আমাদের ফোন যাতে চাইলেই অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে, সে জন্যে আমরা নানা রকম প্রাইভেসি ব্যবহার করে থাকি। মোবাইল ফোনের প্যাটার্ন লক তার মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেসি। এ প্রাইভেসি দেয়া থাকলে কেউ আর ফোনে প্রবেশ করতে পারে না, কোন কিছুরই অ্যাক্সেস নিতে পারে না।
কিন্তু সমস্যা হয় তখন, যখন কেউ এই প্যাটার্ন লকটি ভুলে যায়। আর এটা প্রায় মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে, দেখা যায় যে নিজেই প্যাটার্ন লক সেট করেছে অথচ নিজেই ভুলে গিয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে এমন হয় যে অন্য কাউকে দিয়ে প্যাটার্ন দিয়ে নিয়েছে, নিজেও মনে রেখেছে, আবার কিছুদিন পর নিজেই ভুলে গিয়েছে।
ভুলে যাওয়ার কারণ যা’ই হোক না কেন, এ রকম হলে দূর্ভোগের যেন শেষ থাকে না। এ দূর্ভোগ থেকে বাঁচার উপায় তখন দুইটা। হয় স্মার্টফোনটি রিসেট মারা, না হয় কাস্টোমার কেয়ারে যাওয়া। ফোন রিসেট মারতে হলে ফোনে থাকা প্রয়োজনীয় সবকিছু গুগল ড্রাইভের মতো যে কোন একটি ফ্রি ক্লাউড স্টোরে সংরক্ষণ করে রাখতে হয়। অন্যথায় দরকারি অনেক কিছু হারিয়ে যায়।
তবে, আপনি জেনে আনন্দিত হবেন যে রিসেট মারা কিংবা কাস্টোমার কেয়ারে যাওয়া ছাড়াই স্মার্টফোনের প্যাটার্ন লক খোলা যায়। আর এক্ষেত্রে রয়েছে ৩টি পদ্ধতি, যার যে কোনটি অবলম্বণ করেই আপনি লক খুলতে পারেন। আসুন, ফোনের লক খোলার সেই পদ্ধতিগুলো জানি-
মোবাইল ফোনের প্যাটার্ন লক খোলার উপায়
পদ্ধতি-১: Forgot Pattern ফিচার ব্যবহার করুন
মোবাইল ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে উত্তরণের অন্যতম সহজ উপায় হচ্ছে Forgot Pattern ফিচারটি ব্যবহার করা। আর এ ফিচারটি প্রায় সব ফোনেই দেয়া আছে এবং আপনি খুব সহজেই এই ফিচারটি ব্যবহার করে প্যাটার্ন রিসেট করে নিতে পারেন।
- এতক্ষণে নিশ্চয়ই আপনার ডিভাইস আপনাকে বলে দিয়েছে যে আপনার দেয়া প্যাটার্নটি ম্যাচ করেনি। যার মানে আপনি ভুল প্যাটার্ন দিয়েছেন। সমস্যা নেই, আরো পরপর কয়েকবার ভুল প্যাটার্ন দিন, তাহলে একটি অপশন আসবে যেখানে আপনাকে জিজ্ঞেশ করা হবে- Forgot Pattern?
- এই অপশনটি আসলে, এটির উপর ট্যাপ করুন, এতে নতুন একটি স্ক্রিণ ওপেন হবে যেখানে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে পুরনো প্যাটার্ন বাইপাস করার সুযোগ পাবেন।
- দেখতেই পাচ্ছেন এই স্ক্রিণে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ গুগলের যে ইমেল আইডি দিয়ে আপনি আপনার স্মার্টফোনটি ইন্টিগ্রেট করেছিলেন, সেটির তথ্য দিতে হবে। কাজেই, উপরের ঘরে আপনার জিমেল আর নিচের ঘরে তার পাসওয়ার্ড দিন।
- এবার নিচের Sign in লেখাটিতে ক্লিক করুন। আপনার গুগল অ্যাকাউন্ট সাইন-ইন হবে এবং আপনাকে নতুন একটি প্যাটার্ন চুজ করতে বলা হবে। সুতরাং, যে একটি প্যাটার্ন দিন এবং নিচের Continue লেখাটিতে ট্যাপ করে কনফার্ম করুন।
ব্যাস্, এখন থেকে আপনার দেয়া এই নতুন প্যাটার্ন দিয়েই নিজের ফোনের স্ক্রিণ আনলক করতে পারবেন। অর্থাৎ, এটিই হবে এখন আপনার স্মার্টফোনের নতুন আনলক প্যাটার্ন।
পদ্ধতি-২: Recovery Mode ব্যবহার করুন
মোবাইল ফোনের প্যাটার্ন লক নতুন করে সেট করে নেয়ার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে Recovery Mode ব্যবহার করা। এটি ব্যবহারের মাধ্যমে আপনি মূলত আপনার ফোনটিকে রিসেট দিয়ে নেবেন। না, এটি ওরকম রিসেট নয়, যেরকম রিসেট আমরা দোকানে গিয়ে দিয়ে থাকি। এটি খুবই সিম্পল।
- প্রথমে আপনার ফোনটি বন্ধ করে নিন অর্থাৎ ফোনের সুইচ অফ করে দিন।
- এবার যেটা করবেন সেটা হচ্ছে ফোনের ভলিউম আপ করার বাটনটি চাপ দিয়ে ধরে রাখুন। সেই সাথে ফোনের পাওয়ার বাটন ও হোম স্ক্রিণ বাটনটিও চেপে ধরে রাখুন। অর্থাৎ, আপনাকে একই সঙ্গে ৩টি বাটন প্রেস করে হোল্ড করতে হবে ভলিউম, পাওয়ার ও হোমস্ক্রিণ বাটন। এই ৩টি বাটন একসঙ্গে প্রেস করে যদি কিছুক্ষণ হোল্ড করেন, তবে এটি আপনাকে Recovery Mode এ নিয়ে যাবে।
- রিকোভারি মুডে আপনি বেশকিছু অপশন দেখতে পাবেন। দেখুন Wipe data, Rebot data কিংবা Factory reset নামের অপশনগুলোও পাবেন। এখান থেকে Wipe data/ Factory reset অপশনটি সিলেক্ট করে ওকে বা ইয়েস বাটনে ট্যাপ করুন।
- আপনার স্মার্টফোন এখন অটোমেটিক রিবুট করে নেবে অর্থাৎ নতুন করে চালু হবে যেখানে আপনি আবার নতুন করে প্যাটার্ন লক সেট করতে পারবেন। এক্ষেত্রে, আপনার ফোনটি রিস্টার্ট নেবে। আর যদি না নেয়, তবে আপনাকে রিস্টার্ট দিতে হবে।
সতর্কতা: এ পদ্ধতির ক্ষেত্রে আপনার স্মার্টফোনের সমস্ত ফাইল অর্থাৎ আপনার দরকারি ডাটাগুলো ব্যাকআপ রেখে দিতে হবে। আর কোথায় ব্যাকআপ রাখবেন, সেটা তো উপরে দেয়া আছে। ৫টি প্রি ক্লাউড সার্ভিসের যে কোনটিতেই ব্যাকআপন রাখতে পারেন। বোনাস হিসেবে জেনে নিন কিভাবে আপনার ফোনের সকল কন্টাক্ট নাম্বার জি-মেইলে সেভ করে রাখবেন।
নোট: স্যামসাং ফোনের ক্ষেত্রে Recovery Mode এ যাওয়ার এই পদ্ধতি না’ও কাজ করতে পারে। যদি করে, তো হয়েই গেল। আর যদি কাজ না করে, তবে প্রথমে আপনার স্যামসাং ফোনটির সুইচ অফ করে দিন। এরপর ফোনের ব্যাটারি খুলে ফেলুন, ২০/৩০ সেকেন্ড পর আবার ব্যাটারি লাগিয়ে নিন। এরপর এক সঙ্গে উপরে বর্ণিত ৩টি বাটন প্রেস করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত Recovery Mode না আসবে। অর্থাৎ, Wipe data কিংবা Factory Reset না দেখা পর্যন্ত অপেক্ষা করুন।
পদ্ধতি- ৩: dr.fone – Unlock অ্যাপটি ব্যবহার করুন
উপরে বর্ণিত পদ্ধতিটি কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে কাজ না’ও করতে পারে। কারণ, আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি প্রতিনিয়তই আপডেট হচ্ছে। অর্থাৎ, এর অপারেটিং সিস্টেমসহ যাবতীয় ফাংশনের আপডেট হচ্ছে। কিন্তু সেই সাথে সব সময় এসব পুরনো পদ্ধতির আপডেট হচ্ছে না।
- এ রকম পর্যায়ে যদি উপরের পদ্ধতিগুলো প্যাটার্ন লক খোলার ক্ষেত্রে কাজ না করে, তবে আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে যার নাম dr.fone – Unlock। নিচের বাটনে ক্লিক করে dr.fone এর অফিশিয়াল ওয়েবসাইটে যান আর সেখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।
- ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ইনস্টল করুন এবং হোমস্ক্রিণ থেকে Unlock অপশটিতে যান। তবে এই অ্যাপটির Forget Pattern Lock Feature টি ব্যবহার করার জন্যে আপনার ডিভাইসটিকে ইউএসবি ক্যাবলের মাধ্যমে অপারেটিং সিস্টেমের সঙ্গে কানেক্ট করে নিতে।
- কানেক্ট হয়ে গেলে হোম স্ক্রিণে Start বাটন আসবে। আপনার কাজ হবে জাস্ট এই বাটনটিতে ট্যাপ করা।
- এরপর এটি আপনার ফোনের ব্র্যান্ড এবং মডেল জানতে চাইবে, ইনপুট বক্সে তথ্যগুলো দিয়ে দিন।
- প্রয়োজনীয় তথ্য দেয়ার পর, এটি আপনার কাছে কনফার্মেশন চাইবে। কাজেই Confirm বাটনে ক্লিক করুন।
- এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফরগোট প্যাটার্ন অ্যাক্টিভ করার জন্যে আপনাকে ফোনটি সুইচ অফ করতে বলবে, অফ করে দিন।
- এরপর আপনার ফোন চালু করার সঙ্গে সঙ্গেই দেখবেন আর pattern lock আসছে না। এখন আপনি ইচ্ছে মত আবার প্যাটার্ন লক সেট করতে পারেন।
মোবাইল ফোনের প্যাটার্ন লক ভুলে যাওয়া সত্যিই একটা বড় ধরণের ভোগান্তির কারণ। তবে, উপরের পদ্ধতিগুলো থেকে যে কোনটি ব্যবহার করে এ ভোগান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার ডিভাইসের ক্ষেত্রে উপরের কোন পদ্ধতিটি কাজ করেছে, কমেন্ট করে তা আমাদের জানান। এছাড়াও প্যাটার্ন লক খোলার যদি অন্য কোন ভাল পদ্ধতি আপনার জানা থাকে, তবে সেটাও আমাদের পাঠকদের সঙ্গে শেয়ার করুন।
bdtimeline24 says
যখন আমি আমার মোবাইলের পাসওয়ার্ড ভুলে যাব, তখন আমি আপনার দেওয়া টিপস অনুসরণ করব। ধন্যবাদ।