বাংলা ভাষায় গুগল অ্যাডসেন্স চালু হওয়ার পর থেকেই বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। যারা বাংলায় ব্লগিং করছেন কিংবা ইউটিউবের জন্যে ভিডিও তৈরি করছেন, তাদের জন্যে এটা এখন অপরিহার্য্য হয়ে উঠেছে। কারণ, প্রতিটি ব্লগ পোস্টেরই কিওয়ার্ড ঠিক করতে হয় এবং সেই কিওয়ার্ডকে অপটিমাইজ করতে হয়।
এছাড়াও, প্রতিপক্ষের কন্টেন্টকে পেছনে ফেলে নিজের কন্টেন্টকে সামনে আনতে হলে, কিওয়ার্ড রিসার্চ করার দরকার হয়। একই টপিকে অনেকেই লিখেছেন, তাদের লেখা এখন গুগল সার্চ রেজাল্টের শুরুর দিকে রয়েছে। এখন কেউ যদি সেই একই টপিকে আবার লিখতে চান, তবে অন্যদের লেখাকে বিট দেয়ার জন্যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
শুধু ব্লগ কন্টেন্টই নয়, যে কোন ব্যবসায়িক ওয়েবসাইট কিংবা প্লাটফর্মের জন্যেও কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ব্যবসা মানেই বিক্রি; হোক সেটা পণ্য কিংবা সার্ভিস বিক্রি। আর বিক্রির জন্যে প্রয়োজন ওয়েবসাইটকে র্যাংক করানো। আর র্যাক করানোর জন্যে প্রয়োজন এসইও। এসইওর জন্যে প্রয়োজন কিওয়ার্ড রিসার্চ।
ইংরেজীতে কিওয়ার্ড রিসার্চ করার অনেক টুল রয়েছে। আর আমাদের দেশ থেকে যারা ইংরেজীতে ব্লগিং করেন কিংবা এফিলিয়েট মার্কেটিং করেন, তাদের সবাই এগুলোর কোন না কোনটি ইউজ করেন। আর খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন, কোন সমস্যা হয় না।
সমস্যা হয় বাংলা ভাষায় কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে। কারণ, কিওয়ার্ড রিসার্চের এই টুলগুলো দিয়ে বাংলায় রিসার্চ করা যায় না। করতে গেলে হয় দেখাবে Keyword Not Found, না হয় Invaild Keyword কিংবা এ জাতীয় অন্য কোন কিছু। তাহলে বাংলায় কি কি-ওয়ার্ড রিসার্চ করা যাবে না?
অবশ্যই যাবে। ইংরেজীতে রিসার্চের জন্যে সবগুলো টুল কাজ করলেও বাংলায় সেগুলো কাজ করছে না। তবে এমন একটি কিওয়ার্ড রিসার্চ টুল রয়েছে যা বাংলাও কাজ করে। অর্থাৎ, এ টুল দিয়ে বাংলায় রিসার্চ করা যায়। আজ আপনাদেরকে সেই টুলটির সঙ্গে পরিচয় করিয়ে দেবো।
বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার টুল
এই টুলটির নাম Keyword Tool, এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে হংকং এ অবস্থিত Key Tools Limited নামের একটি প্রতিষ্ঠান। এই কিওয়ার্ড টুলটির বর্তমান গ্লোবাল অ্যালেক্সা র্যাংক ৪০৫০। সুতরাং, বুঝতেই পারছেন এটি কতটা জনপ্রিয়।
অন্যান্য জনপ্রিয় টুলগুলোর বেশিরভাগই ইংলিশ ছাড়া অন্য কোনও ভাষা সাপোর্ট করে না। আর এ টুলটি এখন পর্যন্ত ৪৭টি ভাষা সাপোর্ট করছে। সংখ্যাটি বাড়ানোর জন্যে অর্থাৎ আরো ভাষা যুক্ত করার জন্যে Key Tools Limited অনবরত কাজ করে যাচ্ছে।
যাইহোক, আসুন দেখি এই টুল দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। প্রথমে নিচের বাটনে ক্লিক করে Keyword Tool এর ওয়েব অ্যাপ্লিকেশনে যান।
ছবিটি দেখুন, আপনি এভাবেই ওয়েব অ্যাপ্লিকেশনটি দেখবেন। উপরে রয়েছে কোথায় সার্চ করতে চান, তার ক্যাটেগরি লিস্ট। প্রথমে আছে গুগল, এটিই সবার সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি যদি ওয়েবসাইটের জন্যে কিওয়ার্ড রিসার্চ করতে চান, তবে এই ডিফল্টিই আপনার প্রয়োজন। কাজেই, এখানে আপনাকে কিছুই করতে হবে না।
এরপর আছে ইউটিউব, যারা ভিডিও তৈরি করছেন এবং কি-ওয়ার্ড অ্যানালাইস করতে চান, তারা ক্লিক করে এটি সিলেক্ট করে দিন। তারপরে থাকা বিং, আমাজন, ইবে, প্লে-স্টোর, ইনস্টাগ্রাম ও টুইটার কারোই কাজে লাগবে না বলেই মনে করি। সুতরাং, আপনি যদি চান কোন কিওয়ার্ডের গুগল সাজেশন চান, তবে ডিফল্টটি ইউজ করুন। আর যদি চান, ইউটিউব সাজেশন তবে ইউটিউব সিলেক্ট করে দিন।
এবার আসুন ভাষা বিষয়ে। ডানপাশে দেখতেই পাচ্ছেন ভাষা হিসেব গ্লোবাল ল্যাংগুয়েজ ইংলিশ দেয়া আছে। এই বক্সের ডানে থাকা ডাউন অ্যারোতে ক্লিক করে Bangladesh/ Bengali – বাংলা সিলেক্ট করে দিন।
এরপর সার্চ এর ঘরে আপনি যে কিওয়ার্ডটি রিসার্চ করতে চান সেটি লিখে এন্টার চাপুন অথবা ডানের সার্চ আইকনটিতে ক্লিক করুন। আর আপনার কাংখিত কিওয়ার্ড রেজাল্ট দেখুন।
যেমন, আমি এখানে আর্টিকেল রাইটিং লিখে সার্চ দিলাম। আর টুলটি আমাকে কি কি কিওয়ার্ড সাজেস্ট করছে তা নিচের ছবিতে দেখুন।
নিশ্চয়ই খেয়াল করেছেন যে, আর্টিকেল রাইটিং রিলেটেড ৭টি কিওয়ার্ড সাজেশনে শো করছে। কোনও কোন কিওয়ার্ডের ক্ষেত্রে এই টুলটি ২০ থেকে ৩০টি কিওয়ার্ডও সাজেস্ট করে থাকে।
তবে, অপূর্ণতার বিষয় একটাই সেটা হচ্ছে এটি সার্চ ভলিউম শো করে না। সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি এবং কম্পিটিশন দেখতে হলে প্রো ভার্সণ সাবস্ক্রাইভ করতে হবে। তিন ক্যাটেগরির সাবস্ক্রিপশন রয়েছে। প্রো বেসিক, প্রো প্লাস, প্রো বিজনেস যেগুলো যথাক্রমে মাসে ৬৯, ৭৯ ও ১৫৯ ডলার।
আপনার কি মনে বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার জন্যে প্রতি মাসে এই পরিমাণ টাকা ব্যয় করার আদৌ কোন প্রয়োজন আছে? আমি অন্তত মনে করি না। আপনিও যদি আমার সঙ্গে একমত হন, তবে সার্চ ভলিউম কিংবা কম্পিটিশন অ্যানালাইসিসের কথা বাদ দিন। বাংলায় এতটা ডিপ রিসার্চের প্রয়োজন হয় না।
আর হ্যাঁ, সাজেশন করা কি-ওয়ার্ড লিস্টটি চাইলে আপনি সেভ করে রাখতে পারবেন। ডানপাশের নিচে দেখুন কমলা রঙের একটি পপ আপ উইন্ডো যাতে Copy/ Export All লেখা রয়েছে। আর একটু ডানে একটি আপ অ্যারো সাইন রয়েছে। অ্যারোটিতে ক্লিক করলে ৩টি অপশন পাবেন।
- কপি টু ক্লিপবোর্ড
- এক্সপোর্ট টু সিএসবি
- এক্সপোর্ট টু এক্সেল
আপনার সুবিধা মতো যে কোন অপশন ইউজ করে কি-ওয়ার্ড লিস্টটি সেভ করে নিতে পারেন।
হ্যাপি কি-ওয়ার্ড রিসার্চিং।
Ishak Mahmud says
ধন্যবাদ আপনাকে, যদিও আগে Neil patel এর ওয়েবসাইট থেকে বাংলা কিওয়ার্ড টুলস এসইওতে কাজে লাগাতাম, এখন অবশ্য আপনার মাধ্যমে আরেকটি বাংলা কিওয়ার্ড টুলস এর সন্ধান মিলে গেলো।
এস এম আশরাফুল ইসলাম says
ধন্যবাদ। আগে গুগলের কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতাম। কিন্তু এটি এখন আর আগের মতো সহজে ব্যবহার করা যায় না।
Olidur Rahman says
ধন্যবাদ, বাংলা কি-ওয়ার্ড রিসার্চের জন্যে এ-রকম একটি টুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
Md Abdus Satter Khan says
বাংলায় এখন প্রচুর ওয়েবসাইট রয়েছে। বিশ্ব জুড়ে বাংলা ভাষাকে অবাধে পৌঁছে দেয়ার জন্যে ওয়েবসাইটগুলো খুব ভালভাবে কাজ করছে। বাংলায় ওয়েবসাইট বাড়ার পাশাপাশি বেড়েছে কন্টেন্ট প্রতিযোগীতাও। তাই, কন্টেন্ট লেখার আগে কি-ওয়ার্ড রিসার্চ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু রিসার্চ করার টুলের সংখ্যা নেই বললেই চলে। এর মাঝে এ রকম একটি কার্যকরী টুলের সন্ধ্যান দেয়ার জন্যে হৈচৈ বাংলাকে ধন্যবাদ।
সাইফ says
ধন্যবাদ হৈচৈ বাংলাকে, বাংলায় কি-ওয়ার্ড রিসার্চের জন্যে এরকম একটি টুলস খুঁজছিলাম।
মামুন সরকার says
বাংলা ভাষায় কি-ওয়ার্ড নিয়ে টিউটোরিয়ালটি অসাধারণ। আসলে আমাদের ব্লগিং কমিউনিটির সবাই জিনিয়াস। সিনিয়রদের কাছ থেকে এ-রকম আর্টিকেলই কাম্য। আপনাদের এমন অসাধারণ টিউটোরিয়াল আমাদের মতো নতুনদের অনুপ্রেরনা যোগায়। শুভ কামনা রইলো। এগিয়ে যান। প্রয়োজনে আমাদের দিকেও একটু সুনজর দিয়েন। ভালো থাকবেন।