ঘরে বসে ৫টি কাজ করে বিনিয়োগ ছাড়া আয় মাসে আয় করতে পারেন ৩০ হাজার টাকা। বর্তমানে ইন্টারনেট ব্যবহার করেন না আর সেই সাথে বাড়তি কিছু আয়ের চিন্তা করেন না, এমন লোক খুবই কমই আছেন। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করছি, বেশিরভাগ লোকজনই ব্যস্ত থাকি স্যোসাল মিডিয়ার বিভিন্ন রকমের অ্যাপস নিয়ে কিংবা ইউটিউব এর মতো জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম নিয়ে। এখনও অনেকেই জানেন না যে ছোট ছোট কিছু কাজ করে ইন্টারনেট থেকে বড় ধরণের আয় করা সম্ভব। আবার যারা জানেন তাদের মাঝে অনেকেই সঠিক প্রচেষ্টা এবং সঠিকভাবে সময় ব্যবহার না করার কারণে আয় করতে পারেন না।
যে-সব ছোট ছোট মাধ্যম থেকে ঘরে বসে আয় করা যায় সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা করছি তাদের জন্য, যারা আয় করতে চাইছেন কিন্তু পারছেন না। এর জন্য আপনাকে দিনে কেবল ২ থেকে ৫ ঘন্টা সময় ইন্টারনেটে ব্যয় করতে হবে। আর সেটা সম্ভব হবে আপনার ইচ্ছা শক্তি আর অল্প কিছু অভিজ্ঞতার বদলে।
ইন্টারনেটে কাজ করে আয় করার জন্য কাজের চাহিদা, কাজের উপর নিয়ন্ত্রন এবং কাজটা আপনার কাছে উপভোগ্য হবে কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে। ধরুন আপনি একটা কাজ আধা -আধিভাবে শিখলেন এবং প্রয়োগ করলেন। কিন্তু আপনি কোনো পেমেন্ট পেলেন না, তাহলে কিন্তু হবে না।
আপনাকে অবশ্যই নির্দিষ্ট কোনো কাজ সঠিকভাবে জানতে হবে এবং প্রয়োগ করতে হবে সঠিকভাবে। তাহলেই আপনি সেই কাজ থেকে সঠিকভাবে মূল্যায়িত হবেন। তেমন কয়েকটি কাজ এবং কাজের ধরণ আপনাদের সাথে তুলে ধরছি।
বিনিয়োগ ছাড়া আয় করুন ৫টি কাজ করে
ঘরে বসে অ্যাড পড়া (Ad Rading Work From Home)
বর্তমানে লক্ষাধিক লোকের কাছে সবচেয়ে জনপ্রিয় কাজ হলো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অ্যাড ক্লিলিং জব। এই জবগুলোকে জনপ্রিয় ওয়েবসাইটগুলোই সরবরাহ করে থাকে। এই সব জনপ্রিয় ওয়েব সাইটগুলোতে গিয়ে আপনার কাজ হবে কেবল অ্যাড ক্লিক করা এবং কয়েক সেকেন্ডের জন্য সেই অ্যাডগুলো দেখা।
আপনার বেশ কয়েকটি ওয়েবসাইটের ওপর গবেষণা এবং সেই ওয়েবসাইটগুলোকে পরীক্ষা করে দেখে আপনাদেরকে বলতে পারি যে, ৫/৬ টি’র বেশি কোম্পানি যারা এই কাজগুলো দিয়ে থাকেন তারা তাদের এমপ্লয়িদেরকে শুধু্ উপযুক্ত সম্মানি প্রদান করেন না বরং তারা চেষ্টা করেন সম্মানি সঠিক সময়ে প্রদান করতে। তাহলে দেরি না করে আপনিও হতে পারেন একজন অ্যাড রিডার এবং এই সেক্টর থেকে ইনকাম করতে পারেন নিয়মিত। ঘরে বসে অ্যাড পড়ে আয় করার একটি বিশ্বস্ত ওয়েবসাইট হল পেইডভার্টস। জেনে নিন কিভাবে পেইডভার্টস থেকে প্রতিদিন ১০ ডলার আয় করবেন।
ঘরে বসে জিপিটি জব (GPT Job From Home)
অ্যাড পড়ার মতো কাছাকাছি একটি কাজ হলো জিপিটি। জিপিটি’র মিনিং হলো- গেট পেইড টু টাস্ক, টাকার বিনিময়ে কারো কাজ করে দেওয়া। জিপিটি এবং অ্যাড রিডিং প্রায় কাছাকাছি ধরণের কাজ কিন্তু কাজের ধরণে সামান্যতম কিছু পার্থক্য আছে।
অনলাইনে খুঁজলে এ ধরণের কিছু বিশ্বস্ত ওয়েবসাইট পাবেন যারা তাদের মেম্বারদেরকে এই ধরণের কাজ দিয়ে যাচ্ছেন। আপনি সহজেই সে-সব ওয়েবসাইট থেকে কাজ পেতে পারেন। কিন্তু কাজ পেতে হলে আপনাকে অবশ্যই ওয়েবসাইটগুলোতে নিবন্ধন করতে হবে (সাইন আপ) করতে হবে। জিপিটি জব পাওয়া যায় এমন অনেক ওয়েবসাইট রয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে দেখে নিন- আউটসোর্সিং এর জন্য সেরা ১০টি ওয়েবসাইট।
ঘরে বসে অনলাইন জরিপ (Complete Online Surveys from Home)
আজকাল প্রায় সবাই অনলাইন জানেন এবং ঘরে বসে অনলাইন সার্ভে করে অর্থ উপার্জন করতে পারেন। অনলাইন সার্ভেগুলো হলো হোমওয়ার্কার, পার্টটাইমার এবং ছাত্রদের জন্য অর্থ উপার্জনের সবচেয়ে ভালো মাধ্যম। যে-সব সাইটগুলোতে ভালো জরিপ রয়েছে, আপনি সে-সব সাইটগুলোর সাথে নিবন্ধিত হতে পারেন এবং বিভিন্ন জরিপ পূরণ করে অর্থ উপার্জন করতে পারেন।
আপনি ইচ্ছা করলে অনলাইন সার্ভে ওয়েবসাইটগুলো চেক করতে পারেন এবং সেখান থেকে সে-সব ওয়েবসাইটের আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। আপনারা সিওর জব (Sure Job) ট্রেনিং প্যাকেজ এ সাইন আপ করতে পারেন, যেটি আপনাদের এই ধরনের কাজ পেতে সাহায্য করবে।
ব্লগিং – দীর্ঘস্থায়ী আয়
আপনি যদি অনলাইনে স্থায়ী, নির্ভরশীল এবং স্থিতিশীল কোন কাজ করতে চান, তাহলে সেখানে প্রথম সারিতে থাকবে ব্লগিং। ব্লগিং এমন একটি কাজ যেটি আপনি পার্ট টাইম এবং ফুলটাইম করতে পারেন। প্রথমাবস্থায় আপনি যখন নিজেকে ব্লগিংয়ে যুক্ত করবেন তখন ব্লগিং বুঝতে আপনার বেশ কিছু সময় দিতে হবে।
আপনি যদি একবার কাজটা আয়ত্ব করতে পারেন তাহলে আপনি অনেক ফুল টাইম চাকুরিজীবির চেয়ে অনেক বেশি সম্মানজনক আয় করতে পারবেন এই সেক্টর থেকে।
ঘরে বসে হন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Work as VA from Home)
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোক ভার্চুয়াল সহকারী (ভিএ) হিসাবে হোম থেকে কাজ করছে এবং সময় এবং দক্ষতার উপর নির্ভর করে ভাল আয় উপার্জন করছে। ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করার জন্য আপনি ভার্চুয়াল সহকারী হিসাবে কাজ করতে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলিতে সাইনআপ করতে পারেন এবং প্রতি ঘন্টায় $ 5- $ 10 (500 থেকে 1000 টাকা) চার্জ করতে পারেন।
আপনার উল্লেখযোগ্য দক্ষতা ও বাজেটের ভিত্তিতে লোকজন আপনাকে কাজ দেবে এবং আপনাকে উভয়ের মধ্যে নির্ধারিত হারের ভিত্তিতে আপনাকে অর্থ প্রদান করবে। প্রয়োজন অনুযায়ী আপনি 2 ঘন্টা, 8 ঘন্টা বা দিন কাজ করতে পারেন।
ঘরে বসে হয়ে যান রাইটার (Work from Home Writer)
আপনার যদি ভাল লেখার দক্ষতা থাকে, তাহলে আপনার জন্য ইন্টারনেটে প্রচুর কাজ আছে। আপনি ৫০০ শব্দের কন্টেন্ট এর জন্য ৫$ থেকে ১০$ আয় করতে পারেন। ব্লগ এবং ওয়েবসাইট, প্রুফরিডিং, একাডেমিক লিখন, কপিরাইট ইত্যাদি লেখার মতো লেখার বিভিন্ন ধরনের কাজ রয়েছে।
ফিজার, আইউরিটার, ইল্যান্স, আপউভার, ফ্রিল্যান্সার প্রভৃতি ফ্রিল্যান্স সাইটগুলি যেখানে আপনি সাইনআপ এবং লেখার অনেক কাজ পেতে পারেন। এছাড়া, আর্টিকেল লেখার জন্য অনেক ভাল পেমেন্ট করে এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে জানতে, আর্টিকেল লিখে আয় করতে পারেন প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা শিরোনামের লেখাটি পড়ুন।
Ami kaj korte chai
কাজ করুন, কোন হেল্প লাগলে আমাদের ফেসবুক পেজে এ পোস্টার নিচে কমেন্ট করে জানান, পোস্টটির লেখক আপনার কমেন্টের জবাব দেবেন।
উবার দিয়ে কিভাবে টাকা আয় করা যায় বলবেন প্লিজ?
আপনার কমেন্টে ও কুয়েরির জন্যে ধন্যবাদ। উবার থেকে উপার্জন করার ২টি পদ্ধতি জেনে নিন।
বিনিয়োগ বিহীন আয় করার এই ওয়েবসাইটগুলোতে একাউন্ট খুলব কিভাবে?
আউটসোর্সিং করার সব ওয়েবসাইটেই অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটা প্রায় একই রকম। আপনি যদি একটাতে অ্যাকাউন্ট খোলেন, তবে সেই অভিজ্ঞতা দিয়ে সবটাতেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। জেনে নিন আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে ও ফাইভারে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে।
প্রথমে আমি কিভাবে কাজ করবো? কোন ওয়েবসাইটে যাবো?
ধন্যবাদ, আব্দুল মান্নান ভাই। আপনি প্রথমে ঠিক করুন কোন কাজটি করবেন আর সেটি আমাদের জানান। তখন, আপনাকে বলা যাবে আপনি কিভাবে কাজ শুরু করবেন বা কোন ওয়েবসাইটে যাবেন।
আমার অনলাইন কিংবা অফলাইনে আয়ের বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আমি কাজ করে টাকা আয় করতে চাই। আমাকে যদি এ বিষয়ে সাহায্য করতেন, তাহলে উপকৃত হতাম।
ধন্যবাদ, বিশ্বজিৎ কুমার ঘোষ। শুরুর দিকে কারোরই কোন কাজের অভিজ্ঞতা থাকে না। কাজ করতে করতেই মানুষ যে কোনও বিষয়ে অভিজ্ঞ এবং এক্সপার্ট হয়ে উঠে। আপনি যে কাজটি করতে চান, সে বিষয়ে গুগলে সার্চ দিয়ে প্রতিদিন কিছু বিষয়ে স্টাডি করুন। এরপর, যখন মনে হবে আপনি কাজ শুরু করার জন্যে প্রস্তুত, তখনই শুরু করে দিন।
বিনিয়োগ ছাড়াও যে আয় করা যায়, তা জেনে খুব ভাল লাগলো। আমি কাজ করতে চাই এবং আয় করতে চাই। আমার ইচ্ছে আছে অনেক।
আমি এই কাজ করতে চাই, কিভাবে অ্যাড হবো, প্লিজ বলবেন।
ধন্যবাদ, জিতু। এখানে ৫টি কাজের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনি কোন কাজটি করতে চাইছেন তা জানান, তাহলে আপনি ওই কাজটির সঙ্গে কিভাবে অ্যাড হতে পারবেন, সেটা জানিয়ে দেবো, ইনশাল্লাহ্।
ভাই, আস্তে আস্তে সব বুঝতে গেলে তো কাজ তো বুড়ো বয়সে করতে হবে, কাজ করবো কবে?
আাচ্ছা আমার তো কোনো একাউন্ট নেই, তবে আমি কি ভাবে পেমেন্ট পাবো?
ধন্যবাদ, শেফায়েত। আপনি যে কাজটি করবেন, সে কাজটির ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নেবেন।
Maruf fossain আপনি কাজ করতে চান, এটা জেনে খুব ভাল লাগলো। তবে আপনি লক্ষ করবেন যে, পোষ্টটিতে বেশ কয়েকটি কাজের কথা উল্লেখ করা হয়েছে। তাই আমি আপনাকে পরামর্শ হিসেবে বলতে পারি,আপনি যদি যেকোন একটি কাজে দক্ষ হন, তবে সেই জায়গা থেকে আপনি দ্রুত সাফলতা পেতে পারেন।ধন্যবাদ।
কিভাবে আয় করবো বিনিয়োগ ছাড়া?
ধন্যবাদ, হোসেন ভাই। বিনিয়োগ ছাড়া আয় করার ৫টি কাজ নিয়েই তো আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনটি শুর করে দিন, যদি আপনি আয় করতে চান।
আমি কাজ করবো, বিনিয়োগ ছাড়া আয়ের আইডিয়াগুলো আমার ভাল লেগেছে।
Yes, I want this job that can help me to earn at least 30 thousand without investment.
Please, do. We hope you will be able to earn this amount. But, make sure that you are fully ready to start. Before starting, you must research about the market, the workplace, opportunity & all other relevant fields.
কি করতে হবে কিছু বুঝতাছি না। প্লিজ যদি এক্সপ্লেইন করতেন!
ভাল করে বোঝার জন্যে দয়া করে লেখাটি আবার পড়ুন। আরো ক্লিয়ার হওয়ার জন্যে আমাদের সাইটের অনলাইনে আয় এবং এই ক্যাটেগরির আন্ডারে থাকা আউটসোর্সিং ক্যাটেগরির লেখাগুলো পড়ে নিন। আশা করি, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কি করতে হবে বা কি করতে হবে না, তার সবই বুঝতে পারবেন। এরপরও যদি কোন স্পেসিফিক বিষয়ে কোন প্রশ্ন থাকে, তবে করতে পারেন। মানে ঠিক যে বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে, সে বিষয়ে প্রশ্ন করুন। আমাদের লেখকরা আপনার প্রশ্নের জবাব দেবে, ইনশাল্লাহ্।
বিনিয়োগ ছাড়া অনলাইনে ইনকাম করার এই ৫টি উপায় জেনে আমি উৎসাহিত হয়েছি, তাই আমিও অনলাইনে কাজ করতে ও আয় করতে চাই।
ধন্যবাদ ভাইয়া, বিনিয়োগ করা ছাড়াই অনলাইনে আয় করার উপর অনেক ভালো লিখেছেন। যারা আয় করতে চান, কিন্তু বিনিয়োগ করার ক্ষমতা রাখেন না, তাদের জন্যে অসাধারণ কিছু আইডিয়া দেয়ায় আপনাকে অনেক ধন্যবাদ।
আমি কাজ করতে চাই।
নিশ্চয়ই, কাজ করুন।
আমিও কাজ করতে চাই, বিনিয়োগ ছাড়া আয় করতে চাই।
আমি একেবারেই নতুন এ্যাড দেখে আয়ের কোনো ব্যাবস্থা আছে কি ?
শুরুতে সবাই আপনার মতো নতুন ছিল। অ্যাড দেখে আয় করারও ব্যবস্থা আছে, তবে বেশিরভাগেরই পেমেন্ট সিকিউরড্ না। আপনি স্মার্টফোনে অ্যাড দেখে আয় করুন শিরোনামের লেখাটি পড়ুন এবং আপনার কাছে ভাল মনে হলে এখানে কাজ করুন।
আমি করতে চাই, কিন্তু কিভাবে করবো বুঝতেছি না।
ধন্যবাদ, শিরিন আক্তার। আপনি প্রথমে ঠিক করুন আপনি এ ৫টি কাজের মধ্যে কোন কাজটি করতে চান। এরপর, সে কাজটির ব্যাপারে নিজেকে কিছুটা প্রস্তুত করে নিন। আপনার প্রস্তুতির সুবিধার জন্যে আমাদের সাইটের অনলাইন এডুকেশন ক্যাটেগরির লেখাগুলো পড়ুন। এই ক্যাটেগরিতে আপনি অনলাইনে ফ্রিতে কাজ শেখার অনেক সোর্স পেয়ে যাবেন। নিজেকে প্রস্তুত করা হয়ে গেলে আপনার পছন্দের কাজটি লিখে আমাদের সাইটে সার্চ দিন। দেখবেন, ওই টপিকের উপর আলাদা কিছু লেখা রয়েছে যা আপনার গাইডলাইন হিসেবে কাজ করবে। আরো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন।
আমিও এগুলোর মাঝ থেকে কোনও একটি কাজ করে বিনিয়োগ ছাড়া আয় করতে চাই। আমার মনে হয়, এ কাজগুলোর কোনটিই তেমন একটা কঠিন নয়, তবে একটু রিসার্চ করা প্রয়োজন।
কিভাবে ওয়েব সাইটের সন্ধান পাব এবং কিভাবে সেখান থেকে কাজ নিব?
আপনি যে কাজটি করতে চান, সে কাজটির ওয়েবসাইটের জন্যে গুগলে সার্চ করুন। আমাদের ওয়েবসাইটের “অনলাইনে আয়” ক্যাটেগরিতে “আউট সোর্সিং” নামে একটি সাব-ক্যাটেগরি রয়েছে। সেখানে বিভিন্ন ধরণের কাজের জন্যে ওয়েবসাইটের সোর্স, কাজ পাওয়ার পদ্ধতি এবং পেমেন্ট প্রক্রিয়াসহ প্রায় সকলই বিষয়েই লেখা রয়েছে, লেখাগুলো পড়ুন, উপকৃত হবেন।
আমি কাজ করতে চাই কিন্তু কি ভাবে কাজ করব বুঝতে পারছি না।
ধন্যবাদ, কামরুল হাসান। আপনার আগ্রহকে স্বাগত জানাই। প্রথম দিকে আপনার মতো প্রায় সবাই বুঝতে পারে না কিভাবে কাজ শুরু করবে। তবে, একবার শুরু করতে পারলে সবকিছুই আস্তে আস্তে সহজ হয়ে আসে। আপনার যোগ্যতা অনুযায়ী আগে ঠিক করুন আপনি কোন কাজটি করতে চান। এরপর ওই কাজটির বিষয়ে একটু ভালো করে ঘাটাঘাটি করুন। যারা ওই ধরণের কাজ করছে তাদের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলুন। আর আমাদের সাইটে আউটসোর্সিং বিভাগে বিভিন্ন ধরণের কাজ এবং সেগুলো কিভাবে করতে হবে, এমনকি পেমেন্ট সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বেশ কিছু লেখা রয়েছে, সেগুলো পড়ুন।
আমি অনলাইনে কাজ করে ইনকাম করতে চাই।
আমার স্মার্ট ফোন ও কম্পিউটার আছে।
কোন ওয়েবসাইট থেকে সঠিক ইনকাম করবো।
আপনার জিজ্ঞাশার জন্যে ধন্যবাদ, সঞ্জয় অধিকারী। যেহেতু আপনার কম্পিউটার আছে, স্মার্টফোনও আছে এবং অনলাইনে কাজ করে আয় করার দৃঢ় ইচ্ছেও আছে, সেহেতু আপনি অবশ্যই সফল হবেন। তবে, আগে ঠিক করে নিন অনলাইনে আপনি কোন কাজটি করবেন। এরপর ওই কাজ পাওয়া যায় যেসব ওয়েবসাইটে সেগুলোতে জয়েন করুন।