যারা ইউটিউবে কিংবা অন্য যে কোনও প্লাটফর্মে ভিডিও দেখেন, তারা ভিডিও বাফারিং এর সাথে পরিচিত থাকার কথা। কারণ, ভিডিও দেখার সময় বহুবার তারা বাফারিং এর কবলে পড়েছেন। হয়তোবা এখনো পড়ছেন। অনেকে হয়তো বাফারিং ছাড়া ইউটিউবে ভিডিও দেখার উপায় নিয়েও নিরন্তর গবেষণা করেছেন। যাইহোক, আমরা এখন জানবো ভিডিও বাফার এর টেকনিক্যাল টার্ম সম্পর্কে।
ভিডিও বাফার হচ্ছে কম্পিউটারের ফিজিক্যাল মেমোরির একটা পার্ট বা অংশ বা portion। আর এই ভিডিও বাফার মূলত ভিডিও বা ভিডিওর গ্রাফিক্স ইনফরমেশন স্টোর করতে ব্যবহৃত হয়। একটা ভিডিও যখন প্লে হয়, তখন ডিসপ্লে স্ক্রিন বা মনিটরে রেন্ডার ভিডিও কার্ড থেকে আগে এর মুভমেন্ট মেমোরি কার্ডে স্টোর হয় এবং সেটা আমাদের চোখের সামনে প্রদর্শিত হয়।
আর এই প্রদর্শিত ডাটা অর্গানাইজ করা এবং মূল সোর্স থেকে সেটাকে এনে ভিউয়ারের কাছে সঠিকভাবে উপস্থাপন করার পদ্ধতিটাকেই মূলত ভিডিও বাফার বলা হয়। সিস্টেম ক্যাশ বা ভিডিও মেমোরিতে ভিডিও ডাটা অর্গানাইজেশনের এই পদ্ধতি সবক্ষেত্রে প্রায় একই।
ভিডিও বাফার এর আরো দুইটি নাম রয়েছে। যথা-
- স্ক্রিণ বাফার।
- রিজেনারেশন বাফার।
লেখাটি অতি সংক্ষেপ হয়েছে ৷ লেখিকা ভাল বুঝাতে সক্ষম হয় নি ৷
ধন্যবাদ এইচ এম রেজাউল ভাই, আপনি হয়তো ঠিক বলেছেন। সামনের লেখাগুলো ভাল করে বোঝার চেষ্টা করবো এবং সেই সাথে আরেকটু ডিটেইলস্ লেখার দিকে মনোযোগ দেবো। পাশাপাশি, আপনাকে অনুরোধ করবো এই ওয়েবসাইটে আমার অন্যান্য যেসব লেখা আছে সেগুলো সম্পর্কে মতামত দেবেন।
একটি ভিডিও পেন ড্রাইভ থেকে ওটিজি এর মাধ্যমে মোবাইলে কিছুক্ষণ চলার পর বাফারিং শো করে অফ হয়ে যায় কেন জানাবেন প্লিজ।