আমাদের শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য যেমন শারীরিক ব্যায়াম প্রয়োজন, তেমনি মানসিকভাবে সুস্থ থাকার জন্য প্রয়োজন মানসিক ব্যায়াম বা মস্তিষ্কের ব্যায়াম। ব্রেইন গেমস খেলে ব্রেনকে তীক্ষ্ণ করার পাশাপাশি, নিজের বুদ্ধি বাড়ানোর কাজটিও সহজেই করতে পারবেন। ব্রেনকে ব্যবহার না করলে সেটা আস্তে আস্তে অলস হয়ে পড়ে, বুদ্ধির তীক্ষ্ণতা হ্রাস পায় এবং আপনার যে কোনো কিছু করতে অনেক সময়ের দরকার হয়। আর এ থেকে উত্তরণের একটি দারুণ উপায় ব্রেন গেম খেলা। বুদ্ধি বাড়াতে ব্রেন গেম সত্যিই খুব কাজের।
বুদ্ধি বাড়াতে ব্রেন গেম
যখন আপনি অবসর সময় কাটাবেন, ব্রেইনকে কাজে না লাগানোর ফলে আপনি সহজেই যে কোনো কিছু ভুলে যাবেন। গেম খেলা আপনার মস্তিষ্কের ব্যায়ামের জন্য অনেক কার্যকরী হতে পারে। অ্যান্ড্রয়েডের জন্য অনেক ব্রেইন প্রশিক্ষণের গেম রয়েছে। তাই বুদ্ধি বাড়াতে খেলুন এই ব্রেইন গেমসগুলো যা আপনার মস্তিষ্কের কার্যকরিতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Mind Games
অ্যান্ড্রয়েডের জন্য Mind Games অন্যতম ব্রেইন গেম এর মধ্যে একটি। গেমটি আপনার মস্তিককে ট্রেনিং দিয়ে আপনার বুদ্ধি বাড়াতে সাহায্য করবে। এই অ্যাপটিতে আপনার মস্তিস্ককে ট্রেইনআপ করার জন্য ২৮টির ও বেশি মাইন্ড গেম আছে। যা সহজ থেকে পর্যায়ক্রমে কঠিন হতে থাকে।
গেমটিতে লেভেল সংখ্যা ১০০টির মতো। ম্যাথ গেম, ওয়ার্ড গেম ইত্যাদি এই গেমটির অন্তর্ভুক্ত। আপনি এই গেমগুলোর যে কোনো একটি সিলেক্ট করে পছন্দ মতো খেলতে পারবেন এবং আপনার বুদ্ধি বাড়ানোর চেষ্টা করতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি আপনার সর্বোচ্চ স্কোর সেভ করে রাখবে এবং অন্য যারা গেমটি খেলবে তাদেরও সর্বোচ্চ স্কোর দেখাবে। ফলে আপনি আপনার পারফরমেন্স কেমন তা সহজেই বুঝতে পারবেন। সুতরাং, বুদ্ধি বাড়াতে ব্রেন গেম হিসেবে এই গেমটি খেলতে পারেন।
Memory Trainer
Memory Trainer অ্যান্ড্রয়েডের জন্য একটি দুর্দান্ত মস্তিষ্ক প্রশিক্ষণের গেম। গেমটি ২০টি ভিন্ন ভিন্ন ধরণের লেভেল এ সাজানো হয়েছে। এটা আপনার ভিজ্যুয়াল মেমোরি, আপনার মনোযোগ এবং আপনার মনে রাখার ক্ষমতা যেমন বিভিন্ন রং এবং নাম্বার মনে রাখার ক্ষমতা পরীক্ষা করবে। আপনি পরবর্তী লেভেল তখনই খেলতে করতে পারবেন যখন আপনি পূর্ববর্তী কোনও লেভেল সফলভাবে শেষ করবেন।
গেমটির একটি চমৎকার বৈশিষ্ট্য হলো আপনার মনে রাখার ক্ষমতা বা আপনার মেমরির কতটা উন্নতি হচ্ছে তা একটি গ্রাফিকাল ফর্মের মাধ্যমে দেখাবে। চমৎকার এই ব্রেন গেমটি আপনি একদম ফ্রীতে উপভোগ করতে পারবেন।
Brain Age Test
Brain Age Test একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যা কয়েকটি সাধারণ পরীক্ষার উপর ভিত্তি করে আপনার মস্তিষ্কের বয়স বা সক্ষমতা পরীক্ষা করে। অ্যাপটি আপনাকে কয়েকটি সিরিজে প্রশ্ন করার মাধ্যমে আপনার ব্রেইন পরীক্ষা করে, এতে আপনার ব্রেইনের ব্যায়াম হয়। কুইজিং সেশনের শেষে, অ্যাপ্লিকেশনটি আপনার সাফল্যের হার গণনা করে এবং আপনাকে বলে দেয় যে আপনার মস্তিষ্কটির সক্ষমতা বা বয়স কত।
এছাড়াও, এটি আপনার মেমোরির উন্নতি ঘটাবে এবং আস্তে আস্তে আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করে তুলবে। আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করে তুলতে গেমটি আপনাকে অসাধারণভাবে সাহায্য করবে এবং আপনার মানসিক চিন্তাশক্তিকে একটি নতুন স্তরে নিয়ে যাবে। গেমটি সোশ্যাল নেটওয়ার্ক সাথে যুক্ত এবং আপনি চাইলে আপনার সর্বোচ্চ স্কোর অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। এবং অন্যদের সাথে বুদ্ধিরজোরে পাল্লাও দিতে পারবেন।
Sudoku Master
মস্তিষ্ক তীক্ষ্ণ করতে অথবা বুদ্ধি বাড়াতে হলে প্রথমেই যে গেমটির কথা মাথায় আসে তা হলো পাজল গেম। পাজল গেম এর মধ্যে সবচেয়ে সেরা হলো Sudoku Master। গেমটির গ্রাফিক্স অসাধারণ এবং গেমটিতে একটি চমৎকার ইন্টারফেস যোগ করা হয়েছে। গেমটির ইন্টারফেস এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি সহজেই সব অপশনগুলো একসাথে পেতে পারেন।
গেমটিতে সহজ, নরমাল, কঠিন এবং এক্সপার্টসহ মোট চারটি লেভেল রয়েছে। গেমটিতে স্বয়ংক্রিয় সংরক্ষণ, গেমটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, পুনরায় রিসেট করার ব্যবস্থা, স্মার্ট নোট এবং হিন্টস অপসনসহ বেশ কয়েকটি সুবিধাজনক বৈশিষ্ট্য রয়েছে।এছাড়াও এই বুদ্ধি বাড়াতে ব্রেন গেম খেলায় আপনি আপনার স্কোর অন্যদের সাথে শেয়ার অথবা অনলাইনে পোস্ট করতে পারবেন।
MatchUp
MatchUp আরেকটি ক্লাসিক ধাঁধা গেম যা আপনার মস্তিষ্কের অনুশীলন এবং আপনার মেমরি শার্প করতে ব্যাপক সাহায্য করবে। গেমটিতে আপনাকে কার্ডগুলোর জোড়ার সাথে মিল রেখে পাজল মিলাতে হবে। আপনি ২×২, ৪×৪, ৫×৫, ৬×৬, ৮×৮ এবং ১০×১০ যে কোনো একটি সংখ্যা পছন্দ করে খেলতে পারবেন।
যদি আপনি আরো বেশি কঠিন কিছু খেলতে চান, তাহলে বেশি সংখ্যক পাজল নিয়েও খেলতে পারবেন। লেভেল বাড়ানোর সাথে সাথে ইমেজগুলো আরও জটিল হয়। তাই গেমটি খেলতে গেলে সত্যিই আপনার মেমোরির অনুশীলন অনেক ভালোভাবে হবে। পাশাপাশি আপনার মনোযোগ এর পরিমাণও বৃদ্ধি পাবে।
অ্যান্ড্রয়েড জন্য এই পাঁচটি ব্রেইন গেম আপনার বুদ্ধি, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, আপনার মনে রাখার দক্ষতাকে অনেক বৃদ্ধি করবে। আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করার জন্য গেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিতভাবে গেমগুলো খেললে আপনি নিজের বুদ্ধি ও যোগ্যতাকে সহজেই বাড়াতে পারবেন।
Leave a Reply