পৃথিবীর সর্বত্রই বিজ্ঞান বিরাজমান। বিজ্ঞান ছাড়া এখন কোন কাজ ভাবাই যায় না। সকালের সূর্যোদয় থেকে সন্ধ্যার সূর্যাস্ত পর্যন্ত সব কিছুতেই যেন রয়েছে বিজ্ঞান।
কিন্তু এখনকার সময়েও অনেকেই রয়েছেন যারা এখনও পর্যন্ত বিজ্ঞানের বাইরে। তাছাড়াও বাচ্চারাও থেকে যাচ্ছে বিজ্ঞানের এই অসীম আবিষ্কারের বাইরে। তবে অ্যান্ড্রয়েডের এই যুগে এখন আর বিজ্ঞান শেখা খুব একটা কঠিন কিছু নয়। বিজ্ঞান শেখার জন্যে রয়েছে দারুণ কিছু অ্যাপ।
বিজ্ঞান শেখার অ্যাপ
প্লে-স্টোরে বাচ্চাদের জন্যে অনেকগুলো শিক্ষামূলক অ্যাপ রয়েছে যেগুলো ফ্রিতেই ডাউনলোড করা যায়। সেই সাথে তাদের জন্য বিজ্ঞান শেখার এমন কিছু দারুন অ্যাপস রয়েছে যার মাধ্যমে তারা খুব সহজেই এবং আনন্দের সাথে বিজ্ঞানের বিভিন্ন মজার বিষয় শিখতে পারে।
তো চলুন আর দেরি না করে শুরু করি বাচ্চাদের জন্যে সেরা ৫টি বিজ্ঞান শেখার অ্যাপ সম্পর্কে জানা।
#1. Science Kids – Be Super Scientist!
আপনার বাচ্চাটিকে যদি খেলার মাধ্যমে বিজ্ঞান শেখাতে চান, তবে আজই তাকে এই অ্যাপটি ডাউনলোড করে দিন। আপনার সন্তান সুপার সায়েন্টিস্ট হতে না পারলেও, বিজ্ঞানের যাবতীয় ছোট-খাট বিষয় সে এখনই শিখে ফেলবে অ্যাপটি ব্যবহারের মাধ্যমে।
এটি মূলত একটি সায়েন্স গেম যা বাচ্চাদের মধ্যে বিজ্ঞান বিষয়ে কৌতুহল তৈরি করে তোলে এবং খেলার মাধ্যমে সেই কৌতুহল মিটিয়ে দেয়। ফলে, বাচ্চারা খেলতে খেলতেই বিজ্ঞান শিখে নেয়।
ফুড চেইন বিজ্ঞানের একটি বড় বিস্ময়। আর অ্যাপটির শুরুতেই রয়েছে ফুড চেইন সম্পর্কে বিস্তারিত যা আপনার বাচ্চাকে লিভিং অর্গানিজম থেকে অ্যানার্জি সাইকেল পর্যন্ত সবকিছু শিখিয়ে দেবে।
পৃথিবীতে যে বিলিয়ন বিলিয়ন মাইক্রোবস্ রয়েছে যা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, সেটা আপনার সন্তান অ্যাপের মাধ্যমেই দেখতে পাবে এবং মাইক্রোঅর্গানিজম সম্পর্কে ডিটেইল ধারণা পাবে। যেমন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, অ্যালগে ও প্রোটোজোয়া সম্পর্কে জানবে ও দারুণ মজা পাবে।
অ্যাপটিতে একটি দারুণ গেমিং অপশন রয়েছে যা আপনার বাচ্চাকে দিয়ে একটি শিশু সন্তানকে দুধ, পানি এবং অন্যান্য খাবার খাওয়াবে এবং ধীরে ধীরে বড় করে তুলবে। আর এ সাধারণ গেমটির মাধ্যমে আপনার বাচ্চা শিখে ফেলবে যে মানুষের শরীর কিভাবে বৃদ্ধি পায় এবং কিভাবে শরীরকে ঠিক রাখতে হয়। যে-সব বাচ্চারা খাবার খেতে চায় না, তাদের জন্যে এই অ্যাপটি দারুণ কাজে দেবে, কেননা গেম খেলার মাধ্যমে খাবার খাওয়ার প্রয়োজনীয়তা বুঝবে সে।
#2. Preschool Science 3-6
কারিকুলাম বেজড্ বিজ্ঞান শেখার জন্যে একটি অসাধারণ অ্যাপ এটি যা বাচ্চাদের মজায় মজায় বিজ্ঞান শেখায়। জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক ছড়া শেখানোর মাধ্যমে বাচ্চাদের মাথায় বিজ্ঞানের প্রাথমিক ধারণা ঢুকিয়ে দেয় অ্যাপটি।
অ্যাপটিতে রয়েছে ১৯টি প্রগ্রেসিভ অ্যাক্টিভিটি, অসংখ্য অ্যানিমেল, বার্ড ও ইনসেক্টের কালেকশন। বিভিন্ন ধরণের ভেজিটেবল ও সেগুলো খাওয়ার উপকারিতা সম্পর্কে রয়েছে গেমিং অপশন। আরো রয়েছে সেন্স অব অর্গান, টাচিং অবজেক্ট, ক্লাসরুম থেকে নানা রকম অবজেক্ট খোঁজার গেম, রয়েছে স্কুলে যাওয়ার অবজেক্ট চুজিং অপশন ও ড্রেস ম্যাচিং গেম।
#3. Science Lab for Kids
বিজ্ঞান শেখার সবচেয়ে ভাল উপায় হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্ট। এই অ্যাপটি বাচ্চাদের বিভিন্ন ধরণের বিজ্ঞান বিষয়ক ল্যাব এক্সপেরিমেন্ট করতে সাহায্য করে। এই ধরণের এক্সপেরিমেন্টের বাচ্চারা খুব মজা পায় এবং দ্রুত বিজ্ঞান শিখতে পারে।
Science Lab for Kids অ্যাপটির মাধ্যমে বাচ্চারা বাড়িতে বসেই নানা রকম এক্সপেরিমেন্ট করা শিখে নেবে এবং সেই সাথে দারুণ মজা পাবে। সুতরাং, আপনার সন্তানকে হাতে কলমে বিজ্ঞান শেখাতে চাইলে অসাধারণ এই অ্যাপটি আজই তার ট্যাবে ডাউনলোড করে দিন।
#4. Curiosity
বিজ্ঞান সম্পর্কে সাধারণ তথ্য সম্বলিত একটি অ্যাপস এটি। এই অ্যাপসে আপনি পাবেন বিভিন্ন বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারের কন্টেন্ট এবং সেই রিলেটেড ভিডিও। এর মধ্যে বিজ্ঞান, মনোবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং অন্যান্য আরও বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্যপূর্ণ কন্টেন্ট রয়েছে।
এই অ্যাপ্লিকেশনটি কাস্টমাইজেবল। যার অর্থ হলো আপনি আপনার পছন্দ মতো সেট করতে পারবেন। ফলে সেই রিলেটেড কন্টেন্টও পেতে থাকবেন। এটি এক মিলিয়নেরও বেশি ভিডিও এবং হাজার হাজার কন্টেন্টকে তুলে ধরেছে। সহজগম্য একটি বিজ্ঞান শেখার অ্যাপস এটি।
#5. Feedly
এই অ্যাপসটি হলো আরএসএস রিডার অ্যাপ্লিকেশন। এটি এক জায়গায় বিভিন্ন সংবাদ উৎস একত্রিত করে রাখে। বিজ্ঞান ব্লগ, সাইট, এবং সংবাদ উত্সের একটি ভাণ্ডার বলা যায় এই অ্যাপসটিকে।
সহজ ইন্টারফেসের এই অ্যাপসটি ক্রস প্ল্যাটফর্ম সমর্থনযোগ্য। একই সাথে কাস্টমাইজেশন বৈশিষ্ট্যের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে এর ইন্টিগ্রেশনও রয়েছে।
#6. Khan Academy
বেসিক ধারণার জন্য এই অ্যাপসটি একটি গ্রেট অ্যাপস। প্রচুর পরিমাণের বিষয় নিয়ে একটি অনলাইন লার্নিং অ্যাপ্লিকেশন এটি। গণিত, বিজ্ঞান, অর্থনীতি, এবং আরও অনেক কিছুর অন্তর্ভুক্তি রয়েছে এই বিজ্ঞান শেখার অ্যাপসে।
10,000 এরও বেশি ভিডিওর সংগ্রহশালা এই অ্যাপসটি। সাইন্স ইনফরমেশনের ভাণ্ডার বলা যেতেই পারে একে। খান একাডেমির তাদের অ্যাপে বাচ্চাদের জন্য একটি সংস্করণ রয়েছে যা ২০১৮ সালের আগস্ট মাসে চালু হয়েছিল। সেখানে বাচ্চাদের জন্য বিজ্ঞানের ভাণ্ডার না থাকলেও তাদের শেখার জন্য দারুন এবং চমৎকার কিছু রয়েছে।
#7. Science Journal
গুগলের সাইন্স জার্নাল অ্যাপসটি বিজ্ঞান শেখার জন্য আরও একটি দারুন অ্যাপ্লিকেশন। যদি আপনি এই অ্যাপস দিয়ে এই সম্বলিত কোন কাজ করেন, তাহলে এটি আপনার সেই প্রোগ্রেস রেকর্ড করে রাখবে। এটা দৈনন্দিন গবেষকদের জন্য হয়তো খুব একটা গভীরে নিয়ে যাবে না, তবে এটা ছাত্র এবং বাচ্চাদের জন্য চমৎকার একটি অ্যাপস।
এছাড়াও আপনি আপনার ফোনের বিল্ট ইন সেন্সর ব্যবহার করে আলো, শব্দ, ত্বরণ, বায়ু চাপ এবং আরও অনেক কিছু পরিমাপ করতে পারবেন। তাছাড়াও ব্লুটুথ এনাবেল Arduino এবং Vernier ডিভাইস ব্যবহার করে বাইরের সেন্সরের সাথেও কানেক্ট করতে পারবেন। এসব বৈশিষ্ট্যের কারণে অ্যাপসটি আসলেই অনন্য।
#8. Ted
বিজ্ঞান বিষয়ের উপর দারুন কোন অ্যাপস যদি আপনি খুঁজে থাকেন, তাহলে এটি আপনার সমস্যার সমাধান হতেই পারে। এটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের এবং অন্যদের থেকেও বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং বিভিন্ন সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে তৈরি।
উদাহরণস্বরূপ পুরো শরীরের প্রতিস্থাপন সম্পর্কে একটি ফিচার আছে এখানে। অ্যাপসটি ২,০০০ টিরও বেশি আলোচনা, একটি সমন্বিত পডকাস্ট, ক্রস-ডিভাইস সিঙ্কিং, বুকমার্ক এবং আরও অনেক কিছুকে এক করে উপস্থাপন করে। হয়তো এটি কমপ্লিট এডুকেশন নয় তবে এটি বিজ্ঞান, প্রযুক্তি এবং অন্যান্য অনেক শিল্পের সাম্প্রতিকতম বিষয়ে শ্রবণ করার জন্য একটি চমৎকার স্থান।
আপনি যদি এখনও বিজ্ঞান থেকে অনেক পিছিয়ে থাকেন, তাহলে আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে অক্ষম। আবার একই সাথে যদি বাচ্চারা বিজ্ঞান শেখা থেকে কিংবা জানা থেকে দূরে থাকে তাহলে তারাও পিছিয়ে পড়বে। কিন্তু দারুন দারুন এইসব বিজ্ঞান শেখার অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই বাচ্চাদেরকে বিজ্ঞান শেখাতে পারেন।
শুধু বিজ্ঞান কেন, শেখাতে পারেন অংকও। বাচ্চাদের জন্যে ১০টি অংক শেখার অ্যাপ আপনার সন্তানকে অংকে এক্সপার্ট করে তুলবে। তো আর দেরি না করে ডাউনলোড করে নিন পছন্দের বিজ্ঞান ও অংক শেখার অ্যাপ।
Leave a Reply