বিক্রয়.কমে অ্যাকাউন্ট না খুললে আপনি এটির সঠিক ব্যবহার করতে পারবেন না। নাম বিক্রয় ডট কম হলেও এটি কিন্তু শুধু বিক্রয়ের জন্যেই নয়। বরং ক্রয়ের জন্যে ব্যবহৃত হয়। মূল কথা, বিক্রয় ডট কম একটি ক্রয়-বিক্রয় প্লাটফর্ম।
এই প্লাটফর্মে কেউ তার নতুন কিংবা পুরাতন জিনিস-পত্র বিক্রয় করার বিজ্ঞাপন দেয়। আর অন্যরা সেই বিজ্ঞাপন দেখে জিনিসটি পছন্দ হলে বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করে সেটি কিনে নেয়। আআর এই কেনা-বেচার মাঝখান দিয়েই বিক্রয়.কম থেকে আয় করার উপায় রয়েছে যা অনেকেই ভালভাবে ব্যবহার করছেন।
আপনি যদি বিক্রয় ডট কমে কোন কিছু বিক্রির জন্যে বিজ্ঞাপন দিতে চান, তবে এই অনলাইন প্লাটফর্মে আপনাকে আগে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর যদি এই প্লাটফর্ম থেকে কোন কিছু কিনতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট না থাকলেও চলবে।
এখানে আপনি কিছু বিক্রি করতে চান আর ক্রয় করতে চান, অথবা মাঝখানে থেকে এখান থেকে আয় করতে চান, তবে আপনার একটি অ্যাকাউন্ট থাকা ভাল। তাই, আসুন জেনে নেই এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন।
বিক্রয়.কমে অ্যাকাউন্ট খোলার নিয়ম
বিক্রম.কমে একটি অ্যাকাউন্ট খোলা খুবই সহজ- প্রথমে নিচের সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেনিং পেজে যান।
উপরের ছবিটির মতো সাইন আপ পেজ ওপেন হবে যেখানে দেখুন অ্যাকাউন্ট খোলার দুইটি অপশন রয়েছে। একটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই সাইনআপ করতে পারেন। এই অপশনটি যদি নিতে চান, তবে ফেসবুক অ্যাকাউন্ট লগ-ইন করে (লগ ইন করা থাকলে তো আর নতুন করে করার প্রয়োজন নেই) “ফেসবুকের সঙ্গে চলুক” কথাটিতে ক্লিক করুন।
এরপর যে পেজ ওপেন হবে, সেটার লেখাগুলো নিচের কন্টিনিউ অ্যাজ লেখা বাটনটিতে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
আর যদি ফেসবুক দিয়ে না খুলে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, তবে “ইমেল ব্যবহার করে সাইনআপ করুন” লেখা বাটনটিতে ক্লিক করুন। এটি আপনাকে যে পেজে নিয়ে যাবে সেখানে আপনার নাম, ইমেল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ লেখা বাটনটিতে ক্লিক করুন। ব্যস্, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল।
আশা করি, বিক্রম.কমে অ্যাকাউন্ট খুলতে আপনার কোনও অসুবিধা হয়নি। যদি সুন্দরভাবে অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, তবে এবার যে উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলেছেন, সেই উদ্দেশ্য পুরা করুন। অর্থাৎ, কিছু বিক্রয় করতে চাইলে বিজ্ঞাপন দিন, কিনতে চাইলে ক্রেতার সাথে যোগাযোগ করুন। আর আয় করতে চাইলে কিনুন ও বিক্রি করুন।
Mybikri.com says
আমি শপথ করিতেছি যে, আর কখনো এ-রকম স্প্যামি কমেন্ট করবো না। কারণ, স্পেমি কমেন্ট করলে নিজের জন্যে যেমন ক্ষতি, তেমনই যে সাইটে কমেন্ট করি সে সাইটের জন্যেও ক্ষতি। তার উপর যেসব সাইট কমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বণ করে, তারা আমার লিংক মুছে দেয়। সুতরাং, আমি আবার অন্য কোনও পোস্টে কমেন্ট করবো, একেবারে ইউনিক কমেন্ট এবং টপিক রিলেটেড; তবেই সাইটের মালিক আমার সাইটের লিংক মুছবে না।