মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২১৮ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাল টাইগাররা।
২য় টেস্টে জয় পেল বাংলাদেশ
আজ ৫ম ও শেষ দিনে ব্যাটিং করতে নেমেছিল জিম্বাবুয়ে। গতকাল হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়েন চারী ফিরে গেলে নিশ্চিত হয়ে যায় যে, শন উইলিয়ানস আর ব্রেন্ডন টেইলরকে দ্রুত ফেরাতে পারলেই জয় পাবে বাংলাদেশ।
শুরু থেকেই স্বাগতিক বোলাররা নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করে চাপে রেখেছিল জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের।
মুস্তাফিজের দারূণ এক ডেলিভারীতে শন উইলিয়ামস ফিরে গেলে আরও চাপে পড়ে জিম্বাবুয়ে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ এরপর ফিরিয়ে দেন সিকান্দার রাজা ও পিটার মুরকে।
চাকাবা রান-আউটের শিকার হন। একে একে ডোনাল্ড ট্রিপানো, ব্রেন্ডন মাভুটা ও কাইল জারভিস ফিরে গেলে ২২৪ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
টেইলরকে ফেরানো যায়নি। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে তিনিই একপ্রান্তে দাঁড়িয়ে ইনিংস গড়ার চেষ্টা করেছিলেন।
টেইলর আজ চাপে থেকেও দারূন টেম্পারমেন্ট দেখিয়েছেন। খেলছিলেন দারূণ সব শট। খেলেছেন অপরাজিত ১০৬ রানের হার না মানা এক ইনিংস।
এই সেঞ্চুরিতে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা খেলোয়াড়দের বিরল এক তালিকায় নাম লিখিয়েছেন টেইলর।
একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার সর্বশেষ কীর্তি অবশ্য বাংলাদেশের মুমিনুল হকের। এবছর শ্রীলংকা বিপক্ষে চট্রগ্রামে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন মুমিনুল।
টেন্ডাই চাতারা এই টেস্টের প্রথম দিনেই ইনজুরির শিকার হয়েছিলেন। জিম্বাবুয়ের পক্ষে আর কেউ ব্যাটিং করতে না নামায় ২১৮ রানের বিশাল জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশের পক্ষে ৫ উইকেট শিকার করেন তরুণ অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের ৫ম বারের মত পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।
এই টেস্টের প্রায় পুরোটা সমই দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। প্রথম টেস্টে হারের পর এই জয়ে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
জিম্বাবুয়ে-২২৪/৯
টেইলর-১০৬ রান।
মেহেদী হাসান মিরাজ-৫ উইকেট
ম্যান অব দ্যা ম্যাচ-মুশফিকুর রহিম।
ম্যান অব দ্যা সিরিজ-তাইজুল ইসলাম।
Leave a Reply