তারাবি নামাজের রাকাত নিয়ে শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশেই মত বিরোধ রয়েছে। সৌদি আরবের বিভিন্ন মসজিদে ৮ রাকাত তারাবি পড়া হলেও, মক্কায় ও মদিনায় পড়া হয় ২০ রাকাত। তবে মক্কা ও মদিনায় ২০ রাকাত তারাবি পড়ানোর বিশেষ কারণ রয়েছে। সেটি জানতে নিচের ভিডিওটি দেখুন। ভিডিওটি নেয়া হয়েছে Sotter Dike Ahobban নামক একটি ইউটিউব চ্যানেল থেকে।

About জেসিকা জেসমিন
আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল। কিন্তু, একটা টেক সাইট হিসেবে আর্টিকেলটি কতটুকু গ্রহণযোগ্য বলে এডমিন মনে করেন?
এটা সত্যি যে একটা টেক ওয়েবসাইটে এ ধরণের আর্টিকেল পুরোপুরি খাপ খায় না। তবে, আর্টিকেলটি পাবলিশ হয়েছে ইউটিউব ক্যাটেগরিতে আর ইউটিউব তো টেকনোলোজিরই একটা পার্ট, কি বলেন? তাছাড়া, এই ওয়েবসাইটটিকে অন্য দিকে মুভ করানোর প্ল্যান রয়েছে আমাদের, সময় মতো আপনাদের সবাইকে জানাবো।