রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ এর মৌসুমটা শুরু হয়েছিল উড়ন্ত। এক সময় তো মনে হচ্ছিল রোনালদোর থাকা না থাকায় রিয়ালের কোন প্রভাব পড়বে না।
কিন্তু রিয়াল যে এরই মধ্যে মুদ্রার উল্টো পিঠও দেখা শুরু করেছে!! প্রথম চার ম্যাচে টানা জয় পাওয়া “লস ব্লাঙ্কোস”রা সর্বশেষ চার ম্যাচে জয়হীন!!
রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তে
লা লিগায় একের পর এক হোঁচটের পর চ্যাম্পিয়ন্স লিগে হেরে গেছে পুঁচকে সেন্ট পিটার্সবার্গের কাছেও। অথচ রোনালদো থাকাকালীন সময়ে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগে কোনও জায়ান্ট টিমও রিয়ালের মুখোমুখী হতে চাইত না।
দুঃচিন্তা আরও আছে। সর্বশেষ চার ম্যাচেই কোনও গোল দিতে পারেনি হুলেন লোপেতেগুইয়ের শিষ্যরা যা ক্লাবটির ইতিহাসে ১৯৮৫ সালের পর প্রথম।
এতসব বিব্রতকর রেকর্ডের পাশাপাশি “মড়ার উপর খাড়ার ঘাঁ” হয়ে এসেছে মূল খেলোয়াড়দের একের পর এক চোটও। তাই একদমই স্বস্তিতে ছিলেন না কোচ হুলেন লোপেতেগুই।
তবে বেল, ইস্কো, মার্সেলোরা্ অনুশীলনে ফেরায় কোচের দুঃচিন্তা কিছুটা হলেও কমেছে।
এবার স্বরূপে ফেরার মিশনে শনিবার বিকাল ৫টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে লেভান্তের।
লেভান্তে এই মুহূর্তে আছে দারূণ ফর্মে। আর বড় দলকে বেকায়দায় ফেলার সুনাম রয়েছে তাদের। অঘটন ঘটাতে মরিয়া থাকবে তারা। রিয়ালের সাম্প্রতিক ফর্মও খুব একটা আশা জাগাচ্ছে না ভক্ত-সমর্থকদের। তাই রিয়াল কোচের শিষ্যদের জয় নিয়ে ফেরাটা একটু কঠিনই হবে।
কিন্তু জয় নিয়ে ফিরতে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কি জয়ের ধারায় ফিরতে পারবে?
উপভোগ করতে পারেন এই লড়াই।
ম্যাচ সময়ঃ বাংলাদেশ সময় শনিবার বিকাল ৫টা
ভেন্যুঃ লেভান্তে স্টেডিয়াম।
Leave a Reply