স্মার্টফোন এবং ইউটিউব আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজন কিংবা অপ্রয়োজন উভয় ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তবে স্মার্টফোনে ইউটিউব ব্যবহার করলেও অনেক সময় অন্য কাজও করার প্রয়োজন হয়। অর্থাৎ, ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান ছেড়ে রাখার দরকার হয় যাতে অন্য কাজ করা যায়। আমরা অনেকেই চাই ইউটিউবের গান বা ভিডিও চালু থাকুক, পাশাপাশি স্মার্টফোনে যেন অন্যান্য কাজগুলোও করতে পারি।
অনেকে হয়তো স্মার্টফোনে অনেক চেষ্টা করেও এই কাজটি করতে পারেননি। আসলে না পারাটাই স্বাভাবিক কেননা বর্তমানে মাল্টি-টাস্কিংয়ের কাজ সব স্মার্টফোনে থাকে না। যাদের ফোনে আছে তারা তো ভাগ্যবান। আর যাদের নেই তাদের হতাশ হবার কোন কারণ নেই। কারণ আজকে আমাদের আলোচনার বিষয় স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান ছেড়ে কিভাবে অন্যান্য কাজ করবেন।
স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান ছেড়ে অন্যান্য কাজ করার জন্য অনলাইনে এবং প্লে-স্টোরে অনেক অ্যাপ রয়েছে। আমি এই লেখায় চেষ্টা করেছি সবচেয়ে কার্যকরী এবং সহজ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করার। তাহলে চলুন ইউটিউবে গান ছেড়ে কাজ করার উপায় জানা শুরু করা যাক।
ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান
এ কাজটি অ্যাপ ব্যবহার করে খুব সহজেই করা যায়। আবার, কিছু বিশেষ ব্রাউজার ব্যবহার করেও করা যায়। আসুন, উভয় উপায়ই জানা যাক। তার আগে চাইলে জেনে নিতে পারেন কিভাবে ইন্টারনেট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন।
অ্যাপ ব্যবহার করে
সরাসরি ইউটিউব অ্যাপের বিকল্প কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান ছেড়ে অন্যান্য কাজ করতে পারবেন। ইউটিউব অ্যাপের বিকল্প অ্যাপের মধ্যে প্রথমে যা আসবে তা হলো YouTube Vanced.
YouTube Vanced এর বৈশিষ্ট্য ও সুবিধা
- ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান ও ভিডিও চলবে।
- বিল্ট ইন অ্যাড ব্লকার। ফলে অ্যাপে বা ভিডিও দেখার সময় আর কোন অ্যাড আসবে না।
- ইচ্ছা মত কাস্টোমাইজ করার সুবিধা।
কিভাবে ব্যবহার করবেন
প্রথমে YouTube Vanced ও MicroG এই দুটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। নামের উপরে ক্লিক করলেই ডাউনলোড লিংকে নিয়ে যাবে। ডাউনলোড করা হয়ে গেলে দুটি ফাইল ইন্সটল করে নিন। ইন্সটল করার আগে অবশ্যই আপনার ফোনে থাকা ইউটিউব অ্যাপটি Disable করে নিবেন এবং ভবিষ্যতে এটাকে আর আপডেট করবেন না।
YouTube Vanced অ্যাপটি ওপেন করুন। উপরে ডান পাশের আইকনটিতে ক্লিক করুন। আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। সাইন ইন করাটা গুরুত্বপূর্ণ নয় আপনার না করলেও চলবে। এবার আরামে ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান ছেড়ে অন্যান্য কাজ করতে থাকুন।
দুই নাম্বারে যে অ্যাপটির নাম বলবো তা হল New Pipe। মজার ব্যাপার হলো এটা আপনাকে শুধু ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধাই দিবে না, বরং ভিডিও ডাউনলোড করাসহ হরেক রকমের অসাধারণ কিছু সুবিধা প্রধান করে থাকবে। New Pipe এ ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন আর ওপেন করে ব্যবহার করতে থাকুন।
তিন নাম্বারে রাখবো Floating Tube (Multitasking) অ্যাপকে, যদিও এর মত অ্যাপ প্লে স্টোরে অনেক আছে। সেখান থেকে যে কোনো একটি অ্যাপ ব্যবহার করে কাজ করতে পারবেন।
ব্রাউজার ব্যবহার করে
এতক্ষণ তো আমার অ্যাপ নিয়ে আলোচনা করেছি। এবার আলোচনা করবো ব্রাউজারের মাধ্যমে কিভাবে সহজে ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবেন। এক্ষেত্রে নিচে কিছু ব্রাউজারের নাম দিচ্ছি যেগুলো ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে সাপোর্ট করে। যথা:
শেষ কথা
স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান ছেড়ে অন্যান্য কাজ করার অনেক উপায় থাকলেও আমি চেষ্টা করেছি তুলনামূলক সহজ উপায়গুলো দেখানোর। এখন আপনার ইচ্ছা আপনি কোন উপায়টি ব্যবহার করবেন।
ইউটিউবের গান ছেড়ে অন্যান্য কাজ করা নিয়ে সুন্দর একটি পোষ্ট। কিন্তু যেহেতু কোন অ্যাপের ক্ষেত্রেই প্লেষ্টোরের লিংক নেই, সেহেতু থার্ড পার্টি অ্যাপ হিসাবে এগুলি ব্যবহার করা কতটা নিরাপদ হবে সে ব্যাপারে জানতে চাচ্ছি।
খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে প্লে-স্টোর যেহেতু গুগলের একটি সেবা অপর দিকে ইউটিউবও গুগলের একটি অ্যাপ। তাই তাদের ইউটিউবের সাথে কনফ্লিক্ট করে এমন অ্যাপ তারা প্লে-স্টোরে রাখে না যেমন: Youtube Vanced. আর এই অ্যাপ ইউটিউবের অ্যাপ বন্ধ রাখে। আমি নিজে এই অ্যাপটি ব্যবহার করি এবং এর অ্যাপ ডেভেলপারা xda-developers ফোরামে রয়েছে সুতরাং তাদের ব্যাপারে সন্দেহ করার খুব একটা অবকাশ নেই।
অপর দিকে New Pipe হল f-droid এ থাকা একটি অ্যাপ। আর আমরা জানি এটা একটি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ওপেন সোর্স স্টোর।
আর শেষের অ্যাপটি হল গুগল প্লে-স্টোরে থাকা একটি অ্যাপ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে অ্যাপগুলির নিরাপত্তার বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভবিষ্যতে এমন আরো পোষ্ট আশা করছি।
আমি আমার ইউটুব চ্যানেলের ভিডিও সারা বিশ্বে ভাইরাল করতে চাই। দয়া করে আমাকে ভিডিও ক্ষেত্রে সাহায্য করেন।
ধন্যবাদ, মোহাম্মদ নাদিম ভাই। ইউটিউবে ভাইরাল ভিডিও বানানোর কিছু সহজ উপায় জেনে নিন।
All apps are open while trying to work keeping Youtube in background.