আপনার কাছে যদি কয়েকটি ফ্রি বায়োডাটা ডিজাইন টেমপ্লেট থাকে, তাহলে আপনি অনায়াসে সেগুলোর লেখা পরিবর্তণ করে আপনার লেখা বসিয়ে চাকরীর জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, এখানে এমনই ১০টি বায়োডাটা ডিজাইন দেয়া আছে যা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন বিভিন্ন রকম চাকরির জন্য।
যদিও বায়োডাটা বা সিভি তৈরি করার সহজ উপায় রয়েছে, তবু দুই বা ততোধিক চাকরির জন্য আপনি নিশ্চয়ই একই বায়োডাটা পাঠাবেন না। যেমন, স্কুলের চাকরির জন্য আপনি যে বায়োডাটা পাঠাবেন, একটা কোম্পানীর মার্কেটিং বিভাগে চাকরির জন্য সেই বায়োডাটা পাঠাবেন না।
একইভাবে, গ্রামীণফোনের মত কর্পোরেট কোম্পানীতে চাকরির জন্য আপনি যে বায়োডাটা তৈরি করবেন, নিশ্চয়ই স্কয়ার গ্রুপের পণ্য কিংবা ঔষধ বিভাগে চাকরির জন্য একই রকম বায়োডাটা তৈরি করবেন না, করবেন কি?
চাকরির ধরণ অনুযায়ী ডিজাইন এবং তথ্যগত দিক থেকে আপনার বায়োডাটা ভিন্ন ভিন্ন হতে হবে। নৈলে আপনার চাকরি পাওয়া তো দূরের কথা, ইন্টারভিউ’র জন্য ডাক পাওয়ার সম্ভাবণাও অনেকাংশে কমে যাবে। এছাড়াও, আপনার বায়োডাটাটি যদি দেখতে সুন্দর না হয় তবে আপনি চাকরিদাতাকে মুগ্ধ করতে পারবেন না।
সিভি বা বায়োডাটা বানানোর ৮টি ওয়েবসাইট আছে। আমাদের দেশের মানুষদের মধ্যে অনেকেই এগুলোর খবর রাখেন না। আমাদের দেশে সাধারণত বায়োডাটা বা সিভি বানানো হয় একেবারে কম গুরুত্ব দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা A4 সাইজের সাদা কাগজে কালো রঙের লেখা দিয়ে বানানো হয় বায়োডাটা।
কিন্তু আপনার বায়োডাটাটি যদি কালারফুল হয় এবং তথ্যগুলো নানাভাবে সুন্দর করে ডিজাইন এবং ফরমেট করা হয়, তবে আপনি নিশ্চিত থাকুন, আপনার বায়োডাটাটি বিশেষভাবে চাকরিদাতার নজরে পড়বে। এমনই ১০টি আকর্ষণীয় বায়োডাটা পাবেন এই পোস্টে।
১০টি ফ্রি বায়োডাটা ডিজাইন টেমপ্লেট
এখানে যে ১০ বায়োডাটা দেয়া হল এগুলোর সবটিই ডিজাইন এবং ফরমেটের দিক থেকে দারুণ দেখতে। এখান থেকে আপনার পছন্দমত একটি কিংবা একের অধিক বায়োডাটা ডাউনলোড করে নিন। এরপর ওগুলোতে যে লেখা দেয়া আছে তা ফেলে দিন এবং আপনার ব্যক্তিগত, পেশাগত এবং অন্যান্য সকল তথ্য দিয়ে পূর্ণ করে নিন।
চাকরির বাজারে প্রবেশ করার জন্য আপনার প্রথম পদক্ষেপটি হওয়া উচিৎ একটি সুন্দর ও নিখুঁত বায়োডাটা বা জীবন বৃত্তান্ত তৈরি করা, যাতে সেটি নিয়োগকর্তার ফেলনা কাগজ-পত্রের বাক্সে না গিয়ে টেবিলের ওপরে যত্নের সঙ্গে থাকে।
আপনি নিয়োগকর্তার কাছ থেকে চাকরিতে যোগদান পত্রের আশা করেন, তবে ব্যবহার করুন নিচের যে কোন বায়োডাটা ডিজাইন টেমপ্লেট।
ডিজাইনার ও ডেভেলপার বায়োডাটা টেমপ্লেট
আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইনার অথবা একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কোন কোম্পানীতে অ্যাপ্লাই করতে চান, তবে এটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ বায়োডাটা। এর মানে এই নয় যে, এই বায়োডাটাটি আপনি অন্য চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। চাকরির ধরণের সঙ্গে মিলে গেলে এটি আপনি যে কোন চাকরির জন্যই ব্যবহার করতে পারবেন।
এমন একটি অসাধারণ ডিজাইনের বায়োডাটা ফ্রিতে পাওয়া সত্যিই দারণ ব্যাপার। আপনার যোগ্যতা, দক্ষতা, ব্যক্তিগত তথ্যসহ সব ধরণের তথ্যই এই বায়োডাটায় সুন্দর করে বসিয়ে দিতে পারবেন।
নিচের বাটনটিতে ক্লিক করে মূল ওয়েবসাইটের ডাউনলোড পেজে যান। সেখানে ‘I want this’ লেখা সম্বলিত সবুজ রঙের একটি বাটন দেখতে পাবেন। এই বাটনের উপরে ডলারের চিহ্ন এবং বাটনের নিচে ফাইল সাইজের একটি টেবিলে দেখতে পাবেন। আপনি যদি এই সবুজ বাটনে ক্লিক করেন, তাহলে মাউসের কার্সারটি স্বয়ংক্রিয়ভাবে ডলারের টেবিলটিতে যাবে।
আপনি এখানে মূল্য নির্ধারণ না করলে, ডাউনলোড কাজ করবে না। সুতরাং, ‘$ 00’ মূল্য নির্ধারণ করুন, তারপর নিচের বাটনে ক্লিক করুন। আপনি এখন বাম পাশে ২টি সোশাল সাইটের বাটন দেখতে পাবেন এবং একটি ইমেইল ইনপুট বাক্সও দেখতে পাবেন, যার নিচে Get লেখা একটি সবুজ বাটন আছে। আপনি এখন আপনার ই-মেইল আইডিটি ইনপুট করার পর, নিচের বাটনে ক্লিক করুন এবং অতঃপর ফাইলটি পাবেন।
এই ফ্রি ক্রিয়েটিভ বায়োডাটা টেমপ্লেট এর ডাউনলোড ফাইলের সাথে, আপনি পিএসডি এবং ডক ফরম্যাট, কভার পৃষ্ঠা, বায়োডাটা এবং পোর্টফোলিও পাবেন।
ফ্রি বায়োডাটা টেমপ্লেট – পিএসডি ও এআই ফরমেট
একটি বায়োডাটা টেমপ্লেটে অনেক ফরম্যাট থাকে যেখানে গ্রাফিক্স ডিজাইনারা পিএসডি এবং এআই ফরম্যাটটি সবচেয়ে বেশি ব্যবহার করেন। ম্যাট-পিটার নামের একজন ডিজাইনার এই বায়োডাটাটি ডিজাইন করেছেন এবং পিএসডি ও এআই ফরমেটে ক্রিয়েটিভ বুস্টার নামের একটি ওয়েবসাইটে আপলোড করেছেন, যেখান থেকে আপনি এটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড ফাইলটিতে একটি বায়োডাটার সঙ্গে একটি কভার লেটারও রয়েছে, কিন্তু আপনি সরাসরি এই টেমপ্লেটটি ডাউনলোড করতে পারবেন না। এজন্য আপনাকে ই-মেল দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে ‘’Free download via email’ লেখা সবুজ বাটনটিতে ক্লিক করুন। একটি পপআপ উইন্ডো ওপেন হবে।
সেখানে আপনার নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং ইমেল আইডি দিয়ে দিন। এরপর নিচের ‘Continue’ লেখাটিতে ক্লিক করুন। আপনার কাজ শেষ। বাকী কাজ করবে ক্রিয়েটিভবুস্টা। এই ওয়েবসাইটের স্বয়ংক্রিয় সিস্টেমটি আপনার ই-মেইলে পাঠিয়ে দেবে। সেখান থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় এডিট শেষ করে কাঙ্খিত কোম্পানীতে পাঠিয়ে দিন।
ভিনটেজ বায়োডাটা টেমপ্লেট
বায়োডাটাকে যদি আপনি এক পিচ কাগজ ছাড়া আর কিছুই মনে না করেন, তবে আপনি ভুল করবেন। কেননা, বায়োডাটা শুধু আপনার তথ্যই নয়, আপনার রুচি ও সৃজণশীলতারও পরিচায়ক। আপনার জীবনে অনেক কিছু্ই দরকার, আর এ-সব দরকার মেটানোর জন্য আপনার একটি ভাল চাকরি দরকার।
ভাল চাকরির জন্য ভাল মানের বায়োডাটা দরকার না? নিশ্চয়ই, দরকার। এটি তেমনই একটি ভাল মানের বায়োডাটা যা আপনাকে একটি ভাল চাকরি পেতে সাহায্য করবে।
ওয়ার্ড এবং পিডিএফ ফরমেটে ফ্রি বায়োডাটা টেমপ্লেট
এমএস ওয়ার্ড ফরম্যাটে একটি সুদৃশ্য বায়োডাটা টেমপ্লেট পেলে আপনি কি খুশি হবেন না? মাইক্রসফট্ ওয়ার্ডে ডিজাইন করা এটি একটি চমৎকার বায়োডাটা। এমন সুন্দর একটি বায়োডাটা পেলে যে কোন নিয়োগকর্তা আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে আর সেখানে ভাল করলে নিশ্চিত আপনার চাকরি হয়ে যাবে।
এই বায়োডাটাটি যে কোন ধরণের চাকরির জন্যই ফিট। তবে আপনি যদি কোন নিউজ পেপারে চাকরির জন্য এই বায়োডাটাটি ব্যবহার করেন তো খুবই ভাল হবে। কারণ, খেয়াল করে দেখুন, ডিজাইনার এই বায়োডাটায় একটা নিউজ পেপার ফিল তৈরি করেছেন।
ছবি সম্বলিত বায়োডাটা টেমপ্লেট
আপনি যদি আপনার বায়োডাটায় সমস্ত তথ্য অন্তর্ভুক্ত করতে চান আবার ২ পৃষ্ঠার বেশি ব্যবহার করতে না চান, তবে আপনি এই বায়োডাটা টেমপ্লেট নির্বাচন করতে পারেন। আপনি আপনার ব্যক্তিত্বকে, দক্ষতাকে, শিক্ষার পটভূমিকে এবং অভিজ্ঞতাকে এই টেমপ্লেটিতে ব্যবহার করে দেখাতে পারেন।
আপনার বায়োডাটায় আপনার ছবি সংযুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে কোন নিয়োগকর্তাকে আপনার মুখ এবং চেহারা সম্পর্কে ধারণা দিয়ে কাজে নিয়োগের জন্য আগ্রহী করতে পারেন। এই বায়োডাটা টেমপ্লেটটিতে আপনারা ছবি বৃত্তের মাধ্যমে শীর্ষে বাম কোণায় অবস্থান করবে।
আশা করি, উপরে বর্ণিত ১০টি বায়োডাটা ডিজাইন টেমপ্লেট থেকে ইতিমধ্যেই আপনি নিজের জন্যে সবচেয়ে আকর্ষণীয়টি বেছে নিয়েছেন। এবার আপনার প্রয়োজন একটি ভাল মানের কভার লেটার। কাজেই, জেনে নিন কভার লেটার কিভাবে তৈরি করবেন আর সুন্দর একটি কভার লেটার তৈরি করে বায়োডাটার সঙ্গে জুড়ে দিন। এটি আপনার নিয়োগকর্তাকে নি:সন্দেহে মুগ্ধ করবে।
Nazim Uddin says
Nice