বর্তমানে চাইনিজ ব্র্যান্ডগুলো এমন সব স্মার্টফোন তৈরি করছে যা দেখলে রীতিমতো চমকে যেতে হয়! আর চমকে দিতেই ‘ভিভো’ কোম্পানীর নতুন ফোন লঞ্চ হলো, নেক্স এ এবং নেক্স এস নামক দু’টি নতুন ফোন। এই দুটি ফোনই হলো ফুল স্ক্রিন অর্থাৎ, বেজেলহীন।
এতোদিন আমরা বেজেললেস বলতে যে-সব ফোন দেখে এসেছি সেগুলোতে আইফোনের মতো ‘নচ’ ছিল। কিন্তু, মজার ব্যাপার হলো ‘নেক্স’-এ কোনো নচ নেই। সামনের দিকটা পুরোই স্ক্রিন। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, তাহলে সেলফি ক্যামেরা কোথায?
সেলফি ক্যামেরা স্থাপনের জন্য তারা একটি অভিনব পন্থা কাজে লাগিয়েছে। সেলফি ক্যামেরাটি তারা দিয়েছে একেবারে উপরের দিকে যেখানে সাধারণত হেডফোন পোর্ট থাকে সেখানে। সেলফি ক্যামেরা চালু করলেই উপর থেকে ‘পপ আপ সেলফি ক্যামেরা’ টি উঠবে।
এই পপ আপ ক্যামেরার কারণেই এটিকে দেখতে অন্যররকম মনে হয়। আর সেই সাথে ফুল স্ক্রিন ডিসপ্লে হওয়ায় ভিডিও দেখে কিংবা গেম খেলার সময এক অন্যরকম অনুভুতি কাজ করবে। সেটটি নেক্স এ এবং নেক্স এস নামক দুটি ভার্সনেই পাওয়া যাবে।
নেক্স এ’তে রয়েছে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লে রেজ্যুলেশন হলো ১০৮০x২৩১৬ পিক্সেল, ডেনসিটি হলো ৩৮৮ পিপিআই। এই ডিসপ্লে দিয়ে সবাইকে আকর্ষন করাবে ভিভো। তাছাড়া, ডিসপ্লেটি হলো সুপার অ্যামোলেড। মন কাড়তে বাধ্য সবার!
অপারেটিং সিস্টেম হলো ৮.১ ওরিও। আর চিপসেট হলো কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭১০। ৮৪৫ থেকে কম হলেও পারফর্মেন্সের দিক থেকে কোন অংশে কম নয়।
এটিতে দেয়া হয়েছে ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। তবে, দুঃখের বিষয় হলো এটাতে এক্সট্রা মেমরী ইউজ করার অপশন নাই।
আজকাল ফোন কেনার আগে মানুষ সবচেয়ে বেশি দেখে ক্যামেরা কেমন। অনেকের ধারণা মেগাপিক্সেল বেশি হলে ক্যামেরাও বেশি ভালো হয়। কিন্তু, এ ধারণা অমূলক। ক্যামেরা পারফর্মেন্সের ক্ষেত্রে অ্যাপার্চার সাইজ সবচেয়ে বেশী ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে ভিভো তাদের এই সেটে প্রাইমারী ক্যামেরা হিসেবে ১২+৫ ডুয়াল ক্যামেরা দিয়েছে। প্রথমটায় রয়েছে f/1.8 অ্যাপার্চার
আর দ্বিতীয়টায় রয়েছে f/2.4। আর ফ্রন্ট ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা যার অ্যাপার্চার f/2.0। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেয়া হয়েছে ডিসপ্লের ভেতর। এক্সট্রা হিসেবে দেয়া হয়েছে ৩.৫ মিমি. হেডফোন জ্যাক। দেয়া হয়েছে নন-রিমুভেবল ৪০০০ এমএএইচ ব্যাটারি যেটি ফার্স্ট চার্জিং সাপোর্ট করে। দাম হতে পারে ৭০০ ডলারের আশে-পাশে।
দ্বিতীয়টি হলো নেক্স এস। নেক্স এ’এর সাথে এর কিছুটা মিল রয়েছে। তবে এটিতে দেয়া হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ। আর চিপসেট হিসাবে দেয়া হয়েছে বর্তমানের সেরা চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫। আর ডিসপ্লে সুপার অ্যামোলেড হওয়ায় গেম খেলার সময় দেখতে মারাত্মক লাগবে। চিপসেট ৮৪৫ হওয়ায় কোনো ল্যাগিংই হবে না। গেমারদের জন্য সেটটি ভালো চয়েস হতে পারে। এটির দাম হতে পারে ৮০০ ডলারের আশে-পাশে।
ভিভো বাজারে ফুল ভিউ ডিসপ্লে দিয়ে হয়তো নতুন দিগন্তের সূচনা শুরু করতে যাচ্ছে। কয়েকদিন আগেই অ্যাপল আইফোন এক্স’তে নচ এনে বাজার মাত করে দিয়েছিল। সব কোম্পানী তখন উঠে পড়ে লেগেছিল তাদের ফোনে নচ দেয়ার জন্য।
এখন হয়তো দেখা যাবে, ভিভো সবাই কপি করে ফুল ভিউ ডিসপ্লে এবং পপ-আপ ক্যামেরা তাদের ফোনে লাগিয়ে দিবে। তাছাড়া, এক্সট্রা চয়েস হিসেবে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ যেন সোনায় সোহাগা!
Leave a Reply