কারো জন্য গিফ্ট নির্বাচন করাটা আসলেই একটু কঠিন কাজ। আর সেই মানুষটি যদি আপনার বয়ফ্রেন্ড হয়ে থাকে, তাহলে এটি যেন আপনার জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি হয়ে পড়ে। এর কারণ হলো আপনি তার জন্যে এমন একটি গিফ্ট নির্বাচন করতে চান, যা তাকে আনন্দ দেবে।
কিন্তু দেখা যায়, ঘন্টার পর ঘন্টা চিন্তা করে অতিবাহিত হওয়ার পরেও আমরা কোন নির্দিষ্ট সিদ্ধান্তে পৌছাতে পারি না। না পারাটাও অতি স্বাভাবিক কারণ ঐমুহুর্তে আপনি এমন একজনের জন্য উপহার নির্বাচন করতে চলেছেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। গার্লফ্রেন্ডের জন্যে জন্মদিনের গিফট্ নির্বাচন করা কিছুটা সহজ হলেও, বয়ফ্রেন্ডের জন্যে একটু কঠিনই বটে।
বয়ফ্রেন্ডের জন্মদিনের জন্য গিফ্ট নির্বাচন করতে না পারার একটি বড় কারণ হলো এটির ভাব প্রকাশের ক্ষমতা। একজন মেয়ে সব সময় এমন একটি গিফট নির্বাচন করতে চান, যার মাধ্যমে বয়ফ্রেন্ডের প্রতি তার অগাধ ভালোবাসার আত্মপ্রকাশ ঘটবে। একই সাথে তারা গিফ্ট নির্বাচনের ক্ষেত্রে সব সময় এমন একটি জিনিসকে পছন্দ করতে চায়, যার মধ্যে মৌলিকত্ব থাকবে। সচরাচর পাওয়া যায় বা অন্য কেউ আগে থেকেই গিফ্ট দিতে পারে, এমন কিছু তারা নির্বাচন করতে চান না।
আর এই সমস্যা সমাধানেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু বার্থডে গিফ্ট আইডিয়া যা আপনাকে আপনার বয়ফ্রেন্ডের কাছে আরো বেশি প্রেয়সী করে তুলবে। তাই চলুন জেনে নেই কিছু অসাধারণ বার্থডে গিফ্ট আইডিয়া সম্পর্কে।
কম্পেনিয়ন গিফ্ট:
এ ধরনের গিফ্ট সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। কম্পেনিয়ন গিফ্ট বলতে এমন কোন গিফ্টকে বুঝায় যা কোন পূর্ববর্তী বস্তুর পরিপূরক। আপনি যদি জানতে পারেন যে, তাকে আগে থেকেই কেউ কোন গিফ্ট দিয়েছে বা এমন কোন জিনিস আছে, যা সে ভালোবাসে, তাহলে তাকে এমন কিছু গিফ্ট করুন যা সেটিকে সম্পূর্ণ করে তুলবে।
যেমন: আপনার আপনার বয়ফ্রেন্ডের যদি আগে থেকে ভালো কম্পিউটার বা প্লে-ষ্টেশন থেকে থাকে, তাহলে তাকে একটি ওয়্যারলেস হেডফোন বা ভালো কোন সাউন্ড সিস্টেম গিফট করতে পারেন। অথবা সে যদি গেম খেলতে ভালোবেসে থাকে, তাহলে তাকে ভালো মানের গেমিং মাউস বা কী-বোর্ড গিফ্ট করুন। গতানুগতিক গিফ্ট এর চাইতে এগুলি পেয়ে সে অনেক বেশি খুশি হবে।
সাবস্ক্রিপশন:
বর্তমানে অনেকেই অনলাইনে শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয়ে থাকে। সেটি হতে পারে আপনার বয়ফ্রেন্ডের পেশা বা শখ সম্পর্কিত যে কোন কিছু যা তাকে আনন্দ দেবে। কিন্তু দেখা যায় যে, কোর্স ফি পরিশোধের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার কারণে অনেকের পক্ষেই সেটি সম্ভব হয় না।
আপনার জানা মতে এমন কোন কোর্স বা টিউটোরিয়াল সিরিজ যদি থেকে থাকে, যা সম্পর্কে আপনার বয়ফ্রেন্ড আগ্রহী, তাহলে তাকে উক্ত কোর্সের একটি সাবস্ক্রিপশন আপনি জন্মদিনের উপহার হিসেবে গিফ্ট দিতে পারেন। যেমন, দেশে থেকেই আমেরিকার এই ১০টি অনলাইন ইউনিভার্সিটিতে পড়ার জন্যে আপনি তার ফি বহন করতে পারেন যেটা হবে আপনার পক্ষ থেকে তার জীবনের সেরা জন্মদিনের উপহার।
ডিভিডি বক্স সেট:
আপনার বয়ফ্রেন্ড যদি মুভিপ্রেমী হয়ে থাকে, তাহলে এটি তার জন্য সবচেয়ে আদর্শ উপহার। আমি নিজেও প্রচন্ড পরিমাণে মুভি পছন্দ করি এবং পছন্দের মুভিগুলোর ডিভিডি কপি নিজের ব্যক্তিগত সংগ্রহের রাখতে ভালোবাসি। এক্ষেত্রে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এবং সিনেমাপ্রেমী একজন মানুষ তার পছন্দের মুভির কালেকশন পেলে অসম্ভব খুশি হবেন।
প্রথমে খোঁজ নিন বা আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে জানার চেষ্টা করুন যে সে কোন ধরনের বা কোন মুভি দেখতে ভালোবাসে। এছাড়া কোন মুভিগুলিকে সে তার সংগ্রহে রাখতে চায়। তারপর সেটি ক্রয় করে সুন্দরভাবে র্যাপিং করে তাকে জন্মদিনে উপহার দিন।
গেমিং সিস্টেম:
ছেলেরা বরাবরই একটু গেম পাগল হয়ে থাকে। অবসর সময়টা গেম খেলে কাটানোর অভ্যাসটা আমাদের ছোটবেলা থেকেই তৈরী হয়ে যায়। আপনি হাজার খুঁজেও এমন কোন ছেলে পাবেন না, যে কোন গেমিং সিস্টেমকে উপহার হিসেবে আশা করে না। আপনার যদি সামর্থ থাকে, তাহলে চেষ্টা করুন আপনার বয়ফ্রেন্ডের পছন্দ অনুযায়ী তাকে একটি গেমিং ল্যাপটপ উপহার দেওয়ার।
আর যদি সেটি সম্ভব না হয়, তাহলে বর্তমানে বাজারে স্বল্প দামের মধ্যে মোবাইল গেমিং কন্সোল পাওয়া যায়। সেখান থেকে যে কোনও একটিকে বেছে নিন। হাতের মোবাইলটি যখন একটি আর্কেড গেম ডিভাইসে পরিণত হবে, তখন আপনার বয়ফ্রেন্ডের মুখের হাসি আপনাকে অনাবিল শান্তি এনে দেবে।
শেভিং কিট:
আপনি জেনে অবাক হবেন যে, ছেলেরা মেয়েদের চাইতেও বেশি তাদের বাহ্যিক রুপ নিয়ে চিন্তিত থাকে। ছেলেরা সব সময় তাদের পোশাক পরিচ্ছদ এবং চেহারা পরিপাটি রাখতে পছন্দ করে। এর একটি বিশেষ কারণ আপনি নিজেই। কারণ সে আপনার চোখে সব সময় নিজেকে সুন্দর রাখতে চায়।
এ কারণে আপনি তাকে কিছু ভালো ব্র্যান্ডের সমন্বয়ে শেভিং ফোম, রেজার, ট্রিমার, ব্রাশ, আফটার শেভ ইত্যাদি মিলিয়ে একটি শেভিং কিট তৈরী করে উপহার দিতে পারেন। অবশ্য বাজারে এখন অনেক খ্যাতনামা ব্র্যান্ডেরও সম্পূর্ন শেভিং কিট গিফ্ট বক্স আকারেই পাওয়া যায়। এদের মধ্যে যে কোন একটিকেও আপনার বয়ফ্রেন্ডের জন্মদিনের উপহার হিসেবে বেছে নিতে পারেন।
আপনি আপনার বয়ফ্রেন্ডকে কি উপহার দিতে চান তার চেয়ে এটি অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ যে সে আপনার কাছ থেকে কি আশা করে। তাই কোন গিফ্ট নির্বাচন করার পূর্বে অবশ্যই তাকে বুঝতে শিখুন। কিছু কিছু ক্ষেত্রে অনেক দামী উপহারও মানুষকে খুশি করতে পারে না। তাই আপনার পছন্দের মানুষটি কি চায় এটি জানার চেষ্টা করুন। তারপর তার ইচ্ছা আর পছন্দের সমন্বয় ঘটিয়ে সবচেয়ে উপযুক্ত উপহারটি তার জন্য নির্বাচন করুন।
Leave a Reply