বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার কথা হয়তো কেউ ভাবতেও পারেন না। কারণ, একটা ভিডিও দেখতে গিয়ে যে কতবার বিজ্ঞাপনের বিরক্তিকর পাল্লায় পড়তে হয় তা কেবল ভিউয়ার্সই ভাল জানেন।
আমরা সবাই জানি, বিজ্ঞাপন একটি কোম্পানীর, বিশেষ করে অনলাইন প্লাটফর্মের মূল ইনকাম। কোম্পানীগুলো সাধারণত থার্ড পার্টি থেকে বিজ্ঞাপন নিয়ে থাকে আর সেখান থেকেই ইনকাম করে তারা সাইট চালিয়ে থাকে।
ইউটিউব গুগল ইনকর্পোরেশনের একটি ফ্রি সার্ভিস যেখান থেকে আপনি বিনামূল্যে ভিডিও দেখতে পারেন। কিন্তু গুগলের নিজেদেরই একটি অনলাইন বিজ্ঞাপন সংস্থা রয়েছে, যার নাম অ্যাডসেন্স। এই অ্যাডসেন্সের মাধ্যমেই গুগল বিশ্বের বিভিন্ন কোম্পানী থেকে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে বিজ্ঞাপন সংগ্রহ করে থাকে। আর সেই বিজ্ঞাপন একদিকে যেমন ইউটিউবে প্রদর্শণ করে, অন্যদিকে অন্যান্য ওয়েবসাইটেও শো করে থাকে।
যদিও ইউটিউবকে টিকে থাকার জন্যে বিজ্ঞাপন প্রয়োজন কিংবা গুগলের আর্নিং সোর্সকে বেগবান রাখতে বিজ্ঞাপনের বিকল্প নেই, তবু ইউজারদের কাছে সেটি খুব একটা প্রয়োজনীয় নয়। এমনকি, বেশিরভাগ সময় একজন ইউটিউব ইউজার বিজ্ঞাপনের জন্যে অত্যন্ত বিরক্ত হয়ে থাকেন। আপনি নিজেও বহুবার বিজ্ঞাপনের কারণে চটেছেন!
কিন্তু এই বিজ্ঞাপনের হাত থেকে কি বাঁচার কোনও উপায় নেই?
নিশ্চয়ই, আছে!
সে উপায়টি জানানোর জন্যেই হৈচৈ বাংলার আজকের সোশ্যাল টেক পোস্ট।
এর আগে আমরা ইউটিউবে অ্যাড আসা বন্ধের ৪টি কার্যকরী উপায় সম্পর্কে বিস্তারিত লিখেছিলাম। কিন্তু সেখানকার উপায়গুলো কারো কারো কাছে কিছুটা ঝামেলার মনে হতে পারে। কারণ, প্রতিটি উপায়ই কিছু না কিছু টেকনিক্যাল নলেজের দাবী রাখে।
যারা কোনও ঝামেলায় যেতে চান না, অর্থাৎ খুব সহজেই যে কোনও টেক সমস্যার সমাধান চান, তাদের জন্যে আজ এমন একটি পদ্ধতি নিয়ে এলাম যা কোনও টেক নলেজ ছাড়াই করা সম্ভব।
আর এটি হচ্ছে জাস্ট একটা ডটের (.) ব্যবহার। হুম, একটা মাত্র ডট দিয়ে আপনি ইউটিউব ভিডিওতে সকল ধরণের বিজ্ঞাপন বন্ধ করে দিতে পারেন।
জাস্ট https://www.youtube.com এর পরে একটা বাড়তি ডট (.) দিয়ে দিন। যেমন, আপনার ভিডিওটির লিংক যদি হয়- https://www.youtube.com/watch?v=E1oEJ6iTBYM&t=187s
তবে, আপনাকে com লেখাটির পরে আরেকটা ডট দিতে হবে। সেক্ষেত্রে, আপনার লিংক হবে, এই রকম-
https://www.youtube.com./watch?v=E1oEJ6iTBYM&t=187s
অর্থাৎ, আপনি যে ভিডিওই দেখুন না কেন, জাস্ট ইউটিউব ডট কম লেখাটার পরে এবং স্ল্যাশ (www.youtube.com./) এর আগে একটা অতিরিক্ত ডট দিয়ে দেবেন। ব্যস্, এবার একটা ভিডিওর লেংথ্ যত বড়ই হোক না কেন, আপনি আর ভিডিওটিতে কোনও অ্যাড দেখবেন না।
Tushar Mir says
বাহ্, দারুণ উপায় যা ব্যবহার করে খুব সহজেই অ্যাড ব্লক করা যাচ্ছে।