টেকনোলোজি বিষয়ক সলিউন পেতে বেশিরভাগ মানুষই এখন গুগলে সার্চ না দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে থাকেন। কারণ, পড়ে জানার চেয়ে দেখে শেখা মানুষের কাছে বেশি সহজ। আর তাই মানুষের শেখাটাকে আরো সহজ করে তুলতে অনেক ইউটিউব টেক চ্যানেল গড়ে উঠেছে।
টেকনোলজি বিষয়ে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলো থেকে সেরা ১০টি চ্যানেলের পরিচিতি নিয়ে আজকের পোস্ট।
বিশ্বের সেরা ইউটিউব টেক চ্যানেল
আসুন, বিশ্বের সেরা টেকনোলোজি বিষয়ক ইউটিউব চ্যানেলগুলোর সঙ্গে পরিচিত হই।
MKBHD
২১ বছর বয়সী মারকিউস নামের তরুন যুবকের এই টেকচ্যানেলটি খুব তাড়াতাড়িই ইউটিউবে অনেক বেশি জনপ্রিয় হয় উঠেছে। কারণ তার প্রত্যেকটা ভিডিওতেই টেকপ্রিয়দের জন্য শিক্ষণীয় কিছু না কিছু থাকে।
এজন্য টেকনোলজি প্রিয় ভিউয়াররা কখনো তার ভিডিও মিস করতেই চান না। তার ক্যামেরার কাজ আর এডিটিং এর কৌশল সত্যিই খুব দারুণ।
AUSTIN EVANS
আপনি যদি ইউটিউবে পিসি গেইম নিয়ে প্রায়ই ভিডিও খুঁজে থাকেন, তাহলে অস্টিন ইভান চ্যানেলটি আপনার জন্য। আপনি অবশ্যই একবার তার চ্যানেলে ঘুরে আসবেন।
পিসি গেইমের বাজেট থেকে শুরু করে সব ধরণের গেইমের রিভিউ এখানে পাবেন। সাথে স্মাটফোন নিয়েও অনেক আপডেট জানতে পারবেন এই চ্যানেলে। Austin Evans চ্যানেলের মোট সাবক্রাইবার তিন মিলিয়নের অধিক।
নাম শুনেই বুঝা যাচ্ছে চ্যানেলটি কী রিলেটেড। আপনি এই চ্যানেলে সব ধরনের আনবক্সিং আর রিভিউর ভিডিও পাবেন। আসলে এই চ্যানেলটি টেকনোলোজি রিলেটেট কোন পণ্য নতুন আসলেই তার ইম্প্রেশন প্রকাশ করেন।
এই চ্যানেলটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে আইফোন ৬ এর একটি ভিডিও বানিয়ে। এই চ্যানেলের মালিক লুইস হিলসেনটেগার। Unbox Therapy চ্যানেলের মোট সাবক্রাইবার এগারো মিলিয়নের অধিক।
THE VERGE
এই চ্যানেলটি কেবল তাদের ইউটিউব চ্যানেলের জন্যই বিখ্যাত নয়, তারা টেক রিলেটেট বিভিন্ন ওয়েবসাইটের জন্যেও বিখ্যাত। আবার কেবলমাত্র টেক ভিডিও নয়, এই চ্যানেলে আপনি বিজ্ঞান, আর্ট এবং কালচারের অনেক ভিডিও পাবেন।
চ্যানেলটিতে সব সময় নতুন নতুন প্রযুক্তির আপডেট ভিডিও পাবেন। The Verge চ্যানেলের মোট সাবক্রাইবার দুই মিলিয়নের কাছাকাছি।
আমরা সবাই গুগল নামের সাথে অনেক বেশি পরিচিত। কিন্তু আপনি কি জানেন গুগলের এতকিছু ছাড়াও তাদের একটি টেক চ্যানেল আছে? হ্যাঁ, এই টেক চ্যানেলে গুগল বিশ্বের সব নতুন নতুন প্রযুক্তির আপডেট দিয়ে থাকে।
গুগলের যে কোন পণ্য সম্পর্কে এখানেই জানতে পারবেন। সাবক্রাইব সংখ্যা তেমন না হলেও Google Tech Talks এর জনপ্রিয়তা অনেক বেশি।
কোন স্মার্টফোনটি আপনি কিনবেন সেটা নিয়ে যদি কনফিউজড থাকেন, তাহলে আপনি এখনই এই চ্যানেল ঘুরে আসুন। একটি ফোন বাজারে আসার সাথে সাথেই আপনি এই চ্যানেলে রিভিউ পাবেন। আর এই কারণেই চ্যানেলটি খুব দ্রুত অনেক পপুলারিটি অর্জণ করেছে।
Pocket Now চ্যানেলের সাবক্রাইব সংখ্যা দেড় মিলিয়ন।
এই চ্যানেলটি ক্যামেরা কোয়ালিটি নিয়ে ইউটিউবের সবচেয়ে সেরা একটি চ্যানেল। তারা ক্যামেরার বিভিন্ন টেষ্ট করে ভিডিও বানায়। তাই ক্যামেরা কিনতে চাইলে সবার আগে এই চ্যানেলে যান।
Tech Smart চ্যানেলের সাবক্রাইব সংখ্যা প্রায় তিন মিলিয়ন।
এটাও অনেক ভাল একটি টেক চ্যানেল যেখানে প্রতি নিয়ত লেটেষ্ট ফোনের আপডেট দেয়া হয়। তাদের রিভিউগুলো অনেক বেশি পরিস্কার এবং স্বচ্ছ। তাই নতুন মোবাইল নেয়ার আগে এই চ্যানেলে একবার রিভিউ দেখবেন, ভাল ও সঠিক মোবাইলটি কেনার ক্ষেত্রে দারুণ কাজে দেবে। Techno Buffalo চ্যানেলের সাবক্রাইবার সংখ্যা প্রায় দেড় মিলিয়ন।
আপনি যদি গুগল মোবাইল অপারেটিং সিষ্টেম নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেল আপনার জন্য। এই চ্যানেলে অ্যান্ড্রয়েড বিষয়ক অনেক অনেক ভিডিও আছে, সেই সাথে আছে বিভিন্ন প্রোডাক্ট ও সফট্ওয়্যারের খুব ভাল রিভিউ। আবার চ্যানেলটি মাঝেমধ্যে গিভএওয়ে করে থাকে। Android Authority চ্যানেলের সাবক্রাইব প্রায় তিন মিলিয়ন।
এটা পুরোপুরি টেক চ্যানেল না কিন্তু এই চ্যানেলে কম্পিউটার নিয়ে বিভিন্ন পোষ্ট করা হয়ে থাকে। তবে, অন্যসব চ্যানেলের মত এটা অনেক ভাল একটি চ্যানেল টেকপ্রিয় মানুষদের কাছে। আপনি যদি টেকনোলোজির পাশাপাশি আরো কিছু চান, এই চ্যানেলটি অনেক প্রয়োজনীয় চ্যানেল হয়ে উঠতে পারে আপনার কাছে। PC Wizkid চ্যানেলের সাবক্রাইব সংখ্যা দুই মিলিয়নের কাছাকাছি।
উপরোক্ত চ্যানেলগুলো ছাড়াও আরও অনেক ভাল ভাল ইউটিউব টেক চ্যানেল আছে যাদের কনটেন্ট অনেক ভাল। আজ আমরা কেবল ১০টা চ্যানেলের কথা এখানে লিখলাম। উল্লেখিত চ্যানেলসমূহ সাবক্রাইবের সংখ্যা, ভিউয়ার আর পাবলিক পপুলারিটির মাধ্যমেই সেরা তালিকায় উঠে এসেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন চ্যানেলটি আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেখেছে।
Leave a Reply