কম্পিউটার কেনার সময় সাধারণত কম্পিউটারের সঙ্গে একটি মাদারবোর্ডের ড্রাইভার সফটওয়্যার সিডিতে করে দেওয়া হয়। কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয়, তবেই গ্রাফিক্স, সাউন্ড ইত্যাদি আসে। কিন্তু এই মাদারবোর্ডের সিডিটি যদি হারিয়ে যায়, তখন খুব ঝামেলায় পড়তে হয়। সুতরাং, জেনে নিন মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে কি করবেন।
মাদারবোর্ড কম্পিউটারের মা। কাজেই, এটি ছাড়া কম্পিউটার অচল। জেনে নিন মাদারবোর্ড কি আর মাদারবোর্ড কিভাবে কাজ করে। কম্পিউটারে মাদারবোর্ডের অনেক কাজ রয়েছে। যদি মাদারবোর্ডের সিডি ইনস্টল করা না হয়, তবে কোন কাজই হবে না। তাই, সিডি হারিয়ে গেলে করণীয় কাজ সম্পর্কে সবারই জেনে রাখা উচিৎ।
মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে করণীয়
কিছুক্ষেত্রে একই কোম্পানির অন্য মাদারবোর্ডের সিডি থেকে আলাদাভাবে গ্রাফিক্স, সাউন্ড ইত্যাদি সফটওয়্যার ইনস্টল করার পর গ্রাফিক্স, সাউন্ড ইত্যাদি আসে। তবে সেটা সব মাদারবোর্ডের ক্ষেত্রে নয়। এরকম অবস্থায় আপনাকে প্রথমে আপনার মাদারবোর্ডের নাম, মডেল নম্বর, সিরিয়াল নম্বর জানতে হবে।
মাদার বোর্ডের মডেল ও সিরিয়াল নাম্বার জানবেন যেভাবে
মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে যদি আপনি মাদারবোর্ডের নাম, মডেল নম্বর বা সিরিয়াল নম্বর ভুলে যান তাহলে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি সহজেই তা বের করে ফেলতে পারবেন।
প্রথমে আপনাকে Start থেকে Run-এ যেয়ে WMIC লিখে Ok করতে হবে। যদি প্রথমবারের মত এই অপশনটি রান করান তাহলে লেখা আসবে, সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে।
ইনস্টল হয়ে যাওয়ার পর Command Prompt-এ লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্য জানতে baseboard লিখে কিবোর্ড থেকে Enter চাপুন। এখন আপনার কম্পিউটারের মাদারবোর্ডটির সিডির মডেল নম্বর, সিরিয়াল নম্বর ইত্যাদি বিষয় জানতে পারবেন। অথবা, Command Prompt-এ যেয়ে systeminfo লিখে Enter চাপলে আপনি বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
এখান থেকে মাদারবোডের নাম , মডেল নম্বর পেয়ে যাবেন। তারপর আপনি ওই মাদারবর্ডের নাম ও মডেল নম্বর লিখে গুগলে সার্চ করলে সেই মাদারবোর্ডের সফটওয়্যার (ড্রাইভার) পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনি। এছাড়াও কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো, যেখানে মাদারবোর্ডের সফটওয়্যার পেতে পারেন।
- www.driverfiles.net
- www.driverskit.com
- www.nodevice.com/drivers
- http://www.driversdown.com
- www.driverguide.com
- www.driversbay.com
এই ওয়েবসাইটগুলো থেকে আপনার প্রয়োজনীয় ড্রাইভারটি ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই মাদারবোর্ডের নাম, মডেল নম্বর ও সিরিয়াল নম্বর খেয়াল রাখবেন। ভিন্ন ড্রাইভার ইনস্টল দিলে ঝামেলা হতে পারে, তাই সতর্ক থাকবেন।
আশা করি, মাদারবোর্ডের সিডি হারানো থেকে সচেতন থাকবেন। আর যদি একান্তই হারিয়ে যায় তবে কি করবেন তা তো জানলেন। এই জানা নিশ্চয়ই আপনার কিছুটা হলেও উপকারে আসবে। সুতরাং, লেখাটি শেয়ার করে অন্যদের, বিশেষ করে যারা মাদারবোর্ডের সিডি হারিয়েছে, তাদের সাহায্য করুন।
Leave a Reply