টি-টোয়েন্টির এই যুগে ক্রিকেটের তিন ফরম্যাটে নিজেকে প্রমাণ করা কঠিন। তার উপর নানান দেশের হরেক রকমের লীগের ভীড়ে নিজেকে হারিয়ে ফেলা ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। এ-রকম অনেকেই ‘আইসিএল’ খেলে হারিয়ে গিয়েছিলেন।
কিন্তু, দিনশেষে তাদের কেউ-ই লক্ষ্যে পৌঁছাতে পারেননি। লক্ষ্যে পৌঁছাতে দরকার পরিশ্রম, টাকাই সব কিছুর পরিমাপক নয়। ক্রিকেটের এই টি-টোয়েন্টির যুগে তিন ফরম্যাটে সফল হওয়া ক্রিকেটার হাতে গোনা।
সাধারণত টেস্টে ৫০ গড়, ওয়ানডেতে ৪০ এবং টি-টোয়েন্টিতে ৩০ গড়কে ভালো বলে ধরা হয়। কিন্তু, শুধুমাত্র একটা ফরম্যাটে খেলা ব্যাটসম্যানের পক্ষেও ধারাবাহিকতা রক্ষা করা কঠিন, সেখানে তিনটা ফরম্যাটে যদি গড়ই থাকে ৫০ এর বেশি তবে তা অতিমানবীয়ই।
হ্যাঁ, বিরাট কোহলি। সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার নিজেকে এই উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমান কিংবা অতীত বিবেচনা করা হলে তিনিই পৃথিবীর ইতিহাসের একমাএ ব্যাটসম্যান যার গড় ৫০ এর উপরে।
বর্তমানের টেস্ট, ওয়ানডের ১ নম্বর রেটিংধারী এবং দীর্ঘ সময় ধরে টি-টোয়েন্টির ১ নম্বরধারী ক্রিকেটার বিরাট কোহলিই। বর্তমানে টি-টোয়েন্টি খুব কম খেলার কারণে যদিও তিনি এই ফরম্যাটে সেরাদের কাতারে নেই, তবুও তিনি সেরাদের একজন এই ফরম্যাটেও।
টেস্টে তার গড় ৫৪.৯৮ এবং শতক ২৭টি। ওয়ানডেতে তার গড় ৫৯.৮৪ এবং শতক ৪৩টি। টি-টোয়েন্টিতেও তার গড় ৫৩.২৬, যদিও কোনো শতক নেই। কিছু কিছু ক্রিকেটারের জন্য পরিসংখ্যান যথেষ্ট নয় এবং বিরাট কোহলি এই তালিকায় শীর্ষে। এর কারন হল, পরিসংখ্যান ছাড়াও তার খেলার ধরণই তাকে কিংবদন্তি বলতে বাধ্য করে। একজন কিংবদন্তি বটে।
ওয়ানডেতে তার ৪৩ টা শতক করতে লেগেছে মাএ ২৪২ ম্যাচ। যেখানে পন্টিং এর ৩০ টা কিংবা টেন্ডুলকারের ৪৯ টা শতক করতে লেগেছে যথাক্রমে ৩৫০(বেশী) এবং ৪৬৩ ম্যাচ। টি-টোয়েন্টিতে তার ৫৩ গড়টা ১/২ ম্যাচ খেলে নয়, বরং এর জন্য খেলেছেন ৭৭ টি ম্যাচ।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি তে তিনি সেরাদের সেরা তা বলার অপেক্ষা রাখে না। টেস্ট স্মিথ না থাকলে এখানেও তিনি একই কাতারে চলে যেতেন নিঃসন্দেহে। কারণ, এই একটাই ফরম্যাট যেখানে স্মিথ, বিরাট কোহলি থেকে কিছুটা ভালো খেলেন এবং তার গড় ৬২.৮৪ সে কথাই বলে।
কিন্তু তিনটা ফরম্যাট কিংবা ক্রিকেটের বর্তমান সেরা খেলোয়াড় যে বিরাটই তা সন্দেহ করার অবকাশ নেই। বিশ্বের যতগুলো দেশে তিনি খেলেছেন তার সবকটিতেই তিনি সফল হয়েছেন একজন ব্যাটসম্যান হিসেবে। তাকে সেরা না বলে উপায় কি? এ হল ব্যাটসম্যান বিরাটের গল্প। অধিনায়ক বিরাটের গল্পটা আরেকদিনের জন্য তোলা থাকলো।
Leave a Reply