ইন্টারনেট ব্যবহারকারী কম বেশী সবার মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে। মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনাকে মাইক্রোসফট কোম্পানির সকল ডিজিটাল সেবার পাশাপাশি অনেক প্রয়োজনীয় সেবা ফ্রিতে ব্যবহার করার সুযোগ দেবে।
আপনি যদি ইন্টারনেট এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সক্রিয় ব্যবহারকারী হন, তবে মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনার প্রয়োজনের ষোল কলা পূর্ণ করতে সক্ষম।
মাইক্রোসফট অ্যাকাউন্ট আসলে কি, এ অ্যাকাউন্ট কি আদৌ আপনার প্রয়োজন? ইত্যাদি সকল ধরণের প্রশ্নের উত্তর পাবেন এই লেখায়। প্রথমে বলে রাখা ভাল আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তবে দেখে নিন কিভাবে একটি মাইক্রোসফট্ অ্যাকাউন্ট খুলবেন। আশা করি অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছেন, এবার চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক।
মাইক্রোসফট অ্যাকাউন্ট
মাইক্রোসফট অ্যাকাউন্ট কি
মাইক্রোসফট অ্যাকাউন্ট হল বিল গেটস আর পল অ্যালেনের প্রতিষ্ঠিত মাইক্রোসফট কর্পোরেশনের একটি জনপ্রিয় সেবা। এটা অনেকটা গুগল অ্যাকাউন্টের মত। মাইক্রোসফট অ্যাকাউন্টকে আপনি কিছু কিছু ক্ষেত্রে গুগলের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন।
এমএস অ্যাকাউন্ট হল মাইক্রোসফটের সেবা ব্যবহারের জন্য প্রদত্ত ইমেইল এবং পাসওয়ার্ড এর মাধ্যমে সাইন ইন করার একটি উপায়। বর্তমানে ইন্টারনেটের যে কোনো সেবা ব্যবহারের ক্ষেত্রে অ্যাকাউন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন ফেসবুকের সেবা ব্যবহার করতে হলে আপনার ইমেল অ্যাকাউন্ট থাকা জরুরি। হতে পারে সেটা গুগল কিংবা মাইক্রোসফট।
মাইক্রোসফট অ্যাকাউন্ট কেন প্রয়োজন
উপরের ছোট ভূমিকাটি পড়ে এবং মাইক্রোসফট অ্যাকাউন্টের সংজ্ঞা জেনে এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই মাইক্রোসফট কি আসলে কোন প্রয়োজনীয় সেবা? কিংবা এটা কেন প্রয়োজন? আসলে এই ধরণের প্রশ্ন মাথায় আসা একদম স্বাভাবিক। তাই সেই স্বাভাবিক প্রশ্নের উত্তর আজকে আমরা সাধারণভাবেই দেয়ার চেষ্টা করবো।
আজকে আমরা জানবো এই অ্যাকাউন্ট থাকলে আপনি অতিরিক্ত কি কি সেবা পাবেন। তাহলে এক এক করে মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা জানা যাক।
স্কাইপ ব্যবহার
স্কাইপ হল ভিওআইপি একটি সেবা, একটি টেলিকমিউনিকেশন অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলা যায়। প্রফেশনাল কাজে এবং ক্লিয়ার কথা বলার জন্য এটা বেশ জনপ্রিয়। ব্যবসায়িক কাজে অধিকাংশ কোম্পানি স্কাইপ ব্যবহার করে থাকে।
আজ থেকে ১৬ বছর আগে এটা যাত্রা শুরু করলেও বিগত ২০১১ সালে মাইক্রোসফট কর্পোরেশন এটাকে সাড়ে ৮ বিলিয়ন ডলারের বিনিময় কিনে নেয়। যার জন্য এখন স্কাইপ ব্যবহার করতে হলে এ অ্যাকাউন্টের প্রয়োজন হয়।
উইন্ডোজ ১০
কম্পিউটার ব্যবহার করে কিন্তু উইন্ডোজ ১০ ব্যবহার করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কমবেশি সবাই উইন্ডোজ ১০ এর সাথে পরিচিত। আবার আপনারা এটাও জানেন উইন্ডোজ ১০ মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি করা। উইন্ডোজের সবগুলো ফিচার যদি ব্যবহার করতে চান, তবে এই অ্যাকাউন্টের বিকল্প নেই।
যেমন আপনি যদি আপনার উইন্ডোজ ১০ এর সেটিংগুলো সিন্ক করে রাখতে চান এবং আপনার ডিজিটাল লাইসেন্স যদি অন্য পিসিতে ব্যবহার করতে চান, তবে একটি মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন হবে।
মাইক্রোসফট স্টোর
গুগল প্লে-স্টোরের মত মাইক্রোসফট স্টোর অ্যাপ ডাউনলোড করার একটি সেবা। মাইক্রোসফট স্টোর থেকে উইন্ডোজের জন্য অ্যাপ ডাউনলোড করা যায়। তবে, মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হলে আপনার এই অ্যাকাউন্ট থাকতে হবে।
ওয়ান ড্রাইভ
মাইক্রোসফট্ অ্যাকাউন্ট থাকলে আপনি ফ্রিতে ৫ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ পাবেন। এই ক্লাউড স্টোরেজে আপনার যে কোনো ফাইল বা ফোল্ডার স্টোর করে রাখতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাকসেস করতে পারবেন।
মাইক্রোসফট ৩৬৫
মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার সবচেয়ে বড় একটি সুবিধা হল ৩৬৫ সেবা। মাইক্রোসফট অফিসের নাম শুনেছেন এবং এর ব্যবহার কমবেশি সবাই করেছেন। আপনারা নিশ্চয় জানেন মাইক্রোসফট অফিস ব্যবহার করতে হলে আপনাকে প্রায় ১৫ হাজার টাকা খরচ করতে হবে। অথচ আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, তবে আপনাকে এত টাকা খরচ না করে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
যদিও এই সার্ভিসটি ব্যবহার করতে হলে আপনার ইন্টারনেট সংযোগ এবং ইন্টারনেট ব্রাউজার থাকতে হবে। কেননা মাইক্রোসফট ৩৬৫ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা।
ই-মেইল সেবা
ফ্রিতে ই-মেইল সেবা পেতে হলে এই অ্যাকাউন্ট থাকা জরুরি। এ অ্যাকাউন্ট থাকলে আপনি ফ্রিতে ই-মেইল সেবা ব্যবহার করতে পারবেন। যদিও বর্তমানে ১০টি জনপ্রিয় ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস রয়েছে, তবু মাইক্রোসফট্ অ্যাকাউন্ট থাকাটা অনেক সুবিধার।
এক্সবক্স
যারা গেম খেলে তারা এক্সবক্সের নাম শুনে থাকবেন কিংবা ব্যবহার করে থাকবেন। এক্সবক্সের কিছু ফিচার ব্যবহার করা কিংবা এক্সবক্স লাইভ করতে হলে আপনার অ্যাকাউন্ট থাকাটা জরুরি। যদিও গেমারদের জন্য এটা অনেক প্রয়োজনীয় একটি ফিচার।
শেষ কথা
এই ছিল আজকে মাইক্রোসফট অ্যাকাউন্ট কি এবং কেন প্রয়োজন তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এই লেখায় চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে এ অ্যাকাউন্ট কোন কোন কাজে প্রয়োজন হয় তা উল্লেখ করার। এখন আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন উপরে উল্লেখিত কোন একটি সেবা আপনার প্রয়োজন, তবে এ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
Leave a Reply