরে মোবাইল এ কাজ করার ফলে এমনটা হয়। কিন্তু এমন যদি হয় যে আপনি আপনার ফোনটিতে কোনো কাজ করছেন না, তা সত্ত্বেও ফোনটি গরম হচ্ছে, তাহলে নিশ্চিতভাবেই আপনার ফোনটি হ্যাক হয়েছে। সাধারণত ফোনের ব্যাকইন্ডে কোনো অজানা অ্যাপস চললে এমনটি হয়। সুতরাং, ধরে নিতেই পারেন যে, আপনার অজান্তেই নেট ব্রাউজ করার সময় কোন অ্যাপ ডাউনলোড হয়ে গিয়েছে। আর সেটি কোন হ্যাকারেরই কাজ।
৩. হঠাৎ করেই যদি আপনার ফোন একা একা বন্ধ হয়ে যায় অথবা চালু হয়, ডায়াল করে এবং যে কোন অ্যাপ্লিকেশন হঠাৎ চলতে শুরু করে, তাহলে আপনার ফোনের কোন সমস্যা না থাকলে নিশ্চয়ই আপনার ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনাই অধিক।
৪. আপনার “সাম্প্রতিক কলগুলোতে” কোনো অজানা ফোন নম্বর থাকলে। অর্থাৎ, যদি দেখেন যে আপনার কল লিস্টে এমন কোন নাম্বার রয়েছে যে ধরণের নাম্বার এ আগে আপনি কখনো দেখেননি, তাহলেও ধরে নিতে পারেন আপনার ফোন হ্যাক হয়েছে। এ ধরণের নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে ইন-কামিং কল লিস্টেই থেকে থাকে।
৫. আপনার ইচ্ছামতো ডিভাইস বন্ধ না হলেও ভাবতে পারেন হ্যাক হয়েছে। হ্যাকারদের পাঠানো এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে, যেগুলো ফোনে প্রবেশ করার পর, আপনি চাইলেও আর ফোন অফ করতে পারবেন না। যতই চেষ্টা করুন, ফোন আর শাট-ডাউন হচ্ছে না। এ রকম পরিস্থিতেও ফোন হ্যাক হওয়ার ভাবনা ভাবাটাই স্বাভাবিক আপনার জন্যে।
৬. আপনার ফোন বন্ধ করার সময় যদি কোন অ্যাপ কিংবা একের অধিক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যায়, তাতেও বুঝতে পারেন যে আপনার ফোন হয়তো হ্যাক হয়েছে। অনেক সময় ফোন চালু হওয়ার সময়ও কোন অ্যাপ অটো চালু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফোন হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে।
৭. আপনার ফোন এর ব্রাইটনেস অটোমেটিক বেড়ে বা কমে গেলেও বুঝতে পারেন যে ফোন হ্যাক হয়েছে। যখন কোন ফিশিং অ্যাপ ফোনে জোর করে ঢুকে পড়ে কিংবা আপনার ক্লিক থেকেই ডাউনলোড হয়ে যায়, তখন সেই অ্যাপগুলো ফোনের ব্রাইটনেস বাড়ানো কমানোর কাজ করে থাকে।
৮. ফোন কথা বলার সময় অদ্ভুত আওয়াজ অথবা প্রতিধ্বনি শোনা গেলে, যে-সব আগে কখনোই শোনা যেত না।
উপরোক্ত লক্ষণগুলো থেকে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে। তবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে, ফোন হ্যাক হওয়া ছাড়াও এ ধরণের লক্ষণ দেখা দিতে পারে। ফোনের অপারেটিং সিস্টেম জনিত সমস্যার ক্ষেত্রেও এ টাইপের সমস্যা দেখা দিতে পারে।
AKRAM khan says
ফোন হ্যাক হয়েছে তা জানার যে লক্ষণগুলোর কথা বলেছেন, সেগুলো সত্যিই দারুণ এবং এগুলোর মাধ্যমে আসলেই জানা যাবে বলে মনে হচ্ছে। কিন্তু ফোন হ্যাক করা বন্ধ করব কীভাবে? এ ব্যাপারে বিস্তারিত জানালে কিংবা আরেকটা লেখা প্রকাশ করলে ভাল হবে।
টি আই অন্তর says
আমাদের সাইট ভিজিট আর লেখাটি পড়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ, আকরাম খান। আর সেই সাথে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি অনেক দেরীতে আপনার কমেন্টটির জবাব দেয়ার জন্যে। আসলে আপনার কমেন্টটি স্প্যাম ফোল্ডারে চলে গিয়েছিল, তাই চোখে পড়েনি। যাই হোক, আপনার জন্যে আমাদের একজন লেখক নতুন একটি পোস্ট দিয়েছেন যেখানে হ্যাকিং হওয়া থেকে ফোন রক্ষা করার ১২টি টিপস্ ও ট্রিকস্ রয়েছে। পোস্টটি পড়লেই জেনে যাবেন কিভাবে হ্যাকারদের বোকা বানাবেন আর ফোন হ্যাক হওয়া বন্ধ করবেন।
সায়েনসা says
একটা প্রশ্ন, আমি এই তথ্য নিয়ে ইউটিউব-এ ভিডিও তৈরি করলে কি আপনাদের কোনো আপত্তি আসবে?
টি আই অন্তর says
আসবে, যদি আপনি আমাদের সাইটের ক্রেডিট না থাকে। ক্রেডিট হিসেবে আপনার ভিডিওর ডেসক্রিপশনে যদি আমাদের সাইটের লিংক দেন, তবে আমাদের কোনও আপত্তি নেই।