আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিকাশ অ্যাপে সেন্ড মানি একদম ফ্রি আর ক্যাশ আউট ২০ টাকার বদলে মাত্র ১৫ টাকা। অ্যাপের ইউজার বৃ্দ্ধির জন্য হোক আর ব্যবসা বিকাশের জন্যই হোক, সম্প্রতি বিকাশ কর্তৃক এই ছাড় দেয়া হয়েছে। বিকাশের জন্য তৈরি এই অ্যান্ড্রয়েড অ্যাপটি মোবাইলে ব্যবহার করে সহজেই বিকাশের সকল সেবা খুব কম সময়ে নিরাপদে ব্যবহার করতে পারবেন। তাই, জেনে নিন বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করবেন।
সারাদেশে বিকাশের বিশাল নেটওয়ার্ক বিস্তৃত। পারসোনাল ইউজার ও এজেন্টদের সুবিধা প্রদানের জন্য ও তাদের ব্যবসাকে আরো সহজে সামনে এগিয়ে নিতে রিলিজ হয়েছে বিকাশ অ্যাপ। অ্যাপ ব্যবহার করে এজেন্টরা যেমন বিকাশের সেবা উপভোগ করতে পারবেন সহজেই, তেমনি সাধারণ ব্যবহারকারীরাও পাবেন নানা রকম সুবিধা। তাই, জেনে নিন ইনস্টল থেকে শুরু করে অ্যাকাউন্ট অ্যাড পর্যন্ত অ্যাপটির ব্যবহার।
বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করবেন
বিকাশ অ্যাপ ব্যবহার জন্য একজন ইউজার হিসেবে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন ২.২ বা তার অধিক ভার্সন সম্পন্ন ডিভাইস থাকতে হবে। তবে মনে রাখতে হবে অ্যান্ড্রয়েড ভার্সনে ২.৩.৬ এবং ২.৩.৭ ব্যতীত আর যে কোনো ভার্সনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীর সিমটি অবশ্যই সিম-১ এ থাকতে হবে।
বিকাশ অ্যাপ ব্যবহারের জন্য যা যা লাগবে-
- মোবাইলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
- একটি সক্রিয় বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে।
আশা করি, দুটোই রয়েছে আপনার। সুতরাং, এবার বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিন।
বিকাশ অ্যাপ ডাউনলোডের জন্য এই পদ্ধতিগুলো অনুসরণ করুন-
- অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে আইকন এ ট্যাপ করুন।
- গুগল প্লে সার্চ বাটনে বিকাশ লিখে সার্চ দিন।
- বিকাশ অ্যাপ স্ক্রিনে চলে আসলে বিকাশ অ্যাপ আইকনে ট্যাপ করুন।
- স্ক্রিনের উপরে ডান পাশে ইনস্টল বাটনে ট্যাপ করে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।
অথবা, ঝামেলা এড়াতে নিচের লিংকে ক্লিক করে প্লে-স্টোর থেকে সরাসরি ইনস্টল করে নিন।
Install বাটনে ক্লিক করলে অ্যাপটি আপনার মোবাইল ফোনের কন্টাক্ট, লোকেশন, মিডিয়া ফাইল, ক্যামেরা ও কল ইনফর্মেশেন ব্যবহারের অনুমতি চাইবে।Accept বাটনে ক্লিক করে অনুমতি দিয়ে দিন। চিন্তার কিছু নেই, এটি ১০০% সিকিউরড্ অ্যাপ। যাইহোক, অ্যাক্সেপ্ট করলেই অ্যাপটি ইনস্টল হতে শুরু করবে।
ইনস্টল হওয়ার পর আপনার হোম স্ক্রিন থেকে বিকাশ অ্যাপ আইকনে ট্যাপ করুন। অ্যাপটি ওপেন হয়ে গেলে সেটি আপনাকে স্টার্ট বা “শুরু করুন” বাটনে ট্যাপ করতে বলবে। ট্যাপ করার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাইবে, দিয়ে দিন। যে অ্যাকাউন্ট নাম্বার দিলেন সেটি যে আপনারই তা যাছাই করার জন্য আপনার পিন নাম্বার চাইবে, দিয়ে দিন।
পিন নাম্বার দেয়ার পর, আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনার বিকাশ নাম্বারে ৬টি সংখ্যার একটি গোপন ভেরিফিকেশন কোড আসবে। কোডটি শুধু আপনিই পাবেন, তাই অন্য কেউ আপনার নাম্বার দিয়ে কোনভাবেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। এবার ভেরিফিকেশন কোডটি প্রবেশ করুন এবং আপনার পছন্দ অনুযায়ী এরপর বাংলা বা ইংরেজি ভাষা বেছে নিন এবং নিয়ম ও শর্তসমূহে আপনার সম্মতি দিন।
এবার ক্যামেরা থেকে ছবি তুলে অথবা গ্যালারি থেকে ছবি নিয়ে প্রোফাইলে আপলোড দিতে পারেন। এরপর আপনার নাম লিখে প্রোফাইল সেট আপ করুন। এক্ষেত্রে আপনি আপনার পছন্দমত নাম লিখতে পারবেন। আপনার পরিচয় সংক্রান্ত সব তথ্য এখন একসাথে দেখতে পারবেন।চাইলে যে কোন তথ্য পরিবর্তণও করতে পারবেন। ব্যাস বিকাশ অ্যাপ ব্যবহারের জন্য এখন আপনি একদম রেডি।
বিকাশ অ্যাপ ব্যবহারের নিয়মাবলী
প্রথমেই বিকাশ অ্যাপ আইকন এ ট্যাপ করুন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে লগইন করুন। স্ক্রিনে নিম্নের আইকনগুলো দেখতে পাবেন পারবেন।
সেন্ড মানিঃ যে কোনো সময়ে টাকা পাঠাতে হলে সেন্ড মানি আইকনটিতে ক্লিক করে টাকার পরিমাণ বসিয়ে সহজেই টাকা পাঠাতে পারবেন।
বাই এয়ারটাইমঃ যে কোনো ইমার্জেন্সিতে টাকা প্রয়োজন হলে অথবা মোবাইল এর ব্যালান্স রিচার্জ করতে এই অপশনটি ব্যবহার করতে পারবেন।
ক্যাশ আউটঃ টাকা উঠাতে হলে ক্যাশ আউট আইকনে গিয়ে বিকাশ এজেন্ট এর মোবাইল নাম্বার দিয়ে হাজারে ১৫ টাকা চার্জে ব্যবহারকারী ক্যাশ আউট করতে পারবেন।
পেমেন্টঃ কেনাকাটার জন্য দোকানে বিকাশ এর মাধ্যমেই ফ্রি পেমেন্ট করা যায়। পেমেন্ট আইকন এ ট্যাপ করে সহজেই সুবিধাটি গ্রহণ করতে পারবেন।
বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি আপনার লেনদেন সংক্রান্ত যে কোনো কিছুকে অনেক দ্রুত, অত্যন্ত সহজে এবং নিরাপদে ব্যবহার করতে পারবেন।
Leave a Reply