মুভি দেখা বর্তমান সময়ে সবচেয়ে সেরা বিনোদন মাধ্যম। আমরা কম বেশি প্রত্যেকেই মুভি দেখি আর সবাই যে শুধু বাংলা মুভি দেখি, তা নয়। ইংরেজি, হিন্দি, চাইনিজ, কোরিয়ান ইত্যাদি নানা ভাষার মুভিও প্রচুর দেখি। কিন্তু সবাই তো আর সব ভাষা জানি না। তাই, দরকার বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখার অপশন।
বিদেশী ভাষার মুভি আমরা বেশিরভাগই অর্থ না বুঝে শুধু দেখেই যাই। হিন্দি কিংবা ইংরেজী যদিও আমরা অনেকেই মোটামুটি বুঝি, কিন্তু অন্যান্য ভাষার ক্ষেত্রেই দেখা দেয় সমস্যা। যেমন, আপনি যদি সেরা কিছু জাপানিজ রোমান্টিক মুভি দেখতে চান, তবে জাপানি ভাষা না জানার কারণে আপনি মুভিগুলোর প্রকৃত মজাটা পাবেন না।
তাই, আমি আজ আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যার মাধ্যমে আপনি যে কোন ভাষার মুভি বাংলাতেই উপভোগ করতে পারবেন। এ জন্যে প্রয়োজন বাংলা সাবটাইটেল।
বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখুন
বাংলা সাবটাইটেল দিয়ে অন্য ভাষার মুভি দেখার বিষয়টি হয়ত আমরা অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না। যেমন, আমরা অনেকেই জানি না যে, বিদেশী মুভির বাংলা সাবটাইটেল তৈরি করার উপায় আছে এবং ইচ্ছে করলে যে কেউই নিজে নিজে সাবটাইটেল তৈরি করতে পারবেন।
যাইহোক, আমরা যারা বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখার ব্যাপারটি জানি, তাদের তো সমস্যাই নেই। আর যারা জানি না, তাদের জন্যই এই জানার ব্যবস্থা। সুতরাং, জেনে নিন কিভাবে বাংলা সাবটাইটেল দিয়ে বিদেশী ভাষার মুভি দেখবেন।
সাবটাইটেল দিয়ে মুভি দেখার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে যা যা লাগবে-
MX player – নামের উপর ক্লিক করে সোর্স পেজ থেকে ডাউনলোড করে নিন।
ZArchiver app – এটার ক্ষেত্রে শিরোনামের উপর ক্লিক করে ডাউনলোড করে নিন।
অ্যাপ দুটি আপনি প্লেস্টোরেও পাবেন।
প্রক্রিয়া ১: প্রথমে আপনার কাঙ্খিত মুভিটির নাম দেখে নিন। এবার মুভির নাম ও সাবটাইটেল লিখে গুগলে সার্চ দিন। যেমন , টাইটানিক মুভির জন্য Titanic movie bangla subtitle, ফরেস্ট গাম্প মুভির জন্য Forrest Gump movie bangla subtitle ইত্যাদি। সার্চ দিলে আপনি অনেকগুলো লিংক পাবেন, যে কোন লিংক থেকে সাবটাইটেলটি ডাউনলোড দিন। সাবটাইটেলটি আপনার ফোনে .zip ফাইল আকারে সেভ হবে।
প্রক্রিয়া ২: এখন আপনাকে পূর্বের ডাউনলোড কৃত zip ফাইলটি এক্সট্রাক্ট (extract) করতে হবে। এজন্য ZArchiver অ্যাপটির প্রয়োজন হবে। ZArchiver অ্যাপটি ওপেন করে ডাউনলোড কৃত zip ফাইলের ওপর ক্লিক করলে Extract here নামক একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করলে আপনার ফাইলটি .srt ফাইল আকারে এক্সট্রাক্ট হবে।
প্রক্রিয়া ৩: এখন এমএক্স প্লেয়ারে কাঙ্খিত মুভিটি ওপেন করুন। স্ক্রীনের ডান পাশের ওপরে তিনটি ফোটা যুক্ত একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে সাবটাইটেল (Subtitle) নামক অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ওপেন (Open) অপশন দেখতে পাবেন। ওপেনে ক্লিক করে .srt ফাইলটি ওপেন করুন।
ব্যাস, আপনার কাজ শেষ, এখন সাবটাইটেলসহ মুভিটি উপভোগ করুন। মুভির প্রত্যেকটি শব্দ আপন ভাষায় অনুধাবন করুন।
বিশেষ দ্রষ্টব্য: এভাবে সাবটাইটেল উপভোগের আগে আপনি মোবাইলের ডাটা কানেকশন অন করে MX player> 3 dotted option> Subtitle > Online Subtitles> Search ডিরেক্টরি থেকেও ইংরেজি সাবটাইটেল পেতে পারেন।
শাহরিয়ার আহমেদ says
যারা ইংরেজি বাদেও অন্যান্য ভাষা বোঝেনা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। লেখককে ধন্যবাদ 🙂
bsubtitle says
মুভিপ্রেমীদের জন্যে অনেক উপকারী একটি পোস্ট। বিশেষ করে যারা বাংলায় উপভোগ করতে চান অন্যান্য ভাষার মুভি, তাদের জন্যে খুবই হেল্পফুল একটি লেখা।
ইকরাম says
বাংলা সাবটাইটেল যুক্ত করে ইংরেজী বা অন্য ভাষার মুভি দেখার মজাই আলাদা। আর এ উপায়টি জানানোর জন্যে আপনাদেরকে ধন্যবাদ।