উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যে যেমন মজিলা ফায়ারফক্সের ডাউনলোড লিংক রয়েছে, তেমনি রয়েছে ম্যাক ও লিনাক্সের জন্যেও। এছাড়া, যারা স্মার্টফোনে ফায়ারফক্স ইউজ করতে চান, তাদেরকেও হতাশ করছে না মজিলা কর্পোরেশন। প্রতিষ্ঠানটি তাদের এই ফ্রি ওয়েব ব্রাউজারটি অ্যান্ড্রয়েড ও আইএস উভয় অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের জন্যেও ডেভেলপ ও রিলিজ করেছে।
একই সাথে, প্রতিনিয়তই মজিলা ফায়ারফক্সের দরকারী অ্যাড-অন রিলিজ দিচ্ছে মজিলা কর্পোরেশন এবং থার্ড পার্টি কোম্পানীগুলো। এইসব অ্যাড-অন ব্রাউজারটিকে আরো ব্রিলিয়ান্ট করে তুলছে। কাজেই, যারা এই ব্রাউজার ব্যবহার করেন, তাদের ব্রাউজিং এবং অন্যান্য প্রয়োজনীয় সবকিছুই সহজ হয়ে উঠছে দিন দিন।
উইন্ডোজের জন্যে Dave Hyatt ও Blake Ross এর তৈরি মজিলা ফায়ারফক্স রিলিজ দেয়া হয় ২০০৪ সালের ৯ই নভেম্বর। আর এর আফডেট ভার্সণ রিলিজ হয় চলতি বছর অর্থাৎ ২০১৯ সালের ২২শে অক্টোবর।
মজিলা ফায়ারফক্সের ডাউনলোড লিংক
২০০৬ সালে মজিলা কর্পোরেশন তাদের এই জনপ্রিয় ব্রাউজারটির লিনাক্স ডেস্কটপ ভার্সণ নিয়ে বাজারে আসে। প্রথমে ৩০ বিট মেমোরি আর্কিটেক্সার এবং পরে ৬৪ বিট মেমোরির জন্যে রিলিজ দেয়া হয় ম্যাক অপারেটিং সিস্টেমের জন্যে বহুল ব্যবহৃত এই ব্রাউজারটি।
আর ২০০৮ সালে এটির ম্যাক ভার্সণ রিলিজ দেয়া হয়। এরপর সকল অপারেটিং সিস্টেমের জন্যেই ব্রাউজারটি বহু বার আপডেট দেয়া হয়।
২০১০ সালের জানুয়ারীর ২৮ তারিখে বাজারে আসে ব্রাউজারটির অ্যান্ড্রয়েড ভার্সণ। অর্থাৎ, গুগলের প্লে-স্টোরে এটি সব স্মার্টফোন ব্যবহারকারীর জন্যেই উন্মুক্ত করা হয়। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্যে ব্রাউজারটিকে আরো গতিশীল হিসেবে ডেভেলপ করে মজিলা কর্পোরেশন।
মজিলা ফাউন্ডেশনের মতে প্রতিদিন হাজার হাজার ট্র্যাকার স্মার্টফোন ব্যবহারকারীদের ট্র্যাক করে থাকে। যারফলে প্রতিষ্ঠানটি তাদের অ্যান্ডয়েড ভার্সণটিকে পুরোপুরি হ্যাকার প্রটেক্ট করার জন্যে প্রাইভেটলি ডেভেলপ করেছে। প্রতিষ্ঠানের মতে, ২ হাজারেরও বেশি ট্র্যাকারের হাত থেকে ইউজারকে রক্ষা করে তাদের এই ব্রাউজার।
২০১৩ সালের এফ্রিল মাসে মজিলা কর্পোরেশনের সিইও Gary Kovacs ঘোষণা দেন যে তারা তাদের এই ব্রাউজারটির আইওএস ভার্সণ রিলিজ করবেন না। অ্যাপলের ওয়েবকিট লে-আউট ইঞ্জিন সংক্রান্ত নানা রকম সমস্যা সমাধানের পর অবশেষে ২০১৬ সালে মজিলা আইওএস এর জন্যে ব্রাউজারটির অ্যাপ নিয়ে আসে।
সকল অপারেটিং সিস্টেমের জন্যেই মজিলা ফায়ারফক্সের ডাউনলোড লিংক পেয়েছেন। আশা করি, আপনার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেমে ব্রাউজারটি ডাউনলোড ও ইনস্টল করতে গিয়ে কোন রকম সমস্যার সন্মুখীন হননি। যদি হয়েই থাকেন, তবে কমেন্ট করে আমাদের জানান; আমরা আপনাকে মজিলা ফায়ারফক্স সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান দেবো, ইনশাল্লাহ্।
Leave a Reply