আপনি যদি স্মার্ট ফোন ব্যবহার কারি হন তবে নিশ্চই আপনি চাইবেন, আপনার ফোনটা অন্যদের থেকে একটু বেশি স্মার্ট দেখাক। কিংবা আপনার ফোনটা অন্যদের তুলনায় একটু বেশি আকর্ষণীয় হোক। তবে সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে মোবাইলের ফন্ট পরিবর্তণ করা। কারন আজকাল সবার স্মার্টফোন গুলোর ফন্ট প্রায় একই ধরনের আর তাই আপনার ফোনটি অন্যদের থেকে আকর্ষণীয় করতে মোবাইলের ফন্ট পরিবর্তনের বিকল্প নেই। তাই আমরা এখানে আপনার জন্য নিয়ে এসেছি মোবাইলের ফন্ট পরিবর্তনের কিছু নিয়ম।
এখন যুগ স্মার্ট ফোনের তাই দেখা যায় এখন আর কেউ সেলুলার ফোন ব্যবহার করে না বললেই চলে। যদিও কারো কাছে সেলুলার ফোন থাকে, তারপরেও নিজেকে আর একটু আপডেট করার জন্য হাতে একটা স্মার্টফফোন থাকবেই। কারন স্মার্টফোন না হলে সবার সাথে সমানতালে চলা যায় না। তাই দেখা যায় বর্তমানে সবার হাতে স্মার্টফোন থাকবেই। বিশেষ করে তরুনদের কাছে। কারণ, তাদের স্মার্ট হওয়ার জন্য স্মার্টফোন লাগবেই।
তাই সবার মধ্যেই একটা প্রতিযোগিতা দেখা যায় যে কার ফোনটা বেশি স্মার্ট আর কার ফোনটা বেশি আকর্ষণীয় এটা নিয়ে। সবাই এখন নিজের ফোনটাকে বিভিন্ন অ্যাপস্ দিয়ে মোবাইলের অনেক কিছুই পরিবর্তণ করে, যাতে করে তার ফোনটা অন্যদের থেকে আলাদা দেখায়। কিন্তু সবকিছু চেঞ্জ করলেও সবাই মোবাইল ফন্ট চেঞ্জ করতে পারে না। দেখা যায় যে, মোবাইলের ফন্ট চেঞ্জ করতে পারলেই মোবাইলটা বেশি আকর্ষণীয় দেখায়। আর এটা খুব কম মানুষ জানে বলেই সবার ফোনে দেখা যায় না। আপনি যদি মোবাইলের ফন্ট পরিবর্তণ করতে পারেন তবে আপনার ফোনটা অন্যদের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হবে।
আরো পড়ুন:
- অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করবেন যেভাবে
- ৫টি ফ্রি মোবাইল ক্লিনিং অ্যাপস্
- ফ্রিতে মুভি দেখার সেরা ৫টি অ্যাপস্
- মোবাইলে ভিডিও তৈরির ৫টি ফ্রি অ্যাপস্
- মোবাইলের জন্য সেরা ৫টি ব্যাটারি সেভার অ্যাপস্
এখানে এমন কিছু মোবাইলের ফন্ট পরিবর্তণকারী অ্যাপস্ এবং সেগুলোর ব্যাবহার সম্পর্কে আলোচনা করা হল যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফোন দিয়ে অন্য সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন।
মোবাইলের ফন্ট পরিবর্তণ করার পদ্ধতি
তবে চলুন, দেখে নেয়া যাক মোবাইলের ফন্ট পরিবর্তণ কারি কিছু সেরা অ্যাপস্ এবং তার ব্যবহার। যেগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন খুব সহজেই।
১ম পদ্ধতি: কোন ধরনের সফটওয়্যার বা লঞ্চার ছাড়াই ফন্ট পরিবতণ করুন
কিছু কিছু ফোন আছে যেগুলোতে নতুন করে কোন অ্যাপস্ ইন্সটল করার দরকার হয় না। এই ফোনগুলোতে আগে থেকেই অন্যান্য সুবিধার সাথে ফন্ট পরিবর্তণের সুবিধাও দেয়া থাকে। ফন্ট পরিবর্তণের জন্য অনেকগুলো ফন্ট সমৃদ্ধ ফিচার দেয়া আছে, আপনি চাইলেই পছন্দ মতো যে কোনো একটা ফন্ট সেট করে নিতে পারেন আপনার ফোনে। কিন্তু এই সুবিধা আপনি সব ফোনে পাবেন না। এটা অল্প কিছু কোম্পানির ফোনেই দেয়া আছে। যেমন Samsun, LG, HTC. এছাড়া আপনার ফোনেও এই সুবিধা আছে কিনা সেটা চেক করে দেখতে পারেন নিচে দেয়া পদ্ধতি অনুসরণ করে।
আপনি যদি Samsung, LG, HTC ইউজার হোন, তাহলে আপনার ফন্ট পরিবর্তনের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন। আর অন্য ফোন ইউজারকারী হলেও নিচের পদ্ধতিতে দেখে নিতে পারেন আপনার ফোনে ফন্ট পরিবর্তণ করার সুবিধা আছে কি নেই।
প্রথমে আপনার ফোনের সেটিংস্ এ যান, সেখান থেকে ডিসপ্লে, সেখান থেকে ফন্ট স্টাইলে চলে যান। এভাবে দেখুনঃ Settings > Display > Font Style। এরপর Font style এ click করলেই অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। যেগুলো একেকটা একেক স্টাইলের। একটার সাথে অন্যটার মিল নেই। সেখানে থেকে আপনার পছন্দমত একটা ফন্ট চয়েজ করে সেটার উপর ক্লিক করুন। এবার সেটিং থেকে বের হয়ে আসুন। দেখবেন আপনার ফোনের সব ফন্ট চেঞ্জ হয়ে ফোনের সৌন্দর্যে নতুন এক মাত্রা যোগ হয়েছে।
২য় পদ্ধতি: অ্যাপের মাধ্যমে
মোবাইলের ফন্ট পরিবর্তণ করার জন্য দারুণ দারুণ কয়েকটি অ্যাপ রয়েছে। তার মধ্য থেকে সেরা ২টি অ্যাপ সম্পর্কে নিচে আলোচনা করা হল যেগুলো ব্যবহার করে আপনি অনায়াসেই ফন্ট পরিবর্তণ করতে পারবেন।
Go Launcher Font
আপনি উপরের ধাপ অনুসরন করে যদি আপনার ফোনে ওই সুবিধাটা না পেয়ে থাকেন, তবে হতাশ হওয়ার কিছু নেই। আমরা আপনাকে অন্য পথ দেখাবো।
যে সব ফোনে ফন্ট পরিবর্তনের সিস্টেম নেই, সেই ফোনের জন্য আছে অনেক অ্যাপ যেগুলো দিয়ে আপনি চাইলেই আপনার ফোনের ফন্ট পরিবর্তণ করে নিতে পারেন। এর মধ্যে সেরা একটি অ্যাপ হলো GO Launcher. এই অ্যাপটিতে অনেক ধরনের ফন্ট রয়েছে স্মার্টফোনের জন্য। আপনার কাজ হলো অ্যাপটি ইন্সটল করে নিয়ে কয়েকটি ধাপ অনুসরণ করা। তাহলেই আপনার ফোনের ফন্ট পরিবর্তণ করতে পারবেন সহজেই। নিচের বাটনে ক্লিক করে প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন।
এবার চলুন দেখে নেয়া যাক Go Launcher Font অ্যাপটি কিভাবে ব্যাবহার করবেন-
- ডা্উনলোড করা ফাইলটিতে ক্লিক করে ইনস্টল করে নিন। আপনার স্মার্টফোনের স্ক্রিনে অ্যাপটির একটি আইকন তৈরি হবে।
- আইকনটিতে ক্লিক করে অ্যাপটি ওপেন করুন।
- এবার টুলস্ এ যান এবং সেটা ওপেন করুন।
- ‘Preferences icon’ এর উপর ক্লিক করুন।
- নিচের দিকে দেখুন ‘Personalization’ এর উপর ক্লিক করে সিলেক্ট করুন।
- এবার ‘Font’ লেখাটিতে টোকা দিন।
- এবার দেখুন, কোন ফন্ট দেখতে কেমন, কোন ফন্টটি আপনার ভাল লাগছে কিংবা যে ফন্টটি আপনার স্মার্টফোনে স্মার্ট দেখাবে সেটিতে সিলেক্ট করে নিন।
এই অ্যাপটিতে অনেক ধরনের, অনেক স্টাইলের ফন্ট দেয়া আছে। যেগুলো আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। আর এই অ্যাপটি আপনার ফোনের আইকন ও চেঞ্জ করে দিবে। যেগুলো আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন
iFont
অ্যা ফন্ট চেঞ্জ করার জন্য এই অ্যাপটিও দারুন কার্যকর। এই অ্যাপটি শুধু ফোনের ফন্ট পরিবর্তনের জন্যই ব্যবহার হয়। প্রথম দিকে iFont দিয়ে শুধু Samsung এর কাজ করা যেতো এবং এই অ্যাপটি তৈরিই করা হয়েছিলো শুধু Samsung এর জন্য।
কিন্তু বর্তমানে ডেপেলপাররা এটাকে নতুন আঙ্গিকে সাজিয়েছে। এখন এটা দিয়ে অন্যান্য অনেক ফোনের ফন্টই চেঞ্জ করা যায়। যেমন, Xiaomi, Meizu and Huawei এবং সাথে HTC, Sony and Motorola তেও এই অ্যাপটি কাজ করে।
এগুলো ছারাও Goggle Play store এ আপনি ফন্ট পরিবর্তনের জন্য অনেক অ্যাপ পাবেন হয়তো। কিন্তু সব অ্যাপ ই আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না। আবার অনেক অ্যাপ ব্যাবহার করার জন্য আপনার ফোনের Root ভাংতে হবে। তা না হলে সেই অ্যাপ ইন্সটল হবেনা। কিন্তু ফোনের রুট ভেংগে ফেলা ফোনের জন্য ক্ষতিকর বিধায় আমরা সেই স অ্যাপএর কথা এখানে বলিনি।
আমরা অনেক যাচাই-বাছাই করে এখানে কিছু ফ্রি ও নিরাপদ অ্যাপএর বিবরণ এবং ঠিকানা দিয়েছি। যাতে করে আপনারা সহজেই এগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এবং আপনার ফোনকে আরো স্মার্ট এবং আকর্ষণীয় করতে পারেন।
আমাদের এই ছোট অথচ কার্যকরি পোস্ট টি আশা করি আপনার উপকারে আসবে। যদি আপনার এই পোস্টটি ভালো লাগে আর উপকারে আসে, তবে অবশ্যই আপনার ফেইসবুক বন্ধুদের সাথে শেয়ার করুন। যাতে করে তারাও এখান থেকে কিছু শিখতে পারে।
Leave a Reply