কল অফ ডিউটি কিংবা ব্যাটেলফিল্ডের মতো ব্রিলিয়ান্ট গেমগুলো মোটামুটি সব পিসি গেমারদের কাছেই জনপ্রিয়। এই সব মাল্টিপ্লেয়ার পিসি গেম সিঙ্গেল প্লেয়ার মুডে খেলা গেলেও আসল আনন্দ পাওয়া যায় মাল্টিপ্লেয়ার মুডে বন্ধুদের সঙ্গে খেলে। আপনি আর যাই বলুন, প্রিয় গেমগুলো বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ার মুডে খেলার যে মজা, তার সাথে অন্য কিছুর তুলনা হয় না।
বর্তমানে মাল্টিপ্লেয়ার গেমগুলোই গেমাররা সবচেয়ে বেশি খেলছে। দেশ বিদেশে মাল্টিপ্লেয়ার গেমের বড় বড় প্রতিযোগিতা হচ্ছে যেখানে গেমাররা অংশগ্রহন করে জিতে নিচ্ছে লাখ লাখ টাকা। আমাদের দেশেই কিছুদিন পর পর হয় গেমিং কন্টেস্ট, যেখানে কাউন্টার স্ট্রাইক, কল অফ ডিউটির মতো বিভিন্ন গেম খেলার মাধ্যমে অনেক টাকার প্রাইজ জিতে নিচ্ছে গেমাররা।
মাল্টিপ্লেয়ার গেমের তো অনেক গুনগান গাওয়া হলো। তবে সবার এক ধরনের মাল্টিপ্লেয়ার গেম পছন্দ না। কেউ হয়তো কল অফ ডিউটি এর গেমপ্লে পছন্দ করেন, কেউ আবার পছন্দ করেন কাউন্টার স্ট্রাইক এর গেমপ্লে। এই পোস্টে বাছাই করা সেরা ৬ টি মাল্টিপ্লেয়ার পিসি গেমস এর কথা আলোচনা করবো যেগুলো আপনি আপনার বন্ধুদের সাথে খেলে মজা পাবেন।
মাল্টিপ্লেয়ার পিসি গেম
অলনাইনে বিভিন্ন কোম্পানীর তৈরি করা অসংখ্য মাল্টিপ্লেয়ার পিসি গেমস রয়েছে। সেগুলো থেকে বাছাই করে ৬টি সেরা গেম নিয়ে আলোচনা করা হল এবং প্রত্যেকটি গেমের আলোচনার পরই গেমটির ডাউনলোড লিংক দেয়া হল। সুতরাং, গেমটি ডাউনলোড লিংকের জন্য সোর্স খুঁজতে খুঁজতে হয়রান হতে হবে না। তাহলে চলুন, মাল্টিপ্লেয়ার পিসি গেমগুলো সম্পর্কে একটু-আধটু জেনে নেই।
Counter-Strike: Global Offensive (কাউন্টার স্ট্রাইক-গ্লোবাল অফেন্সিভ)
কাউন্টার স্ট্রাইক গেমটি মাল্টিপ্লেয়ার গেমগুলোর মধ্যে অনেক আগে থেকে আধিপত্য করে আসছে। ১৯৯৯ সালে এই গেম সিরিজটির ফার্স্ট ভার্সন বের হয়। এই সময়ের মধ্যে এর অনেকগুলো ভার্সন বের হয়েছে যার মধ্যে বর্তমানে সবচেয়ে মজা এবং বেশি খেলা হচ্ছে কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ।
কাউন্টার স্ট্রাইক হলো একটি ফার্স্ট পারসন শুটার মাল্টিপ্লেয়ার গেম যেখানে টেরোরিস্টের টিম ও কাউন্টার টেরোরিস্টের টিম যুদ্ধ করে। এখানে আপনি চাইলে টেরোরিস্ট হিসেবে অথবা কাউন্টার টেরোরিস্ট হিসেবে যুদ্ধ করতে পারবেন। গেম এর মধ্যে যখন আপনি টেরোরিস্টের টিম এ খেলবেন তখন অপর পক্ষের নির্দিস্টি এরিয়ার বোম্ব লাগানো, জিম্মি করা আপনার কাজ। আর যখন কাউন্টার টেরোরিস্ট এর টিম এ খেলবেন তখন বোম্ব ডিফিউসাল, জিম্মি উদ্ধার করা হবে আপনার কাজ।
গেমটিতে ডেথম্যাচসহ নানা প্রকার গেমমোড আছে। গেমের মধ্যে রয়েছে অনেক ধরনের ম্যাপ। আপনি যেখানে খেলতে চান সেই ম্যাপ সিলেক্ট করে খেলতে পারবেন। গেমের মধ্যে আপনার বন্দুকের ডিজাইন কিনে কাস্টমাইজ করতে পারবেন যা আপনাকে দিবে একটি ইউনিক লুক। বন্ধুদের সাথে তো গেমটি খেলতে পারবেনই, তাছাড়া হাজার হাজার প্লেয়ার গেমটি খেলে, তাই যে কোনো ম্যাচ এর জন্য প্লেয়ার এর কোনো অভাব হবে না।
Counter strike-Global Offensive চালাতে যা লাগবেঃ
- সি পি উ: ইন্টেল কোর 2 ডুয়ো E6600 বা এ এম ডি ফেনম X3 8750 প্রসেসর বা আরও ভাল সমর্থিত
- র্যাম: 2 জিবি
- ওএস: উইন্ডোজ 7 / 8/10
- ভিডিও কার্ড: ভিডিও কার্ড 256 মেগাবাইট বা তার বেশি এবং DirectX 9- পিক্সেল শেডার 3.0 এর জন্য সমর্থন সহ সামঞ্জস্যপূর্ণ
- ডিস্ক স্পেস: ৮ জিবি
Call of Duty: Modern Warfare Multiplayer: (কল অফ ডিউটি-মর্ডান ওয়ারফেয়ার মাল্টিপ্লেয়ার)
বেশিরভাগ গেমারদের টপ লিস্ট এ থাকে কল অফ ডিউটি। এর গেমপ্লে যেমন অসাধারন তেমনি এটি একজন প্লেয়ারকে কারেক্টারের ভেতর নিয়ে যায় খুব তাড়াতাড়ি। কল অফ ডিউটির অনেকগুলো ভার্সন বের হয়েছে। প্রত্যেক ভার্সনেরই মাল্টিপ্লেয়ার মুড আছে এবং সবগুলোই খেলার মতো। কিন্তু প্লেয়ার রেটিং ও চয়েস এর ভিত্তিতে আপনি সবচেয়ে মজা পাবেন কল অফ ডিউটি মর্ডান ওয়ারফেয়ার গেমটির মাল্টিপ্লেয়ার ভার্সন খেলে।
বন্ধুদের সাথে ল্যান অথবা অনলাইনে খেলার মতো একটি সেরা গেম এটি। অনেক অ্যাওয়ার্ড প্রাপ্ত এই গেমটি প্রথম থেকেই প্লেয়ারদের মন জয় করে এসেছে। এই গেমটির ম্যাপগুলো কল অফ ডিউটি গেম সিরিজের বেস্ট ম্যাপ ধরা হয়। গেমের মধ্যে যে সব গেমমোডে আপনি খেলতে পারবেন সেগুলো হলো টিম ব্যাটেল, ডেথম্যাচ, ক্যাপচার দ্যা ফ্ল্যাগ, ইনফেকশন, সার্চ অ্যান্ড ডেস্ট্রয় ছাড়াও আরও অনেক।
Call of duty-Modern Warfare multiplayer চালাতে যা লাগবেঃ
- সি পি উ: Pentium 4 2.4 GHz / এথলন 64 2800+ (ইন্টেল এবং এথলন 1.8 জি এইচজ ডুয়েল কোর বা আরও ভাল সমর্থিত)
- র্যাম: 512 মেগাবাইট
- OS: উইন্ডোজ এক্সপি / ভিস্তা / 7/8/10
- ভিডিও কার্ড: 128 এমবি 3 ডি হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড কার্ডের প্রয়োজন 100% DirectX 9.0 সি সামঞ্জস্যপূর্ণ এবং সর্বশেষ ড্রাইভার (NVIDIA GeForce 6600+ / ATI Radeon 9800 Pro +)বা আরও ভাল সমর্থিত
- DIRECTX সংস্করণ: 9.0
- ডিস্ক স্পেস: ৮ জিবি
Minecraft (মাইনক্র্যাফট)
মাইনক্র্যাফট এর মতো ক্রিয়েটিভিটি খুব কম গেমেই আছে। গেমটিতে ঘন্টার পর ঘন্টা কাটানোর পরেও আমার একটুও বোরিং লাগেনি। গেমটি এক কথায় একটি মাস্টারপিস। এই গেমটির রয়েছে একটি ইউনিক অ্যাপিয়ারেন্স যা অন্য কোনো গেমে নেই। গেমটির জগতে পরিবেশ থেকে উপকরন সংগ্রহ করে বিভিন্ন জিনিস বানাতে হয়। যেমন গাছ থেকে কাঠ সংগ্রহ করে আপনি কাঠের দরজা, বাড়ি,কাঠের বেড়া, গেট সহ বিভিন্ন কিছু বানাতে পারবেন। এভাবে বিভিন্ন উপকরন সংগ্রহকরে আপনি রীতিমতো সবকিছু বানাতে পারবেন।
গেমটির মাল্টিপ্লেয়ার মুডে রয়েছে আলাদা ফ্লেভার। মাল্টিপ্লেয়ার মুডে আপনি বন্ধুদের সাথে তৈরি করতে পারবেন নিজেদের একটি বিশাল জগত। এছাড়াও মাইনক্র্যাফট এর অনেক অনলাইন সার্ভার আছে যেগুলোতে অন্যান্য প্লেয়ার দের সাথে খেলতে পারবেন বিভিন্ন সারভাইবল মিনিগেমস।
আপনাদের যাতে খুজতে খুজতে হয়রান না হতে হয় তাই এর মধ্যে ভালো কিছু সার্ভার এখানে উল্লেখ করা হলো- play.manacube.com, play.extremecraft.net, play.jartexnetwork.com, mc-gtm.net, play.minelink.net
বাংলাদেশি সার্ভারগুলোর মধ্যে কিছু ভালো সার্ভার হলো- IP: alveecraft.mooo,com:25565, IP: 192.99.201.226:25601, IP: playepirus.tk:25971, IP: 46.4.90.149:22764
মাইনক্র্যাফট চালাতে যা লাগবেঃ
- সি পি উ: ইন্টেল পেন্টিয়াম ডি বা এএমডি এথলন 64 (কে 8) 2.6 জিএইচজি বা আরও ভাল সমর্থিত
- র্যাম: 2 গিগাবাইট
- ওএস: উইন্ডোজ 7 /8/10
- ভিডিও কার্ড: জিফোর্স 700 সিরিজ অথবা ওপেনজিএল 4.5 এর সাথে AMD Radeon Rx 200 সিরিজ (ইন্টিগ্রেটেড চিপসেট ব্যতীত) বা আরও ভাল সমর্থিত
- ডিস্ক স্পেস: কমপক্ষে 1 গিগাবাইট, গেম কোর এবং অন্যান্য ফাইলের জন্য
Team Fortress 2 (টিম ফরট্রেস ২)
তুমুল জনপ্রিয় আরেকটি গেম হচ্ছে ২০০৭ সালে বের হওয়া Team Fortress 2 গেমটি। এই ক্লাস বেসড ক্লাসিক গেমটি গেমারদের মাঝে খুবই জনপ্রিয়। গেমটির মাঝে প্লেয়ারদের জন্য রয়েছে ৯ বিভিন্ন ধরনের ক্লাস। প্লেয়াররা আলাদা আলাদা ক্লাস নিয়ে খেলতে পারে। প্রত্যেকটি ক্লাসের থাকে আলাদা আলাদা কাজ। প্লেয়াররা যে-সব ক্লাস নিয়ে খেলতে পারে সেগুলো হলো দ্যা স্কাউট, দ্যা সোলজার, দ্যা পাইরো, দ্যা ডেমোম্যান, দ্যা হেভী, দ্যা ইঙ্গিনিয়ার, দ্যা মেডিক, দ্যা স্নাইপার, দ্যা স্পাই। এদের এবিলিটি ও স্কিল আলদা আলদা। গেমটির মধ্যে বিভিন্ন গেমমোডে ম্যাচ খেলা যায়। অ্যাটাক/ডিফেন্ড, কন্ট্রল পয়েন্টস, ক্যাপচার দ্যা ফ্ল্যাগ, ম্যানপাওয়ার, পেলোড রেস ছাড়াও ইত্যাদি।
Team Fortress 2 চালাতে যা লাগবেঃ
- সি পি উ: 1.7 GHz প্রসেসর বা বা আরও ভাল সমর্থিত
- র্যাম: 512 মেগাবাইট
- OS: উইন্ডোজ 7 / 8/10
- ভিডিও কার্ড: DirectX® 8.1 গ্রাফিক্স কার্ড
- ডিস্ক স্পেস: 15 জিবি
Dota 2 (ডোটা ২)
অনলাইনে খেলার আরেকটি জনপ্রিয় গেম হচ্ছে ভাল্ভ কর্পোরেশনের অ্যাকশন আরপিজি গেম ডোটা ২। অন্যরকম প্ল্যাটফর্মের এই গেমটিতে বর্তমানে রয়েছে বিভিন্ন ধরনের ১১৫ টি হিরো। আপনি নিজের মনের মতো হিরো নিয়ে একটি জগত বানাতে পারবেন যেখানে বন্ধুদের সাথে নিজের জগতের ইন্টারেক্ট করতে পারবেন। এই গেমটি নিয়ে অনেক বড় বড় টুরনামেন্ট হয়। গেমটি খেলে দেখুন, শিউর প্রেমে পড়ে যাবেন।
ডোটা ২ চালাতে যা লাগবেঃ
- সিপিইউ: ২8 গিগাহার্জ গতিতে ইন্টেল বা এএমডি থেকে ডুয়েল কোর
- র্যাম: 4 গিগাবাইট
- ওএস: উইন্ডোজ 7/8/10
- ভিডিও কার্ড: এনভিডিয়া GeForce 8600/9600 জিটি, এটিটি / এএমডি রেডিয়ন এইচডি ২600 / 3600 বা আরও ভাল সমর্থিত
- ডিস্ক স্পেস: 15 জিবি
Rocket league (রকেট লিগ)
কেমন হয় যদি আমরা গাড়ি দিয়ে ফুটবল খেলি? হ্যা, গাড়ী দিয়েই ফুটবল খেলতে হবে এই গেম এ। সুপারসনিক অ্যাক্রবেটিক রকেট- পাওয়ার্ড ব্যাটেল-কারস গেমটির এই সিকুয়েল এই গেমটিতে প্লেয়ারকে একটি রকেট চালিত গাড়িকে নিয়ন্ত্রন করতে হবে। গেমটিতে প্লেয়ার কে একটি বিশাল বলকে ধাক্কা দিয়ে খেলতে হয়। এ সময় গেমারকে একটি নির্দিষ্ট ফুটবল মাঠে বিশাল আকারের বলটিকে গাড়ি দিয়ে আঘাত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক যেভাবে ফুটবল ম্যাচে প্লেয়াররা খেলে। বলটিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্লেয়ার কে আত্মস্থ করতে হবে কিছু স্কিল।
এ ছাড়াও বিপক্ষ দল এই বলকে নিয়ে চলে আসতে পারে নিজ গোল সীমানায়। তাই বিপক্ষ গাড়িকে কাটিয়ে বল নিয়ে যেতে হবে গোল পোস্টের সীমানায়। এ সময় বিপক্ষ দলের গাড়িকে কাটিয়ে নির্দিষ্ট গোল পোস্টে বল ঢুকাতে পারলেই পয়েন্ট পাবে প্লেয়ার। আর এ আঙ্গিক থেকে দেখলে গেমটিকে মনে হবে একটি রেসিং ফুটবল গেম। সিঙ্গেল এবং মাল্টি-প্লেয়ার উভয় গেম মুডেই গেমটি খেলতে পারবেন আপনি। একই মনিটরে স্ক্রিন স্প্লিট করেও খেলা যাবে গেমটি। অন্যরকম এই গেমটি বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ার এ খেলার জন্য একটি আদর্শ গেম।
রকেট লিগ চালাতে যা লাগবেঃ
- সি পি উ: 2.4 GHz ডুয়েল কোর বা আরও ভাল সমর্থিত
- র্যাম: 2 গিগাবাইট
- অপারেটিং সিস্টেম: উইন্ডোজ 7 বা নতুন
- ভিডিও কার্ড: NVIDIA GTX 260 বা ATI 4850 বা আরও ভাল সমর্থিত
- ডিস্ক স্পেস: 5 জিবি
অফলাইনে গেম খেলে যতই মজা পাওয়া যাক না কেন, কোথাও যেনো শুন্যতা রয়ে যায়। শুধু মনে হয় গেমটি যদি বন্ধুদের সাথে খেলতে পারতাম তাহলে কি মজাটাই না হতো। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করা অনেকাংশে কমে গেছে। খেলার ইচ্ছা থাকলেও হয়তো খেলার জন্য মাঠ থাকে না। এখানেই মাল্টিপ্লেয়ার গেমের সার্থকতা। তো আর দেরি না করে উপরের গেমগুলো থেকে আপনার পছন্দের মাল্টিপ্লেয়ার পিসি গেম ইন্সটল করুন আর খেলা শুরু করে দিন বন্ধুবান্ধবের সঙ্গে।
Leave a Reply