আপনি ছাত্র, চাকুরিজীবি, বেকার কিংবা গৃহিনী যা-ই হোন না কেন, আপনার হাতে যদি দৈনিক ২/৩ ঘন্টা ব্যায় করার মত সময় থাকে, তবে আপনি আমাদের ওয়েবসাইটে বাংলায় আর্টিকেল লিখে আয় করতে পারেন, আর সেই আয় বিকাশের মাধ্যমে তুলে নিতে পারেন।
আপনার লেখা আপনার নামেই ছাপা হবে, ছবি এবং বায়োগ্রাফিসহ। উপরন্তু লেখার জন্য আপনাকে সন্মানী দেয়া হবে।
সন্মানীর পরিমাণ: প্রতি ১০০০ ওয়ার্ডের লেখার জন্যে ১০০ টাকা। লেখা ছোট-বড় হলে একই হিসেবে পেমেন্ট আসবে। যেমন, ৯০০ ওয়ার্ডের জন্যে ৯০ টাকা, ৮০০ ওয়ার্ডের জন্যে ৮০ টাকা, ১১০০ ওয়ার্ডের জন্যে ১১০ টাকা, ১২০০ ওয়ার্ডের জন্যে ১২০ টাকা।
সন্মানি পাবেন যেভাবে
প্রাথমিক পর্যায়ে সন্মানী নিতে হবে বিকাশের মাধ্যমে। আপনার নাম্বারটি বিকাশ করা না থাকলে, পেমেন্ট নেয়ার জন্য অবশ্যই বিকাশ করে নিন। ঝামেলা এড়াতে আমরা কোনও দোকানের নাম্বারে বিকাশ করবো না। আর বিকাশের খরচ আমরাই বহন করবো। আপনার সন্মানী আপনি সম্পূর্ণটাই পাবেন।
একটা লেখা ছাপা হলেই আপনি সন্মানি চাইতে পারবেন। কিংবা আপনার সন্মানি একটা রাউন্ড ফিগারে পৌঁছালেও আপনি সন্মানি চাইতে পারেন। আর সন্মানি চাওয়ার ২৪ ঘন্টার মধ্যে (ওয়ার্কিং আওয়ার) আপনার সন্মানি আপনার নাম্বারে বিকাশ করে পাঠিয়ে দেয়া হবে।
বিশেষ নোট: আমাদের এই নিয়মটি পরিবর্তণ করা হয়েছে। এই লেখাটি ছিল ২০১৭ সালের ফেব্রুয়ারীর ৩ তারিখের। আর ২০১৮ সালের সেপ্টেম্বরের ১৮ তারিখে লেখকদের জন্যে একটি বিশেষ নোটিশবোর্ড এর মাধ্যমে পরিবর্তণের কথা জানিয়ে দেয়া হয়েছে। সুতরাং, লেখার আগে অবশ্যই নোটিশবোর্ডটি পড়ে নিন।
সন্মানি চাইবেন যেভাবে
নিচের ছবির মত একটি এক্সেল শিট বানিয়ে নিন। সেখানে আপনার নাম, পোস্টের সিরিয়াল, পোস্টের টাইটেল, শব্দ সংখ্যা, টাকার অংক লিখে আমাদের ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিন।
বিশেষ নোট: এই নিয়মটিও পরিবর্তিত হয়েছে। আপনাকে বিল পাঠাতে হবে না। কারণ, আমাদের কাছে লেখকদের নামে লগ রাখা হচ্ছে। কাজেই, আপনি শুধু বিল চাইবেন, আর আমরা আপনার নামের লগ চেক করে পাঠিয়ে দেবো।
লেখার জন্য আপনার যা যা লাগবে-
- ইংরেজী পড়ে বোঝা ও বাংলায় গুছিয়ে লেখার যোগ্যতা
- অভ্র বা ইউনিকোডে লিখতে পারা
- ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার
নোট-১: লেখার টপিক নিতে হবে ইংরেজী সোর্স থেকে। হাজার হাজার ওয়েবসাইট আছে, যে কোন ওয়েবসাইট থেকে আপনার ইচ্ছেমত টপিক নিতে পারবেন। আর সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের মত করে বাংলায় গুছিয়ে লিখতে পারবেন। এজন্য, ইংরেজী পড়ে বুঝতে পারার সাধারণ যোগ্যতা লাগবে।
নোট-২: আমাদের ওয়েবসাইটের ফন্ট ইউনিকোড, সুতরাং লিখতে হবে ইউনিকোডে, বিজয় দিয়ে লিখলে হবে না। আপনি যদি একান্তই ইউনিকোডে না লিখতে পারেন, তবে বিজয় দিয়ে লিখে ইউনিকোডে কনভার্ট করে নিতে পারেন। বানান ভুল না থাকলে আমাদের কোন সমস্যা নেই।
নোট-৩: নিজের লেখা নিজেকেই ছবিসহ সাজিয়ে সাবমিট করতে হবে যা মোবাইলে করা সম্ভব নয়। সুতরাং, কম্পিউটার থাকতে হবে। লেখা প্রকাশের জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটের পাবলিশিং টুলের অ্যাক্সেস দেয়া হবে। সেখানে আপনি নিজেই লেখা সাবমিট করতে পারবেন। আপনি হয়তো মোবাইলে লিখতে পারবেন, কিন্তু ছবিসহ কিছু কাজ আছে, যেগুলো মোবাইলে করতে পারবেন না। সুতরাং, কম্পিউটার থাকা জরুরী।
উপরোক্ত প্রয়োজনীয় বিষয়গুলোর যে কোনটির ঘাটতি থাকলে, দয়া করে রেজিস্ট্রেশন করবেন না। যাদের এই বিষয়গুলো রয়েছে, তারাই কেবল রেজিস্ট্রেশন করবেন এবং নিয়মিত লিখবেন।
যে-সব বিষয় নিয়ে লিখতে পারবেন
বিশেষ নোট: নিচের নিয়ম-কানুনগুলোর ক্ষেত্রেও আমরা কিছুটা পরিবর্তণ এনেছি। আপনি যদি আমাদের সাইটে লেখার জন্যে মনস্থির করে থাকেন, তবে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে একটা মেসেজ দিয়ে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন। সেই সাথে, আপনার পছন্দের ক্যাটেগরিও উল্লেখ করুন। তাহলে, টেস্ট হিসেবে আপনাকে আমরা একটা টপিক দেবো। সেটি লিখে আমাদেরকে admin@hoicoibangla.com এই ইমেলে পাঠিয়ে দেবেন। আপনার লেখা পছন্দ হলে আপনাকে আমরা নিয়মিত টপিক দিতে থাকবো। একটা সময় আপনি নিজেও টপিক ঠিক করে লিখতে পারবেন যা সম্পর্কে নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
আমাদের ওয়েবসাইটে যে-সব ক্যাটেগরি আছে, সে-সব ক্যাটেগরির যে কোনটিতেই লিখতে পারবেন। এক নজরে দেখে নিন কি কি ক্যাটেগরি আছে-
১. অনলাইনে আয়
- আউট সোর্সিং
- কন্টেন্ট রাইটিং
- এফিলিয়েট মার্কেটিং
- ডিজিটাল মার্কেটিং
- অ্যাডসেন্স
- ইউটিউব
২. মোবাইল ম্যানিয়া
- স্মার্টফোন রিভিউ
- স্মার্টফোন টিউটোরিয়াল
- অ্যাপস্ রিভিউ
- গেমস্ রিভিউ
৩. ডিজাইন ডেস্ক
- গ্রাফিক্স ডিজাইন
- ওয়েব ডিজাইন
- ওয়ার্ডপ্রেস
৪. টেক ট্রেন্ড
- টেক নিউজ
- টেক টিউটোরিয়াল
- নলেজ ব্যাংক
- পিসি হেল্প
- সোশ্যাল মিডিয়া
- প্রয়োজনীয় সফটওয়্যার
৫. খেলার খোঁজ
- স্পোর্টস্ টিপস্
৬. লিভিং লাইফ
- বিজনেস বুক
- এডু-এইড
- হেলথ্ হ্যাক
- মুভি ম্যানিয়া
- সম্পর্কের সাম্পান
এবার আসুন, কোন ক্যাটগরিতে কি কি বিষয় নিয়ে লিখতে পারবেন, সে সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক-
১. অনলাইনে আয়
অনলাইনে আয়ের যতগুলো মাধ্যম আছে, লিখতে পারেন তার সবগুলো নিয়েই। তবে অবশ্যই সেটা সত্য, বাস্তব সন্মত এবং আমাদের দেশের জন্য উপযোগী হতে হবে।
এছাড়া, এই ক্যাটেগরির আন্ডারে থাকা সাব-ক্যাটেগরিগুলোতে যা যা লিখবেন-
আউটসোর্সিং ক্যাটেগরিতে আউটসোর্সিং ওয়েবসাইটের সোর্স, পরিচিতি, টিউটোরিয়ালসহ আউটসোর্সিং রিলেটেড যে কোন লেখা লিখতে পারেন।
কন্টেন্ট রাইটিং ক্যাটেগরিতে আর্টিকেল রাইটিং এর ওপরে বিভিন্ন টিপস্ কিংবা রাইটিং স্কোপ নিয়ে লিখতে পারেন। মূলত, এই ক্যাটেগরিতে লেখা-লেখি সংক্রান্ত যে কোন বিষয় নিয়ে লিখতে পারেন। লেখা-লেখি করে কিভাবে আয় করা যায়, কোথা থেকে আয় করা যায়, লেখা-লেখির জন্যে কি কি প্রয়োজন, ইত্যাদি নানা বিষয় নিয়েই লিখতে পারেন কন্টেন্ট রাইটিং বিভাগে।
এফিলিয়েট মার্কেটিং বিভাগে এফিলিয়েট সম্পর্কিত যে কোন লেখা লিখতে পারেন।
ডিজিটাল মার্কেটিং ক্যাটেগরিতে টিউটোরিয়াল, গাইডলাইনসহ ডিজিটাল মার্কেটিং এর যতগুলো শাখা-প্রশাখা আছে সব নিয়ে লিখতে পারেন।
অ্যাডসেন্স ক্যাটেগরিতে অ্যাডসেন্স রিলেটেড আর ইউটিউব ক্যাটেগরিতে ইউটিউব রিলেটেড যে কোন লেখা লিখতে পারেন।
২. মোবাইল ম্যানিয়া
মোবাইল সম্পর্কিত যে কোন লেখা লিখতে পারেন এই ক্যাটেগরিতে। এই ক্যাটেগরির সাব-ক্যাটেগরি স্মার্টফোন টিউটোরিয়াল ক্যাটেগরিতে কী লিখবেন সেটা বুঝতেই পারছেন। ‘কি এবং কিভাবে’ জাতীয় যে কোন টিউটোরিয়াল নিয়ে লিখতে পারেন।
স্মার্টফোন রিভিউ ক্যাটেগরিতে যে কোন স্মার্টফোনের ভাল-মন্দ, ফিচার, অন্য মোবাইলের সঙ্গে তুলনাসহ আনুসঙ্গিক সবকিছু নিয়ে লিখতে পারেন। ধরাযাক, আপনি স্যামসাং এর একটি নতুন মোবাইল কিনেছেন, এ মোবাইলের সব ফিচার এবং আপনার ব্যবহারের অভিজ্ঞতাসহ লিখতে পারেন একটি দারুণ রিভিউ।
অ্যাপস্ ক্যাটেগরিতে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্যে বিভিন্ন রকম অ্যাপস্ এর রিভিউ লিখতে পারেন, লিখতে পারেন লিস্টিং টাইপের লেখা। আর গেমস্ ক্যাটেগরিতেও একই ধরণের লেখা লিখতে পারেন। এ রকম অনেক লেখা আছে আমাদের ওয়েবসাইটে, কয়েকটা পড়ে আইডিয়া নিয়ে নিন।
মোবাইল অপারেটর বিভাগে লিখতে পারেন আমাদের দেশের সব মোবাইল অপারেটরের ভাল মন্দ, সুবিধা অসুবিধা, কোন নির্দিষ্ট সার্ভিসের বিপরীতে অপারেটরগুলির তুলনামূলক প্রার্থক্যসহ নানা বিষয়ে লিখতে পারেন। এমনকি কোন একটা বিশেষ সার্ভিসের ক্ষেত্রে আপনার ভোগান্তি বা অভিজ্ঞতাও তুলে ধরতে পারেন। বিভিন্ন অপারেটরে এ সপ্তাহের বিশেষ অফার- এ জাতীয় লেখাও লিখতে পারেন।
৩. ডিজাইন ডেস্ক
আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে বিভিন্ন রকম ডিজাইনের উপর টিউটোরিয়াল লিখতে পারেন। আর যদি না হন, তাহলে বিভিন্ন ডিজাইনের লিস্টিং করতে পারেন। আপনি ওয়েব ডিজানইনার হলে, নতুনদের জন্য এসটিএমএল-সিএসএস নিয়ে টিউটোরিয়াল লিখতে পারেন। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হন, তবে ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপমেন্টসহ নানা রকম সমস্যার সমাধান নিয়ে লিখতে পারেন।
৪. টেক ট্রেন্ড
অনেকগুলো সাব-ক্যাটেগরি আছে। দেখে নিন কোন ক্যাটেগরিতে কি ধরণের লেখা প্রকাশিত হচ্ছে এবং সেই ধরণের লেখা লিখুন। যেমন, একটি ক্যাটেগরি হচ্ছে পিসি হেল্প। আর এই ক্যাটেগরিতে আপনি কম্পিউটার রিলেটেড যে কোন লেখা লিখতে পারেন। আর সবগুলো ক্যাটেগরি তো নামের মাধ্যমেই বুঝাই যাচ্ছে। এগুলোতে জানা-অজানা, টিউটোরিয়াল, গাইডলাইনসহ ক্যাটেগরির সঙ্গে সম্পর্কযুক্ত যে কোন লেখাই লিখতে পারেন।
ব্লগিং রিলেটেড যে কোন লেখা লিখতে পারেন। আর সাব-ক্যাটেগরিগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসের জন্য টিউটোরিয়াল, থিম ও প্লাগিন নিয়ে লিখতে পারেন, ব্লগারের জন্য টিউটোরিয়াল, কাস্টোমাইজেশন, টেমপ্লেট লিস্টিং নিয়ে লিখতে পারেন। জুমলার ক্ষেত্রেও টিউটোরিয়াল, জুমলা টেমপ্লেট ও কাস্টোমাইজেশন নিয়ে লিখতে পারেন।
ওয়েব হোস্টিং ক্যাটেগরিতে হোস্টিং বিষয়ক যে কোন লেখা লিখতে পারেন। যারা হোস্টিং এর ব্যবসা করেন তারা নিজেদের কোম্পানী প্রমোটের জন্য আর্টিকেল লিখতে পারেন। যদি পেমেন্ট নিতে চান তো লিংক ব্যাক নিতে পারবেন না, আর লিংক ব্যাক চাইলে পেমেন্ট চাইতে পারবেন না।
কন্টেন্ট রাইটিং ক্যাটেগরিতে আর্টিকেল রাইটিং এর ওপরে বিভিন্ন টিপস্ কিংবা রাইটিং স্কোপ নিয়ে লিখতে পারেন। ইউটিউব ক্যাটেগরিতে ইউটিউব থেকে আয় করার উপায়, আয় বাড়ানোর উপায়, সফল ইউটিউবারসহ যে কোন লেখা লিখতে পারেন।
অ্যাডসেন্স ক্যাটেগরিতে লিখতে পারেন অ্যাডসেন্সের নিয়ম-কানুন, আপডেট, অ্যাডসেন্স থেকে কারা কেমন আয় করছে, সফলতার গল্পসহ আরো অন্যান্য অনেক বিষয়ে লিখতে পারেন।
আর সোশাল মিডিয়ায় লিখতে পারেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, হোয়াটস্অ্যাপসহ সব সোশাল মিডিয়ার নতুন ফিচার, টিপস্ এন্ড ট্রিকস্ সহ নানা বিষয়ে।
৫. খেলার খোঁজ
এই বিভাগে খেলার খোঁজ-খবর ছাড়াও খেলোয়াড়দের জন্যে টিপস্ নিয়ে লিখতে পারেন।
৬. লিভিং লাইফ
এই ক্যাটেগরির আন্ডারে ৫টি সাব-ক্যাটেগরি রয়েছে। প্রতিটি ক্যাটেগরিতে গিয়ে দেখে নিন কী ধরণের লেখা প্রকাশিত হচ্ছে। আপনিও ওই ধরণের লেখাই লিখুন।
লেখা হতে হবে সম্পূর্ণ ইউনিক
আমাদের ওয়েবসাইটে কী কী বিষয়ের উপর লিখতে পারবেন সে সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট টুকে রাখুন মাথার মধ্যে, প্রয়োজনে কাগজে-কলমেও লিখে রাখতে পারেন।
আপনার লেখায় একটা লাইনও যদি ডুপ্লিকেট থাকে, তবে আপনার লেখা তো পাবলিশ করা হবেই না উপরন্তু আপনাকে আমাদের ওয়েবসাইটে আজীবনের জন্য ব্যানড্ করা হবে। অর্থাৎ আর কোনদিনই আপনি আমাদের সাইটে লিখতে পারবেন না।
ডুপ্লিকেট থেকে বাঁচার জন্য আপনি যা যা করতে পারেন-
১. এমন টপিক বেছে নিন যা নিয়ে এখন পর্যন্ত বাংলায় লেখা হয়নি। এটা মোটেই কঠিন কিছু নয়, হাজার হাজার ইংরেজী ওয়েবসাইট রয়েছে যেগুলোতে লাখ লাখ আর্টিকেল রয়েছে, আমাদের সাইটে থাকা টপিক রিলেটেড যে কোন ওয়েবসাইট থেকে আপনি টপিক বেছে নিতে পারেন। লেখার জন্য আপনার ঠিক করা টপিকটি বাংলায় সার্চ দিয়ে দেখে নিতে পারেন এ বিষয়ে কোথাও কোন লেখা আছে কিনা। না থাকলে সেটি ইউনিক, সুতরাং দেরি না করে লিখে ফেলুন। এ রকম ইউনিক টপিকের লেখাগুলোকে আমরা গুরুত্ব সহকারে পাবলিশ করবো। যদি ইউনিক টপিক নিয়ে লিখেন তো আপনি পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন যে, আপনার লেখায় কোন ডুপ্লিকেট লাইন থাকবে না। আর যারা ইউনিক টপিক নিয়ে লিখবেন, তাদেরকেই আমরা অধিক প্রায়োরিটি দেবো।
২. লেখার জন্য কখনোই কোনও বাংলা সোর্স দেখবেন না। সব সময় ইংরেজী সোর্স দেখবেন, সেখান থেকে আইডিয়া নিবেন আর আপনার মাথায় যা আসে তা-ই নিয়ে নিজের ভাষায় গুছিয়ে লিখবেন।
আপনাদের সুবিধার জন্য আমরা বেশকিছু ইংরেজী ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম, যেগুলো থেকে আপনি বিভিন্ন টপিক বাছাই করতে পারেন। এগুলো দেয়া হয়েছে উদাহরণ হিসেবে। আপনি আসলে যে কোন ইংরেজী ওয়েবসাইট থেকেই আইডিয়া নিয়ে লিখতে পারেন-
টপিক খুঁজবেন কোথায়, টপিক পাবেন কোথায়
প্রত্যেকটা ক্যাটেগরির জন্য আমরা আলাদা আলাদা কয়েকটি ওয়েবসাইটের লিস্ট করেছি। তবে একটি ওয়েবসাইটে আপনি বিভিন্ন ক্যাটেগরির টপিক পেতে পারেন।
অনলাইনে আয় ক্যাটেগরির টপিক পাবেন যে সব ওয়েবসাইটে-
- Save The Student
- Sure Job
- Money Pantry
- Entrepreneur
- The Balance
- The Penny Hoarder
- Neil Patel
- Buffer App
মোবাইল ম্যানিয়া ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
ডিজাইন ডেস্ক ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
টেক ট্রেন্ড ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
পিসি হেল্প ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
ব্লগিং ক্যাটেগরির টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
- Search Engine Journal
- Blogging Basics101
- Pro Blogger
- Shout Me Loud
- WP Beginner
- Copy Blogger
- Search Engine Watch
- Social Media Examiner
খেলার খোঁজ ক্যাটেগরির জন্যে টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে
লিভিং লাইফ ক্যাটেগরির জন্যে টপিক পাবেন যে-সব ওয়েবসাইটে-
- Entrepreneur
- Small Business Trends
- Business News Daily
- Scholars 4 Dev
- Top Universities
- World Scholarship Forum
- World Scholarship Forum
প্রতিটি ক্যাটেগরির জন্য আমরা যে ওয়েবসাইটগুলো দিয়েছি সেগুলোর বাইরে আরো হাজার হাজার ওয়েবসাইট আছে। সুতরাং, এগুলো ছাড়াও আপনি আপনার পছন্দমতো যে কোন ওয়েবসাইট থেকে টপিক নিয়ে লিখতে পারবেন।
এখন, আপনি উপরের যে কোন একটি ওয়েবসাইট থেকে যে কোন টপিক নিয়ে লেখা শুরু করে দিন। তার আগে জেনে নিন কিভাবে লিখবেন মানে আমাদের ওয়েবসাইটে লেখার গাইডলাইন কি-
আর্টিকেল রাইটিং গাইডলাইন
আমাদের ওয়েবসাইটে কী লিখবেন আর লেখার জন্য কোথা থেকে আইডিয়া পাবেন, সে-সব সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এবার জানুন কিভাবে লিখবেন মানে লেখার নিয়ম-কানুন সম্পর্কে আইডিয়া নিয়ে রাখুন। লেখার জন্য বড় ধরণের কোন নিয়ম-কানুন নেই, কিছু ছোট-খাট নিয়ম রয়েছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এ-সব নিয়ম না মেনে লিখলে লেখা পাবলিশ করা হবে না।
প্রথমে একটা টপিক ঠিক করুন। তারপর আমাদের ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখে নিন ওই টপিক নিয়ে আগেই লেখা হয়ে গিয়েছে কিনা। ওয়েবসাইটের মেন্যুবারের ডান পাশে সার্চ বক্স আছে, সেখানে টপিকটি লিখে এন্টার চাপুন। এ বিষয়ে কোন লেখা প্রকাশিত থাকলে আপনাকে দেখিয়ে দেবে, না থাকলে ‘Nothing Found’ অথবা কাছাকাছি কোন লেখা থাকলে সেটি দেখাবে।
লেখার জন্য একটা টাইটেল ঠিক করুন, এবার একটা কি-ওয়ার্ড বাছাই করুন। কি-ওয়ার্ড হচ্ছে সম্ভাব্য সার্চ টার্ম। মানুষ কোন কিছু খোঁজার জন্য যা লিখে সার্চ দেয় বা যা লিখে সার্চ দিতে পারে, সেটাই কি-ওয়ার্ড।
উদাহরণ হিসেবে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত কয়েকটা লেখার টাইটেল এবং কি-ওয়ার্ড উল্লেখ করা হল-
- টাইটেল– জেনে নিন পে-পাল অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, কি-ওয়ার্ড: পে-পাল অ্যাকাউন্ট
- টাইটেল– এডিট, রিসাইজ ও ফরম্যাট পরিবর্তণের জন্য ৬টি অনলাইন ফটো এডিটিং টুল, কি-ওয়ার্ড: অনলাইন ফটো এডিটিং টুল
- টাইটেল– সেরা ৫টি অফলাইন মোবাইল গেম, কি-ওয়ার্ড: অফলাইন মোবাইল গেম
- টাইটেল– চেহারা পাল্টে মজা করুন ফেস সোয়্যাপ অ্যাপ দিয়ে, কি-ওয়ার্ড: ফেস সোয়্যাপ অ্যাপ
- টাইটেল– ছোটদের জন্য সেরা ১০টি অংক শেখার অ্যাপ, কি-ওয়ার্ড: অংক শেখার অ্যাপ
টাইটেল আর কি-ওয়ার্ড ঠিক করার পর লেখা শুরু করুন। প্রতিটি লেখারই ৩টি অংশ থাকবে।
- ভূমিকা
- মূল বিষয়
- উপসংহার
ভূমিকাটা আপনি ৩ থেকে ৫ প্যারার মধ্যে শেষ করতে পারেন। প্রথম প্যারায় অবশ্যই কি-ওয়ার্ড রাখবেন। আর ভূমিকাতে যত প্যারাই লিখুন না কেন, শেষ প্যারার আগে কি-ওয়ার্ডটি আবার দিন। এই কি-ওয়ার্ডটিকে আমরা সাব-হেডিং (হেডিং টু) হিসেবে ব্যবহার করবো।
তাহলে, ভূমিকার ভেতরে কি-ওয়ার্ড থাকছে ২ বার। মাঝখানে (মূল বিষয়) সম্ভব হলে আরো ১/২বার কি-ওয়ার্ড রাখুন। সবশেষে, উপসংহার লিখুন আর উপসংহারে অবশ্যই আরেকবার কি-ওয়ার্ড রাখুন।
এই হচ্ছে লেখার ফরমেট, খুবই সিম্পল। আরো ক্লিয়ার হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের কিছু আর্টিকেল পড়ে নিন। দেখুন, প্রত্যেকটা আর্টিকেল একই ফরমেটে লেখা হয়েছে। ভূমিকার প্রথম প্যারাগ্রাফে কি-ওয়ার্ড, শেষ প্যারার আগে আরেকবার কি-ওয়ার্ড, মূল বডিতে ২/১বার কি-ওয়ার্ড আর উপসংহারে আরেকবার কি-ওয়ার্ড।
এছাড়াও, নিচের ভিডিওটি দেখে আর্টিকেল লেখার একটা ফরমেট শিখে নিতে পারেন। এটাই আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে।
আশা করি, ভিডিওটি দেখেছেন আর আর্টিকেল লেখার সহজ একটি ফরমেট শিখে ফেলেছেন। আমরা এখানে একটি সম্ভাব্য সহজ উপায় দেখিয়েছি, আপনি ফরমেট ঠিক রেখে আপনার মত করে যে কোন উপায়েই লিখতে পারেন।
এবার শিখুন কিভাবে আপনার লেখা আর্টিকেলের জন্য ইমেজ নেবেন আর সেই ইমেজকে কিভাবে অপটিমাইজ করবেন। একটা ওয়েবসাইট থেকে যখন কোন ইমেজ ডাউনলোড করে সেই ইমেজকে আবার অন্য ওয়েবসাইটে আপলোড করা হয়, তখন ইমেজটি ডুপ্লিকেট হিসেবে গণ্য হয়। আমাদের ওয়েবসাইটে আমরা কোন ডুপ্লিকেট ইমেজ ব্যবহার করবো না, ইমেজ হতে হবে ইউনিক। অন্যদিকে, ইমেজের সাইজ যদি বড় হয়ে যায়, তবে ওই আর্টিকেলটির পেজ লোড বেড়ে যায়। ফলে, ভিজিটির বিরক্ত হয়ে বেরিয়ে যেতে পারে। কাজেই, ইমেজ আপলোড করার আগে সেটিকে অপটিমাইজ করে ফাইল সাইজ কমিয়ে নিতে হয়।
ইমেজ নেয়া, সেই ইমেজকে ইউনিক এবং অপটিমাইজ করার ওপর আমরা আরেকটি ছোট্ট ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। ভিডিটি দেখে শিখে নিন, কিভাবে ইমেজ ক্যাপচার করতে হয়, ইমেজকে ইউনিক করতে হয় এবং ইমেজের সাইজ কমাতে হয়। ভিডিও টিউটোরিয়ালে যাওয়ার আগে নিচের ইমেজটি ডাউনলোড করে নিন। যে কোন ইমেজকে ইউনিক করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি ব্যবহার করবো।
ইমেজটি আপনার কম্পিউটারের যে কোন ফোল্ডারে সেভ করে রাখুন, সবচেয়ে ভাল হয় আর্টিকেল লেখার জন্য যে ফোল্ডারটি তৈরি করেছেন সেটিতে রাখা। এই ইমেজটি সব সময় আপনার কাজে লাগবে। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে অন্য কোন ইমেজও ব্যবহার করতে পারেন। কিংবা, ফটোশপে টুকি-টাকি কাজ করার অভিজ্ঞতা থাকলে, ২টি কিংবা ৩টি ইমেজকে একটা ইমেজ বানানো, ইমেজের উপর বাংলা লেখা, ইত্যাদি কিছু কাজ জানা থাকলে আর ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজ ব্যবহারের প্রয়োজন নেই। মোট কথা, আপনি কোন ইমেজ ডাউনলোড করে সরাসরি আপলোড করতে পারবেন না, সেটাকে এডিট করে ইউনিক করার চেষ্টা করতে হবে। যাইহোক, ভিডিওট দেখুন-
আশা করি, ভিডিওটি দেখেছেন আর ফটোশপ ব্যবহার করে কিভাবে ইমেজ রেডি করবেন সেটি বুঝেছেন। যারা ফটোশপে টুকটাক কাজ করেন, তাদের জন্য এটা খুবই সিম্পল। যারা ফটোশপে কখনো কাজ করেননি, তারা ভিডিও টিউটোরিয়ালটি বারবার দেখে কিংবা অন্য কারো সাহায্য নিয়ে শিখে নেবেন। আর সব লেখায় তো আর এতগুলো ইমেজ ব্যবহারের প্রয়োজন হবে না। এমন অনেক লেখা থাকবে যেগুলোতে ১টা বা ২টার বেশি ইমেজের দরকার হবে না। কাজেই, ভয় পাবার কিছু নেই।
প্রথম ভিডিও থেকে আপনি বাংলায় আর্টিকেল লেখা শিখেছেন আর এই ভিডিও থেকে ইমেজ নেয়া শিখেছেন এবং নিশ্চিত হয়ে গিয়েছেন যে, আর্টিকেল লেখা আপনার জন্য তেমন কঠিন কোন বিষয় নয়। এ পদ্ধতি অবলম্বন করে আপনি অনায়াসেই আমাদের ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখতে পারবেন। আর চাকরি করা অবস্থায় কিছু বাড়তি ইনকাম কিংবা ছাত্রাবস্থায় নিজের হাত খরচটা তুলে নিতে পারেন।
তাহলে আজই শুরু করে দিন, আর আপনার প্রথম লেখাটা শেষ করে ফেলুন, লেখা শেষ হলে আবার এখানে ফিরে আসুন। কারণ, লেখা সাবমিট করার পদ্ধতিটি আপনার এখনো জানা হয়নি। এবার জেনে নিন আমাদের ওয়েবসাইটে আর্টিকেল সাবমিট করবেন কিভাবে।
আর্টিকেলটি সাবমিট করার পদ্ধতি
আর্টিকেল সাবমিট করার জন্য নিচের লিংকে ক্লিক করে আপনার নাম ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
- Username: আপনার নাম দিন, ইংরেজীতে।
- Email: আপনার ই-মেইল অ্যাড্রেস দিন, যেটি অ্যাক্টিভ আছে।
- I’m not a robot: লেখাটার আগে যে বক্সটি দেখছেন, সেটিতে ক্লিক করে ওকে করে নিন ।
- সবশেষে Register লেখাটিতে ক্লিক করুন।
এবার আপনার ই-মেইল চেক করুন। নিচের ছবিটিতে প্রথমটির মত একটি ই-মেইল দেখতে পাবেন।
বিশেষ নোট: আমাদের ওয়েবসাইটের আগের ডোমেইন ছিল bn.techtrainee.com, তাই নিচের ছবিতে [টেক ট্রেইনি] লেখা। এটাকে আপনি এখন [হৈচৈ বাংলা] দেখতে পাবেন।
এবার ই-মেইলটি খুলুন, নিচের ছবির মত একটি লিংক দেখতে পাবেন। উল্লেখ্য, আমাদের ওয়েবসাইটের আগের ডোমেইন ছিল- bn.techtrainee
নীল রঙের লিংকটিতে ক্লিক করুন অথবা লিংকটা কপি করে ব্রাউজারে পেস্ট করে এন্টার চাপুন। নিচের ছবির মত দেখতে পাবেন।
এখানে একটি পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটি আগের ইউজার নেমের সাথে টুকে রাখুন। সবচেয়ে ভাল হয় আপনি যদি একই ফোল্ডারে একটি নোট প্যাড খুলে নিয়ে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লিখে রাখেন। যাইহোক, পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে নিচের Reset Password লেখাটিতে ক্লিক করুন, নিচের ছবির মত দেখতে পাবেন।
আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এবার নীল রঙের Log in লেখাটিতে ক্লিক করুন। নিচের ছবির মত লগইন পেজ দেখতে পাবেন।
এবার আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে I am not a robot লেখাটির বামপাশের ঘরটিতে টিক মার্ক দিয়ে নিচের Log in লেখাটিতে ক্লিক করুন। নিচে দেয়া ছবিটির মতই আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন।
আপনি এখন আমাদের ওয়েবসাইটের ড্যাসবোর্ডে আছেন। ড্যাসবোর্ডে কি কি আছে দেখুন, Post, Media, Profile.
Post- আপনার লেখা আর্টিকেল সাবমিট করতে ব্যবহার করবেন।
Media- ইমেজ আপলোড করতে ব্যবহার করবেন।
Profile- আমাদের ওয়েবসাইটে আপনার নাম, ছবি এবং বায়োগ্রাফি দিতে ব্যবহার করবেন।
চলুন, প্রথমেই আপনার প্রোপাইলটি ঠিক করে নেয়া যাক। একবার প্রোপাইল সেট আপ করে নিলে আজীবনের জন্য আপনার কাজ শেষ, যদি না আপনার প্রোপাইল পরিবর্তণের প্রয়োজন হয়।
এখন প্রোপাইলে ক্লিক করুন, নিচের ইমেজটির মত দেখতে পাবেন।
এখানে ৬টি মেইন সেকশন আছে- Personal Options, Name, Contact Info, About Yourself, Account Management, Avatar.
আপনার কাজ Name, About Yourself আর Avatar এ।
প্রথমে Name সেকশনে আসুন। First Name এ আপনার নামের প্রথম অংশ আর Last Name এ আপনার নামের দ্বিতীয় অংশ লিখুন (অবশ্যই বাংলা ইউনিকোডে লিখবেন)। এখানে যে নাম দিবেন সেটিই আমাদের ওয়েবসাইটে আপনার প্রতিটি লেখার নিচে লেখকের নাম হিসেবে শো করবে। আপনার সার্কেলে আপনি যে নামে পরিচিত, সে নামটিই দিন, ছদ্মনাম ব্যবহার না করাই ভাল হবে। কারণ, ভবিষ্যতে অন্য কোথাও লেখার জন্য কিংবা চাকরির ক্ষেত্রে আপনার এই লেখাগুলোকে রেফারেন্স হিসেবে শো করতে পারবেন।
এবার Display name publicly as লেখাটার সামনে যে বক্সটি আছে, সেটির ওপর ক্লিক করুন। বাংলায় যে নামটি লিখেছিলেন, ড্রপ ডাউন থেকে সেটি সিলেক্ট করে দিন। এ সেকশনে আপনার কাজ শেষ।
এবার About Yourself সেকশনে আসুন। Biographical info লেখাটার সামনের বক্সে আপনার সম্পর্কে ২/৩ লাইন লিখুন। যেমন- ‘আমি একজন টেকনোলোজি লাভার। টেকনোলোজি বিষয়ক যে কোন লেখা পড়তে ও লিখতে আমার ভাল লাগে।‘ এ রকম টাইপের ২/৩ লাইন লিখে দিন। এখানে আপনার সম্পর্কে যা লিখবেন তা আমাদের ওয়েবসাইটে আপনার লেখা প্রত্যেকটি আর্টিকেলের নীচে পাঠকরা দেখতে পাবে। সুতরাং, অল্প কথায় সুন্দর করে গুছিয়ে লিখুন।
এবার Avatar সেকশনে আসুন। এখানে আপনার ছবি আপলোড করবেন। এ ছবিটি আপনার প্রতিটি লেখার সঙ্গে শো করবে। Image লেখাটার সামনে Choose File এ ক্লিক করুন। কম্পিউটারের যে ফোল্ডারে আপনার ছবি আছে, সেখান থেকে ছবিটি দেখিয়ে দিন। এবার ডানপাশের Upload লেখাটার ওপর ক্লিক করুন। ব্যস্, আপনার কাজ শেষ, এবার নীচের নীল রঙের উপর Update Profile লেখা বাটনটায় ক্লিক করুন।
আপনার প্রোপাইল সেট আপ সম্পন্ন হয়েছে।
এবার আপনার প্রথম লেখাটা পোস্ট করুন। লেখা পোস্ট করবেন কিভাবে তা জানতে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন।
প্রথম প্রথম আপনার কাছে কিছুটা জটিল মনে হলেও, ২/৩ টা আর্টিকেল পোস্ট করার পরই দেখবেন সবকিছু পানির মত সহজ হয়ে গিয়েছে। শুরুর দিকে বেশি সময় লাগলেও, ধীরে ধীরে সময়টা কমে আসবে। অভ্যস্থ হয়ে গেলে অল্প সময়ের মধ্যেই আর্টিকেল লিখে পোস্ট করে দিতে পারবেন।
লেখাটি অনেক বড় করে লিখতে হয়েছে। কারণ, আমরা আপনাকে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে চেয়েছি। তবে, লেখা যত বড়ই হোক, কাজটা অতো বড় নয়, খুবই সিম্পল। একটু মনোযোগ দিয়ে গাইডলাইনটি ফলো করলেই আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
এরপরও আপনার মাথায় আরো কিছু প্রশ্ন থেকে যেতে পারে। তাই, আমরা সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি, যাতে করে পরবর্তীতে আপনাদের কোন প্রশ্নের উত্তর দিতে না হয়। আসলে, আমরা সময় বাঁচানোর জন্য আপনাদের দিয়ে লেখাতে চাইছি। এখন যদি আপনাদের নানা রকম প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে আমাদের সময় তো বাঁচলোই না, উপরন্তু আপনাদের নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের নিজের কাজই করা হবে না। এতে আমাদের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। কাজেই, নিচের প্রশ্ন-উত্তরগুলোতে একবার চোখ বুলিয়ে নিন।
প্রশ্ন-উত্তর
১. দিনে আমি কয়টা আর্টিকেল পোস্ট করতে পারবো?
উত্তর: এটা আপনার উপর নির্ভর করছে, আপনি যত খুশি তত আর্টিকেল পোস্ট করতে পারবেন। সন্মানি দিতে আমাদের দিক থেকে কোন সমস্যা নেই।
২. আর্টিকেল লেখার এই অফারটি কতদিন পর্যন্ত থাকবে?
উত্তর: যতদিন আমাদের ওয়েবসাইট থাকবে। যেহেতু, আমাদের ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার কোনও সম্ভাবণা নেই, আপনার যতদিন খুশি ততদিনই লিখতে পারবেন। সেটা যদি কয়েক বছর ধরেও চলে আমাদের কোন সমস্যা নেই।
৩. আমি যদি কোন কারণে লেখা বন্ধ করে দেই, তাহলে কি আমার নাম আপনাদের ওয়েবসাইট থেকে ফেলে দেয়া হবে?
উত্তর: না, আপনি লেখা কন্টিনিউ না করলেও আপনার নাম থেকে যাবে।
৪. আমি যদি প্রোপাইলে আমার ছবি দিতে না চাই?
উত্তর: আপনার নিজের ছবি দেয়াটাকেই আমরা বেশি গুরুত্ব দেবো। যদি একান্তই কোন ব্যক্তিগত কারণে নিজের ছবি দিতে না চান, তবে অন্য যে কোন একটি ছবি ব্যবহার করুন।
৫. আমার ইউজার নেম কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো?
উত্তর: অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যত্নের সঙ্গে সংগ্রহ করে রাখবেন। এরপরও যদি ভুলে যান তো লগইন পেজে Reset password এ ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করে নিবেন। অথবা, আমাদেরকে নক করবেন, আমরা আপনার পাসওয়ার্ড রিসেট করে দেবো।
৬. আমি কি আমার কোন বন্ধুর সাহায্য নিয়ে আর্টিকেল লিখতে পারবো?
উত্তর: অবশ্যই, পারবেন। চাইলে আপনারা দুইজন মিলেই লিখতে পারবেন। তবে আমরা সন্মানি প্রদান করবো একজনকেই, পরবর্তীতে আপনারা ভাগাভাগি করে নিতে পারবেন।
৭. আপনারা যে সন্মানি দেবেন তার প্রমাণ কি?
উত্তর: যতক্ষন পর্যন্ত আপনার লেখা প্রকাশ না হচ্ছে আর আপনি পেমেন্ট না চাইছেন, ততক্ষণ পর্যন্ত প্রমাণ দেয়ার কোনও উপায় তো দেখছি না। কাজেই, অন্তত পক্ষে একটা লেখা লিখে আমাদের কাছে পেমেন্ট চেয়ে দেখুন, প্রমাণ পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে এ যাবৎ যারা লিখেছেন, তাদের প্রত্যেকেই পেমেন্ট পেয়েছেন। আপনিও লিখে দেখুন, পান কিনা।
বিশেষ নোট: এখন আর ৫ হাজার টাকার নিচে পেমেন্ট দেয়া হয় না। কিন্তু ৫ হাজার হলে পেমেন্ট দেয়া হয় কিনা তা যাছাই করতে চাইলে আমাদের হৈচৈ বাংলা লেখক ফোরাম-এ একটা পোস্ট দিয়ে পুরনো লেখকদের কাছ থেকে জেনে নিন।
৮. আপনাদের সঙ্গে যোগাযোগ করবো কিভাবে?
উত্তর: বিশেষ কোন ব্যাপার না থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। একান্তই যোগাযোগের প্রয়োজন হলে, আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। আর আপনি যখন আমাদের নিয়মিত লেখকে পরিণত হবেন, তখন আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করবো। কমপক্ষে ১০টা লেখা পাবলিশ হলেই কেবল আপনি আমাদের নিয়মিত লেখক হিসেবে বিবেচিত হবেন। তখন আমাদের প্রয়োজনেই আমরা আপনার সাথে যোগাযোগ করবো। অহেতুক কথা বলে তো লাভ নেই, কী বলেন!
বিশেষ নোট: এই নিয়ম থেকেও আমরা সরে এসেছি। আপনি আমাদের সঙ্গে ফেসবুকের ইনবক্সে কিংবা ইমেলে যোগাযোগ করতে পারেন। আর প্রথম টপিক নেয়ার জন্যে তো আপনাকে যোগাযোগ করতেই হচ্ছে যা উপরে নোট আকারে দেয়া হয়েছে।
টার্মস্ এন্ড কন্ডিশন: আমরা আমাদের ওয়েবসাইটের অগ্রগতির জন্য যে কোন সময় এই অফারের যে কোন নিয়ম-কানুন পরিবর্তণ এবং পরিমার্জণ করতে পারবো।
বি: দ্র: আপনি যদি আমাদের ওয়েবসাইটে লিখতে আগ্রহী হয়ে থাকেন, তবে নিচে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান। আর নোটিশ বোর্ড-৮ এ আরেকটি কমেন্ট করে আমাদের নিশ্চিত করুন। সেই সাথে, আমাদের সাইটে যারা নিয়মিত লিখছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে ও একে-অপরের সহযোগীতা পেতে আমাদের লেখক ফোরামে জয়েন করুন।
Prince says
পোস্ট এর সাথে ছবি দিতে হবে নাকি ভিডিও ?
টি আই অন্তর says
ছবি দিতে হবে, ভিডিও নয়। তবে, ছবি নেয়ার জন্য ‘ইমেজ অপটিমাইজেশন’ ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন।
শাহরিয়ার আহমেদ says
আসসালামুওয়ালাইকুম, আমার ২টা পোস্ট পেন্ডিং এ আছে। যদি পোস্টগুলিতে কোনো সমস্যা থেকে থাকে তবে জানিয়ে দিলে ভালো হয়। তাতে করে ভুলগুলো শুধরে নিতে পারবো সবাই। আর ভুলগুলো বলে দিলে পরবর্তীতে যেনো সেরকম ভুল না হয় তার চেষ্টা করবো। ধন্যবাদ 🙂
টি আই অন্তর says
পোস্টগুলো পাবলিশ করা হয়েছে, দেখে নিন।
আফিয়া ইসলাম প্রমি says
পোস্ট পেন্ডিং কেন হচ্ছে? পোস্টে কোনো সমস্যা আছে কি?সমস্যা জানিয়ে দিলে ভালো হয়। 🙂
টি আই অন্তর says
পোস্ট পেন্ডিং রয়েছে মডারেট করার জন্য। আমরা এই সিস্টেমটাই রেখেছি যাতে করে যাছাই করতে পারি লেখায় কোন ডুপ্লিকেট লাইন আছে কিনা, সব নিয়ম-কানুন মেনে লেখা হয়েছে কিনা ইত্যাদি। ভয়ের কিছু নেই, আপনার লেখাটি আমরা শীঘ্রই দেখবো, সবকিছু ঠিক থাকলে, অবশ্যই পাবলিশ করবো, তখন আর পেন্ডিং থাকবে না। লেখার জন্য আপনাকে অগ্রিম অভিনন্দন।
টি আই অন্তর says
আপনার লেখাটি পাবলিশ করা হয়েছে, দেখে নিন। আর ছোট-খাট পরিবতণগুলো লক্ষ্য করুন। যে-সব ছোট ছোট ভুল করেছিলেন-
১. লেখার শুরুতেই হেডিং টু দিয়েছেন, হেডিং টু দিতে হবে শুধু ১/২ প্যারাগ্রাফের পর, আর কোথাও নয়।
২. বেশ কিছু শব্দের বানান ভুল ছিল।
৩. লেখার বডিতে কোন ইমেজ দেননি।
৪. ফিচার ইমেজ দিয়েছেন কিন্তু নাম দিয়েছেন বাংলায়। ইমেজের নাম কখনো বাংলায় দেয়া যাবে না।
এ সব টুকিটাকি বিষয় বাদ দিলে বলতে হবে, অনেক সুন্দর লিখেছেন। আশা করি, আপনাকে নিয়মিত লেখক হিসেবে পাবো।
আফিয়া ইসলাম প্রমি says
ধন্যবাদ 🙂 ইন শা আল্লাহ নিয়মিত লেখা চালিয়ে যাব 🙂 পেমেন্টের ব্যাপারে একটু বললে ভালো হতো
টি আই অন্তর says
পেমেন্ট নিতে পারেন যে কোন সময়। ওয়ার্কিং আওয়ার হিসেবে পেমেন্ট চাওয়ার ২৪ ঘন্টার ভেতর পেমেন্ট পেয়ে যাবেন, কোন সমস্যা নেই। তবে, ১০০/২০০ টাকা বিকাশ করার ঝামেলা এড়াতে আমরা কমপক্ষে ৫টি আর্টিকেল লেখা হওয়ার পর পেমেন্ট চাওয়ার পক্ষে আমাদের নিয়মিত লেখকদের মতামত নিয়েছি। প্রায় ৯৫ শতাংশ লেখকই আমাদের সাথে একমত হয়েছেন এবং তারা সকলেই ৫টি, কেউ কেউ ১০টি লেখা পাবলিশ হওয়ার পর একসঙ্গে পেমেন্ট নিচ্ছেন। তাদেরও কোন সমস্যা হচ্ছে না, আমাদেরও না। যাইহোক, আপনি ইনবক্সে পেমেন্ট চেয়েছেন কিন্তু বিকাশ নাম্বার দেননি। আশা করি, বিকাশ নাম্বারটি দিয়ে রাখবেন, পেমেন্ট পাঠিয়ে দেয়া হবে।
আফিয়া ইসলাম প্রমি says
জি নাম্বার পাঠিয়ে দিয়েছি।
আসলে সিউর হওয়ার জন্যই এখন পেমেন্ট নিচ্ছি এরপর থেকে কয়েকটা লেখা হলে নিবো।
টি আই অন্তর says
পেমেন্ট পাঠানো হয়েছে। আশা করি, পেয়েছেন। হুম, প্রথম লেখার জন্য যারা নিয়েছেন, তাদের সকলেই ওই একটা কারণেই নিয়েছেন।
Md.Kamrul Hasan says
অ্যান্ড্রয়েড এর স্ক্রীন রেকর্ডার এর উপর আপনাদের কোন ট্রপিক্স নাই।পিসির ভিডিও এডিট এর উপর আছে।
টি আই অন্তর says
আছে ভাই, অ্যান্ড্রয়েডের জন্য ৬টি সেরা স্ক্রিন রেকর্ডার অ্যাপ, দেখুন।
আশিক আকঞ্জি says
আমি পোস্ট সাবমিট করার পর ইমেজে কিছু ভুল খুঁজে পেয়েছি। তারপর সেগুলো সংশোধনের পর পোস্টটি আবার সাবমিট করি। এটা কী আপনাদের কাছে দুইবার সাবমিটেড দেখাবে নাকি একবার?
যদি দুইবার সাবমিটেড দেখায় তাহলে দয়া করে দ্বিতীয়টি রিভিউয়ের জন্য দেখবেন।
ধন্যবাদ
বিশেষ দ্রষ্টব্যঃ এটি আমার প্রথম পোস্ট। তাই একটু ভুল হয়ে গিয়েছিল। আশা করি আমার লেখাটা পাবলিশ করবেন।
টি আই অন্তর says
আপনি যতবারই এডিট করবেন, সমস্যা নেই; আমাদের কাছে একবারই দেখাবে। ইমেজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিৎ। একটা ইমেজে ভুল হলে, আরেকটা ইমেজ আপলোড করায় দুইটা সমস্যা হয়। ১. পরের ইমেজটি আগের ইমেজের ডুপ্লিকেট ইউআরএল তৈরি করে। ২. সার্ভারে অহেতুক লোড বাড়ে। যাইহোক, প্রথমবার ভুল হয়েছে, নিশ্চয়ই এরপর থেকে আর ভুল হবে না।
লেখাটি এখনো দেখা হয়নি, দেখে যদি ভাল মনে হয়, অবশ্যই পাবলিশ করবো।
আশিক আকঞ্জি says
ধন্যবাদ ভাইয়া। 🙂
“দেখে নিন আপনার অ্যান্ড্রয়েডে ইন্সটল করা ব্যাটারির জন্য ক্ষতিকারক অ্যাপ কোনগুলো” – পোস্টটা দেখবেন ভাইয়া। কোন ভুল থাকলে আমাকে জানাবেন; আমি সংশোধন করে দিব। 🙂
টি আই অন্তর says
ওকে, আশিক, দেখবো। ভাল হলে পাবলিশ করে দেবো আর কারেকশনের প্রয়োজন থাকলেও জানাবো।
টি আই অন্তর says
আশিক, আপনার লেখাটি পাবলিশ করা হয়েছে, আপনাকে অভিনন্দন। লেখাটিতে যে-সব ভুল ঠিক করতে হয়েছে তার মাঝে সবচেয়ে পীড়া-দায়ক ভুলটি-
সবগুলো ইমেজ ফেলে দিয়ে নতুন করে আপলোড করতে হয়েছে। কারণ আপনার ইমেজগুলো উপরে নিচে অনেক বড় হয়ে গিয়েছে। সব সময় চেষ্টা করবেন, এমন ইমেজ নিতে যেগুলো লম্বায় অনেক ছোট, যত ছোটই হোক সমস্যা নেই। আর পাশ নিয়ে তো ভাবতেই হচ্ছে না, যেহেতু সেটি ইমেজটি একটি ব্যাকগ্রাউন্ডের উপর সেটিং করছেন। আর ব্যাকগ্রাউন্ডটি ঠিক আমাদের ওয়েবসাইটের মাপেই আছে।
‘settings-battery’ নামের ইমেজটি আপনি ২ বার আফলোড করেছেন যা আমাদের সার্ভারে লোড বাড়াচ্ছে।
ইমেজের নাম দিয়েছেন ঠিকই, তবে তার আগে সংখ্যা জুড়ে দিয়েছেন, যেমন 4-5-samsung-battery-usage-option, 6-7-battery-details, 8-battery-saver। ইমেজের নামে কখনো সংখা রাখবেন না। এগুলো এমন হলেই ভাল- samsung-battery-usage-option, battery-details, battery-saver।
যাইহোক, এটি আপনার প্রথম লেখা বলে বুঝতে সমস্যা হয়েছে আর আমরাও প্রথম লেখা বলেই বাড়তি কষ্ট করেছি। কারণ, আমরা জানি পরের লেখায় আপনার আপনার আর ভুল হবে না, হবে?
khanm2758 says
Hello, I was writing an article that you have been hanging for 7 days. I think you’re weak to operate the website. This is my article আপনি ছবির প্রতিচ্ছবি দেওয়াল ফটোশপ এ বানাবেন কিভাবে . I’m trying to write properly without any error. Please let me know earlier if you got any error and do finish this pending moment.
টি আই অন্তর says
ভাই, আপনার আর্টিকেলটি আমরা পড়েছি, যে সব সমস্যার কারণে সেটি পাবলিশ করিনি সেগুলো আপনাকে মেইল করে জানিয়েছি। যে মেইল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন, সেটি চেক করুন, বিস্তারিত জেনে যাবেন।
টি আই অন্তর says
আপনি কি মেইল চেক করেছেন? ভুলগুলো বুঝতে পেরেছেন? লেখাটি কি এডিট করে ঠিক করে দেবেন? কী কী এডিট করবেন, কিভাবে করবেন, সেগুলো বুঝতে সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনার নাম্বার দিয়ে রাখুন, আমরা আপনাকে কল করবো এবং বিস্তারিত বুঝিয়ে দেবো। আমরা চাই না আপনার শ্রম ও সময় বৃথা যাক আর আমাদের সাইটও একটা নতুন আর্টিকেল থেকে বঞ্চিত হোক। আশা করি, ইনবক্সে যোগাযোগের ব্যবস্থা তৈরি করবেন।