আমাদের মোবাইল এবং কম্পিউটারে ব্যক্তিগত ছবিসহ গুরুত্বপূর্ণ অনেক ফাইল থাকে যেগুলো আমরা কখনোই হারাতে চাই না। মোবাইল নষ্ট হয়ে গেলে বা কম্পিউটারে কোন সমস্যা দেখা দিলে এ সকল প্রয়োজনীয় ও স্মৃতিকাতর মুহূর্ত হারিয়ে যাওয়ার ভয় থাকে সবসময়। এই সমস্যার সমাধানে রয়েছে ফ্রি ব্যাকআপ সার্ভিস অ্যাপ যা আপনার প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ সকল ডাটা আজীবনের জন্য ব্যাকআপ রেখে দেবে। পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই আপনি সেগুলো এক্সেস করতে পারবেন। আপলোড ও ডাউনলোড করতে পারবেন। পরিবারের সদস্য কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে ফাইল শেয়ার করতে পারবেন।
ফ্রি ব্যাকআপ সার্ভিসে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রয়োজনীয় তথ্য সমূহ জমা রাখতে পারেন। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বিভিন্ন অ্যাপস আপনাকে এই সুবিধা দিবে। ফ্রি ব্যাকআপ সার্ভিস থাকলে হারিয়ে যাওয়া থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনার সব তথ্য। আর ফ্রিতে পাচ্ছেন বলে আপনি আর্থিক ভাবেও থাকবেন চিন্তামুক্ত।
ফ্রি ব্যাকআপ সার্ভিস অ্যাপ
ফ্রি ব্যাকআপ সার্ভিসের জন্য আছে অগণিত মাধ্যম। প্রত্যেকটা ফ্রি ব্যাকআপ সার্ভিসে নির্দিষ্ট অ্যামাউন্টে ডাটা সেভ রাখা যায়। একেকটা অ্যাপস একেক রকম সুবিধা দেয়। এখানে ১০টি নিয়ে আলোচনা করা হলো।
আরো পড়ুন :
- এক ক্লিকেই খুলুন আপনার কম্পিউটারের ফাইল ও ফোল্ডার
- মোবাইলের জন্য সেরা ৫টি ব্যাটারি সেভার অ্যাপস্
- মোবাইলে ভিডিও তৈরির ৫টি ফ্রি অ্যাপস্
Dropbox
- ফ্রি: ২জিবি
- বোনাস: একজন বন্ধুকে রেফার করলে ৫০০ এমবি, ফেসবুক বা টুইটারে কানেক্ট হলে ১২৫ এমবি
- প্রিমিয়াম: $১২.৫০ (প্রতি মাসে)
ফ্রি ব্যাকআপ সার্ভিসের জন্য Dropbox সেরাদের সেরা। এখানে সর্বনিম্ন ২জিবি ফ্রি ডাটা স্টোরেজ থেকে শুরু করে Dropboxকে সোশাল মিডিয়ার সাথে লিংক করে বন্ধুদের রেফার করার মাধ্যমে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করতে পারেন।
ড্রপবক্স ব্যবসা সাবসক্রিপশন একজন ব্যবহারকারীকে কাজে সহযোগিতা করবে এবং পাশাপাশি প্রত্যেকেই ব্যক্তিগত ড্রপবক্স অ্যাকাউন্টে পাবে অপরিসীম জায়গা। ফাইল রিকভারি এবং ভার্সনিংয়ের সুবিধাও পাওয়া যাবে এখান থেকে।
Google Drive
- ফ্রি: ১৫ জিবি
- বোনাস: নাই
- প্রিমিয়াম: $৯.৯৯ (প্রতি মাসে)
ফ্রি ব্যাক সার্ভিসের জন্য Google Drive অন্যতম সেরা একটা ক্লাউড প্লাটফর্ম। এখানে ফ্রিতে ১৫ জিবি পর্যন্ত আপনার ছবি, অডিও-ভিডিওসহ দরকারি অনেক ফাইল ফোল্ডার রাখতে পারবেন। এর জন্য আপনার দরকার হবে একটি Google অ্যাকাউন্ট। Google mail বা Gmail অ্যাকাউন্ট না থাকলে গুগলের অফিসিয়াল সাইটে গিয়ে এখনই একটি খুলে নিন। আর যদি আগে থেকে থাকে তো কোন কথাই নেই।
যারা অ্যানড্রয়েড ব্যবহার করেন ফ্রি ব্যাকআপ সার্ভিসের জন্য Google Drive তাদের ডিভাইসে থাকে। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের ব্যবহারীরাও এই স্টোরেজ সুবিধা নিতে পারেন। আপনি এর সহকারী অ্যাপ Google Photos ব্যবহার করে মোবাইলে হাই ডেফিনিশন ফটো স্টোর করতে পারেন। গুগলের নিজস্ব অফিস সুইট এখন G Suite নামে পরিচিত।
Mega
- ফ্রি: ৫০ জিবি
- বোনাস: নাই
- প্রিমিয়াম: ২০০ জিবি $৮.৯৯ (প্রতি মাসে)
নতুন Zealand-based Mega, ফ্রি ব্যাকআপ সার্ভিসের মধ্যে অন্যতম। এখানে একটা মোবাইল অ্যাপ আছে যেখানে ফাইল এবং ফটো আপলোড করা যাবে। একই সাথে যা ডেক্সটপেও ব্যবহারযোগ্য।
ফার্ম সার্ভিসে যাওয়ার আগে ভিভাইসের সব ডাটা ক্লাউডে জমা হয়। কম্পানির দেয়া সোর্স কোড নিরাপদ বলেও জানিয়েছে বিশেষজ্ঞরা।
OneDrive
- ফ্রি: ৫জিবি
- বোনাস: নাই
- প্রিমিয়াম: ৫০ জিবি $১.৯ (প্রতি মাসে)
ফ্রি ব্যাকাপ সার্ভিসের জন্য Windows 10 এ OneDrive (SkyDrive) সংযুক্ত করা হয়েছে। এটা পরিচালনার জন্য অতিরিক্ত কোন অ্যাপ ইন্সটলের প্রয়োজন নেই। যারা মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমে কাজ করছে তাদের জন্য এটা অত্যন্ত সুবিধাজনক। এছাড়াও যারা উইন্ডোজ এর অন্যান্য ভার্সন ব্যবহার করেন তারাও এ ফ্রি সুবিধাটি নিতে পারবেন যদি আপনার একটি মাইক্রোসফট্ অ্যাকাউন্ট থাকে। না থাকলে মাইক্রোসফট্ এর সাইটে গিয়ে আগে একটা অ্যাকাউন্ট খুলুন। এখানে একটা অ্যাকাউন্ট থাকলে স্কাইপি এবং আউটলুকসহ মাইক্রসফট্ এর সমস্ত ফ্রি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন।
Microsoft Photos অ্যাপও OneDrive এ ডিভাইসে ছবি সিঙ্কের জন্য ব্যবহার করা যায়। অ্যানড্রয়েড এবং iOS ডিভাইসের জন্যও এর অ্যাপ আছে।
iCloud
- ফ্রি: ৫ জিবি
- বোনাস: নাই
- প্রিমিয়াম: ৫০ জিবি $০.৯৯ (প্রতি মাসে)
আপনি যদি আইফোনের ব্যাকআপ iCloud এ করেন তবে অ্যাপেল প্রদত্ত ফ্রি ৫জিবির চেয়ে বেশি প্রয়োজন পড়বে। তবে প্রতিদ্বন্দ্বী iCloud এর তুলনায় এর দামটা সহনীয় পর্যায়ের।
Mac Finder অ্যাপ iCloud সমন্বয়ে তৈরি যেখানে যে কোন ফাইল চাইলেই স্টোর করা যায়। iWork অফিস সুইটে তৈরি ডকুমেন্টগুলোও iCloudএ সেভ করা এবং ডিভাইসে সিঙ্ক করা যাবে। উইন্ডোজ ব্যবহারকারীরা Official client ব্যবহার করে iCloud দিয়ে তাদের ফাইল সিঙ্ক করতে পারবে।
Box
- ফ্রি: ১০ জিবি
- বোনাস: নাই
- প্রিমিয়াম: ১০০ জিবি $৫ (প্রতি মাসে)
Box’s ওয়েবসাইট সম্প্রতি তাদের ব্যবসায়িক প্ল্যানে প্রত্যেক ব্যবহারকারীর জন্য $১৫ করে নির্ধারণ করেছে। তবে ফ্রি ১০ জিবির অপশনও আছে।
Google Docs এবং Office 365 এর মতো বিভিন্ন অ্যাপে এটা সাপোর্ট হয়।
NextCloud
- ফ্রি: ইন্সটল
- প্রিমিয়াম: NextCloud Box $ ৭৯.৯৯
NextCloud এর মাধ্যমে আপনি আপনার নিজস্ব সার্ভারে ফ্রি সফটওয়ার ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন। হোম নেটওয়ার্কে ক্লাউড স্টোরেজের জন্য সার্ভার ব্যবহার তুলনামূলক দ্রুত। তথ্য জমার ক্ষেত্রে এটা নিরাপদ।
আপনার যদি কোন আইটি অভিজ্ঞতা বা সার্ভার না থাকে তবে ওয়েবসাইট থেকে NextCloud Box কিনতে পারেন।
SpiderOak
- ফ্রি: ২ জিবি (৬০ দিনের জন্য)
- প্রিমিয়াম: ২৫০ জিবি $৯,০০ (এক মাসের জন্য)
SpiderOak ওয়েবসাইটের দাবি ক্লায়েন্ট ইন্সটলিংয়ের পর ডাটা সিঙ্কিংয়ের আগেই এনক্রিপটেড হয়। তবে ক্লায়েন্ট সোর্স কোড পাবলিক নয় বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
Windows, Mac, Linux এর পাশাপাশি অ্যানড্রয়েড এবং iOSএও SpiderOak ব্যবহারযোগ্য।
IDrive
- ফ্রি: ৫ জিবি (আজীবনের জন্য)
- প্রিমিয়াম: ২TB টিবি $৫২. ০০(এক বছরের জন্য)
ফ্রি ব্যাকআপ অাপসের মধ্যে IDrive ফাইল সিঙ্কিং করে বিরতিহীন ভাবে। ওয়েব ইন্টারফেস ইমেইল, ফেসবুক এবং টুইটারের মাধ্যমমে ফাইল শেয়ারিং সাপোর্ট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভুল করে কোন ফাইল ডিলেট হয়ে গেলেও সেটা ফেরত পাওয়া যাবে। কারণ স্থায়ীভাবে সার্ভার থেকে ফাইল ডিলেট হবে না।
IDrive আপনাকে IDrive Express অফার করবে যেখান থেকে আপনার সব ডাটা ডিলেট হয়ে গেলেও পুনরায় ব্যাকআপ পাবেন।
pCloud
- ফ্রি: ২০ জিবি (আজীবনের জন্য)
- প্রিমিয়াম: ৫০০ জিবি $৩.৯৯ (এক বছরের জন্য)
বড় মিডিয়া ফাইলের জন্য pCloud সেরা। সব ডেক্সটপ এবং মোবাইল প্ল্যাটফর্মের জন্য এটা ব্যবহারযোগ্য। ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহারকারী এখানে লগইন করতে পারবে।
এই হচ্ছে সেরা দশটি ফ্রি ব্যাকআপ সার্ভিস অ্যাপ। এগুলোর মাধ্যমে সহজেই বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের মধ্যে তথ্য আদান প্রদান এবং বিভিন্ন ডিভাইসে ডাটা সিঙ্কিং সম্ভব। কোন খরচ ছাড়াই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্যাবলী সংরক্ষণে ফ্রি ব্যাকআপ সার্ভিসের জুড়ি নেই।
Leave a Reply