কোন ব্যবসাকে সাকসেসফুল্লি রান করা ও ইফিসিয়েন্টলি হ্যান্ডেল করার জন্যে অন্যতম একটি ভাইটাল পারফরমেন্স প্যারামিটার হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স ও অ্যানালাইসিস। রিয়েল টাইমে ব্যবসার দূর্বলতা কিংবা সফলতার মাত্রা আইডেনটিফাই করার জন্যে বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার এর গুরুত্ব অপরিসিম।
বিআই সফটওয়্যার আপনাকে ব্যবসার সঠিক ডাটা সরবরাহ করবে এবং অ্যানালাইজ করে জানিয়ে দেবে আপনার কখন কি পদক্ষেপ নেয়া উচিৎ। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালি এনটিটি হচ্ছে ডাটা আর আপনি কিভাবে ব্যবসার ডাটা হ্যান্ডেল করছেন তার উপর নির্ভর করছে আপনার ব্যবসার সফলতা কিংবা ব্যর্থতা।
ব্যবসায়ীদের জন্যে ২০টি বিজনেস অ্যাপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই বিজনেস ইন্টেলিজেন্সে কিংবা বিআই সফটওয়্যারও অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং, আপনার ব্যবসার সঠিক ডাটা সংগ্রহ, অ্যানালাইসিস ও পারফরমেন্স আইডেনটিফিকেশনের জন্যে বিআই সফটওয়্যার ব্যবহার করুন।
বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার কি?
যে সফটওয়্যার যে নির্ধারিত বিজনেসের ডাটা সংগ্রহ ও অ্যানালাইজ করে কমপেক্ট রিপোর্ট পেশ করে, তাকেই বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই সফটওয়্যার বলে। যে কোনও ব্যবসার কাউন্টলেস ডাটা থাকে। কিন্তু কোনও ব্যক্তির পক্ষে সকল ডাটা এক জায়গায় একত্রিত করা ও অ্যানালাইজ করে রিপোর্ট প্রদান করা সহজ কাজ নয়। এই কাজটিই সহজে করে দেয় বিআই সফটওয়্যার।
আসুন, এ-রকম কিছু বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই সফটওয়্যারের সাথে পরিচিত হওয়া যাক-
Zoho Analytics
বিজনেস ইন্টেলিজেন্স টুলগুলোর মধ্যে অন্যতম সেরা একটি সফটওয়্যার হচ্ছে Zoho Analytics যার ফ্রি এবং প্রিমিয়াম দুটো ভার্সণই রয়েছে। ছোট কিংবা বড় ব্যবসা প্রতিষ্ঠানের সকল ডাটা এক জায়গায় একত্রিকরণ এবং অ্যানালাইজ ও প্রেসস করার জন্যে সফটওয়্যারটির প্রচুর ফিচার রয়েছে।
Zoho Analytics এর ফিচার সমূহ-
- ডাটাবেজ নেটওয়ার্ক
- ডাটা ব্লেন্ডিং
- ডাটা অ্যালার্টিং ও ফোরকাস্টিং
- মাল্টিপল অ্যাপ্লিকেশন কানেকটিভিটি
- ইন্টারঅ্যাকটিভ ড্যাশ-বোর্ড
- পাবলিশিং এন্ড অ্যামবেডিং
- জিও ভিজ্যুয়ালাইজেশন
- মোবাইল ইন্টিগ্রেশন
- কাস্টোমাইজেল ডিজাইন ইলিমেন্টস্
ActiveTrak
Birch Grove Software কোম্পানীর তৈরি করা এই সফটওয়্যারটি মূলত একটি টিম বিহেভিয়র অ্যানালিটিকস্ টুল। ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে তৈরি করা এই সফটওয়্যারটি ৫ থেকে ১ হাজার টিম হ্যান্ডেল করতে পারে। যে কোনও ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, আইটি কোম্পানী, এইচআর ম্যানেজমেন্ট কোম্পানীর জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার।
ActiveTrak ক্লাউড, SaaS এবং ওয়েবে ডেপলয় করা যায়। একই সঙ্গে এটির রয়েছে মোবাইল অ্যাপস্। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ইউজাররাই তাদের স্মার্টফোনে ActiveTrak ব্যবহার করতে পারবেন ।
ActiveTrak এর ফিচার সমূহ-
- অ্যালার্ট নোটিফিকেশন
- টাইম ট্রেকিং
- ব্রাউজিং হিস্ট্রি
- স্ক্রিন অ্যাক্টিভিটি রেকডিং
- কীস্ট্রোক রেকডিং
- অ্যামপ্লোয়ি অ্যাক্টিভিটি ইমেল মনিটোরিং
- রিমোর্ট কন্ট্রোলিং
- প্রোডাক্টিভিটি অ্যানালাইসিজ
Birt by Eclise
সিম্পল কিন্তু পাওয়ারফুল ইনটেলিজেন্স সফটওয়্যার হিসেবে Birt এর বহুল পরিচিতি রয়েছে। ডাটা কালেকশন ও কাস্টোমাইজেশন করে সেগুলোকে ভিজ্যুয়াল্লি উপস্থাপন করা ও কম কমপ্লিকেটেড ডাটা ক্লাস্টার প্রদানের জন্যে নিরবচ্ছিন্ন ফাংশনালিটি প্রদানের জন্যে সফটওয়্যারটির অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।
Eclise অর্গানাইজেশনের তৈরি Birt এর ফিচার সমূহ-
- অনেক বড় ডাটাবেজ
- ডাটা অ্যাক্সেসিং
- ডাটা কাস্টোমাইজেশন
- জাভা ইভেন্ট কোডিং
- প্রজেক্ট অর্গানাইজেশ
- প্রজেক্ট ম্যানেজমেন্ট
আশা করি, উপরোক্ত ৩টি বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার থেকে আপনার পছন্দ মতো একটি বেছে নেবেন। আর আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আগের চেয়ে অনেক বেশি প্রোডাকটিভ করে তুলবেন।
Leave a Reply