বিশ্বকাপ ফুটবল প্রায় শেষের দিকে, চলছে কোয়ার্টার ফাইনাল। এরপর, সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা। কিন্তু খেলার সময় যদি বিশেষ কোন কারণে বাইরে থাকেন, টিভির সামনে বসার সুযোগ না হয়, তবে আপনার জন্যও খেলা দেখার ব্যবস্থা রয়েছে। প্লে-স্টোরে থাকা বিশ্বকাপ ফুটবল অ্যান্ড্রয়েড অ্যাপস আপনাকে দিচ্ছে সেই সুযোগ।
আমরা সবাই এখন কম/বেশি ফুটবল জ্বরে আক্রান্ত। প্রত্যেকেই চাইছি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে। টিভির সামনে থাকতে না পারলেও, ফুটবল অ্যান্ড্রয়েড অ্যাপগুলো দিয়ে আমরা প্রতিযোগিতাটি খুব দারুণভাবে উপভোগ করতে পারব।
বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ লাইভ দেখার পাশাপাশি, আরো অনেক কিছুই জানা যাবে এই অ্যাপগুলো ব্যবহার করে। যেমনঃ গ্রুপ, দলগুলোর বিভিন্ন তথ্য, পরিসংখ্যান, স্কোরসহ আরো অনেক কিছু। লাইভ স্ট্রিমিং এর সুবিধা তো রয়েছেই। এই অ্যাপগুলো দিয়ে বহু ধরণের সুবিধা পাওয়া যাবে, বিশ্বকাপ ফুটবল সম্পর্কে আরো অনেক কিছু জানা যাবে।
বিশ্বকাপ ফুটবল অ্যান্ড্রয়েড অ্যাপস
অ্যান্ড্রয়েড ফুটবল অ্যাপগুলো দিয়ে স্মার্টফোনেই পুরো টুর্নামেন্ট এর লাইভ স্ট্রিমিং, হাইলাইটস দেখা যাবে, স্কোর জানা যাবে । গ্রুপ, প্রিয়দল সম্পর্কে জানা যাবে, প্রিয় খেলোয়াড় সম্পর্কে জানা যাবে। অনেক তথ্য বিশ্লেষণ করে অ্যাপগুলো আপনাকে কোন দল বিশ্বকাপ নিতে পারে তার প্রিডিকশনও জানাবে। আর আপনিও বিশ্বকাপের নানা নাটকীয়তার সাক্ষী হতে পারবেন, উপভোগ করতে পারবেন ফুটবল রোমাঞ্চ, ফুটবলের উত্তেজনাময় সব ঘটনা। তাহলে, চলুন বিশ্বকাপ ফুটবল দেখার অ্যাপগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক।
2018 FIFA World Cup Russia Official App
আমরা বিশ্বকাপের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর তালিকা করলে, তাতে অফিসিয়াল ২০১৮ ফিফা বিশ্বকাপ অ্যাপকে রাখতেই হবে। এটি বাদ দিয়ে রাশিয়া বিশ্বকাপের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকা করলে তা অসম্পূর্ণ থেকে যাবে। কারণ, ফুটবলের জন্যে এটি অসাধারণ একটি অ্যাপ। অ্যাপ্লিকেশানটিতে বিশ্বকাপের ৬৪টি ম্যাচ সরাসরি দেখাচ্ছে। ম্যচের ছবি, ভিডিও শেয়ার করছে। এই অ্যাপ ব্যবহার করে ম্যাচের হাইলাইটস দেখা যাচ্ছে। বিশ্বকাপের ফিক্সচার দেখা যাচ্ছে। নিজের প্রিয় দলের সার্বক্ষণিক আপডেট পাওয়া যাচ্ছে।
এছাড়াও বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায় এই অ্যাপে। স্বাগতিক রাশিয়ার স্টেডিয়াম, শহরগুলো সম্পর্কে জানা যায়। এই অ্যাপটিতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের খুটিনাটি বিশ্লেষণ জানা যায়। এই অ্যাপটি হতে বিশ্বকাপের প্রত্যেক খেলোয়াড় ও কোচের প্রোফাইলও দেখতে পারবেন। এমনকি, একটি ভোটিং সেকশন পাবেন যা দিয়ে আপনিও প্রতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন ভোট করে।
এই অ্যাপটি ম্যাচের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাকে ম্যাচের একটি পরিষ্কার ধারণা দেবে। এছাড়াও অফিসিয়াল এই অ্যাপটির পাশাপাশি “ফিফা বিশ্বকাপ ফ্যান্টাসি” নামে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে যা প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। এতে আপনি নিজের বিশ্বকাপে স্বপ্নের দলকে বেছে নিয়ে অন্য ফুটবল ভক্তদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বিশ্বকাপ ফুটবল অ্যান্ড্রয়েড অ্যাপস হিসেবে অফিসিয়াল ২০১৮ ফিফা বিশ্বকাপ অ্যাপটি অতুলনীয়। অফিসিয়াল ২০১৮ ফিফা বিশ্বকাপ অ্যাপটি (2018 FIFA World Cup Russia Official App) ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে।
Onefootball-World Cup News
এই অ্যাপসটি ইউ এস সকারের কাভারেজের জন্য সেরা অ্যাপ্লিকেশানগুলির মধ্যে একটি। এই অ্যাপটি ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সর্বশেষ ব্রেকিং নিউজ, লাইভ স্কোর, হাইলাইট, ভিডিও, ম্যাচের ফলাফল, পয়েন্ট টেবিল এবং বিভিন্ন পরিসংখ্যান প্রদান করবে।
প্রতিটি খেলোয়াড়ের প্রোফাইল পাবেন এই অ্যাপে। এছাড়াও এটি নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে খেলার আপডেট জানাবে, প্রিয় দলের অবস্থা জানাবে। আপনি যে দল বা খেলোয়াড়কে পছন্দ করেন আপনাকে আলাদাভাবে তার খবর জানাবে, ভিডিও পাঠাবে। প্রতিটি ম্যাচের ধারাবিবরণী শোনার পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচনে ভোটও দিতে পারবেন।
সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি ম্যাচের ভবিষৎদ্বানী করতে পারবেন এবং তা বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারবেন। এই অ্যাপটিতে একটি নতুন বিশ্বকাপের ড্যাশবোর্ডও রয়েছে, যার মাধ্যমে আপনি রাশিয়া বিশ্বকাপের নানা নাটকীয়তা উপভোগ করতে পারবেন। Onefootball-World Cup News অ্যাপটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে।
TheScore
রাশিয়া বিশ্বকাপের জন্য আরেকটি দারুণ অ্যান্ড্রয়েড অ্যাপ দ্যা স্কোর। এ অ্যাপটি থেকে বিশ্বকাপের বিভিন্ন নিউজ, রিয়েল টাইম স্কোর, বিভিন্ন পরিসংখ্যান, ভিডিও, ফিক্সচার, গ্রুপ পর্যায়ে অবস্থান এবং টুর্নামেন্টের আরো অনেক তথ্য পাওয়া যাবে।
আপনি আপনার ব্যক্তিগত ফিড নির্বাচন করতে পারবেন এবং তা হতে প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের যাবতীয় তথ্য পাবেন। আর এই ব্যক্তিগত ফিডটি ব্যবহার করে আপনি রাশিয়া বিশ্বকাপের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। অ্যাপটি নোটিফিকেশন পাঠিয়ে বিভিন্ন সংবাদ, ভিডিও দেবে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ভিডিওও চাইলেই দেখতে পাবেন এই অ্যাপে। এটিও একটি ফ্রি অ্যাপ। TheScore অ্যাপটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে।
Fox Sports
ফক্স স্পোর্টস ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের প্রতিটি খেলা সম্প্রচারের একচেটিয়া অধিকার অর্জB করেছে। ফক্স স্পোর্টস ফিফা বিশ্বকাপের ৬৪ টি খেলার প্রতিটি লাইভ স্ট্রিম ও পুনরায় সম্প্রচার (হাইলাইটস) করছে। ফক্স স্পোর্টস অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ম্যাচের লাইভ রিপোর্ট, স্কোয়াড, ম্যচের লাইন আপ এবং ম্যাচের বিভিন্ন পরিসংখ্যান পাওয়া যাবে। এ অ্যাপ্লিকেশন দিয়ে ম্যাচের হাইলাইটস সোশাল মিডিয়ায় শেয়ার করা যাবে এবং প্রতিটি ম্যাচের জন্য পাঁচটি আলাদা আলাদা লাইভ ফিড রয়েছে।
ফক্স স্পোর্টস এক্সেসের টিভি গ্রাহকরা লাইভ ম্যাচ দেখার সাথে সাথে ভার্চুয়াল রিয়েলিটির স্বাদও গ্রহণ করতে পারবেন। তবে এই সুবিধা পেতে হলে আলাদাভাবে Fox Sports VR app টি ডাউনলোড করতে হবে। এ অ্যাপ্লিকেশনটি দিয়ে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে ৩৬০-ডিগ্রী ম্যাচ দৃশ্য উপভোগ করতে পারবেন। মনে হবে, স্টেডিয়ামের মধ্যে একটি আসনে বসে বসে সরাসরি ম্যাচ দেখছেন। Fox Sports অ্যাপটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে।
বিশ্বকাপ ফুটবল অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহারের মজা নিতে পারেন আপনিও। অ্যাপগুলোর মধ্যে সবগুলোই ফ্রি আর ব্যবহার করাও সহজ। আশা করছি, অ্যাপসগুলো আপনার বিশ্বকাপ মুহূর্তগুলোকে আরো রঙ্গিন করবে।
Leave a Reply