আমাদের মধ্যে অনেকেই গেমার রয়েছে, যারা মোবাইল কিংবা পিসিতে গেম খেলতে ভালোবাসে। মোবাইলের তুলনায় সচরাচর কম্পিউটার বা ল্যাপটপেই গেম খেলার প্রতি আগ্রহ সবারই বেশি থাকে। কারণ বড় স্ক্রিনে গেম খেলতে সত্যিই খুব মজার মনে হয় এবং তুলনামূলক মোবাইলফোনের থেকে বেশি জীবন্ত মনে হয় গেমগুলো। তাই, পিসি গেম ডাউনলোডের সেরা সাইট নিয়ে হাজির হয়েছি আজ।
তবে গেম খেলতে হলে আপনার পিসিতে একটি গ্রাফিক্স কার্ড থাকা অত্যন্ত জরুরী। নয়তো আপনি ভালো গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন না পর্যাপ্ত গ্রাফিক্সের অভাবে। কিন্তু কিছু গেম খেলতে গ্রাফিক্স কার্ড লাগে না। আপনি সরাসরি ওয়েবসাইট থেকেই গেমগুলো নামিয়ে নিয়ে খেলতে পারবেন। আজকে বিনামূল্যে পিসি গেম ডাউনলোডের কিছু ওয়েবসাইট সম্পর্কে জানবো।
পিসি গেম ডাউনলোডের সেরা সাইট
আমরা যারা গেমার, তাদের গেম খেলার প্রতি আগ্রহ বরাবরই। এখান থেকে ভালোমানের গেমগুলো নিজেই ডাউনলোড করে খেলতে পারবেন।তাহলে অযথা গেমের সিডি কিনতে ৩০০/৪০০ টাকা খরচ হবে না।
তাছাড়া সিডিতে ফাইল মিসিংয়ের সমস্যাও হবে না। বর্তমানে ব্রডব্যান্ড ইউজারও রয়েছে অনেক। তারা বিশাল সাইজের গেম যেমন : জিটিএ ৫, অ্যাসাসিন’স ক্রিড অনলাইন থেকে অনায়াসেই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। প্রিতে গেম ডাউনডের সেই সব সাইটগুলোর ঠিকানা নিম্নে দেওয়া হলো-
Otorrents
হাই-স্পিড ডাউনলোডের নিশ্চয়তা দেয়া এই ওয়েবসাই থেকে আপনি ইচ্ছে মত গেম ডাউনলোড করতে পারবেন। সব ক্যাটেগরির সেরা গেমগুলো নিয়ে সাজানো ২টি পেজ রয়েছে ওয়েবসাইটিতে। গেম ছাড়াও এ টরেন্ট ওয়েবসাইটে আরো পাবেন নতুন পুরনো সব ধরণের মুভি।
Oceanofgames
এ ওয়েবসাইটটি সত্যিকার অর্থেই গেমের সমুদ্র। এ সমুদ্রে ঝাঁপ দিলে পেয়ে যাবেন ঝাঁকে ঝাঁকে গেম। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, আর্কেইড, স্পোর্টস্, ওয়ার, স্ট্র্যাটেজি, পাজল, হরর, সায়েন্স ফিকশনসহ সব ধরণের শত শত গেম রয়েছে এ ওয়েবসাইটে।
Mydownloadtube
এ ওয়েবসাইটটি মূলত মুভির জন্যে বিখ্যাত হলেও, এখানে রয়েছে অসাধারণ কিছু গেম। মজার বিষয় হচ্ছে, এখানে এমন কিছু গেম আছে যেগুলো অন্যান্য ওয়েবসাইটে নেই। এ ওয়েবসাইটি কোন বাগ কিংবা ডাউনলোড এরর নেই বলে আপনাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে।
Firstmask
এ ওয়েবসাইটটি মেইনলি মুভি, নিউজ আর সফট্ওয়্যারের জন্যে পরিচিতি পেলেও, এখানে পাবেন বেশ কিছু গর্জিয়াস গেম। তবে, একটা সমস্যা আপনাকে ফেস করতেই হবে আর তা হল ক্লিক করলেই নতুন উইন্ডো যা খুবই বিরক্তিকর। আপনি যদি এ বিরক্তি সইতে পারেন, তো সমস্যা নেই, ডাউনলোড করুন জনপ্রিয় গেমগুলো।
Skidrowgamez
এ ওয়েবসাইট থেকে কম্পিউটার গেমের পাশাপাশি মোবাইল গেমও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, যে গেমটি এখানে নেই কিন্তু আপনার দরকার সে গেমটির জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
Pcgames-download
নামেই বুঝতে পারছেন, পিসি গেম ডাউনলোডের জন্যেই তৈরি এ ওয়েবসাইটি। এমন কোন গেম নেই যা এ ওয়েবসাইটে পাওয়া যায় না। সব ধরণের টরেন্ট ওয়েবসাইটের সঙ্গে লিংক থাকার কারণেই এ ওয়েবসাইটটি সহজে সবাইকে এ সুবিধাটি দিতে পারছে।
উপরে উল্লেখিত সাইটগুলো থেকে আপনি সহজেই আপনার পছন্দের গেমগুলো ডাউনলোড করতে পারবেন। মোবাইল গেম ডাউনলোডের জন্য প্লে স্টোরে বহু গেম পাওয়া গেলেও পিসি গেমগুলো খুব সহজলভ্য নয়। এমনকি অনেক ওয়েবসাইট থেকে ডলার দিয়ে কিনতে হয়।
এ-সব সমস্যা দূর করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যে-সব সাইট থেকে পিসি গেম ডাউনলোড করতে পারবেন তা আপনাদের মাঝে শেয়ার করলাম।
Leave a Reply