যে কারো বাংলাদেশ র্যাবের ওয়েবসাইট প্রয়োজন হতে পারে যে কোনও সময়। র্যাবের সদর দপ্তর, র্যাব প্রধানদের পরিচিতি, র্যাবের দায়িত্ব, র্যাবের পক্ষ থেকে পরামর্শ, র্যাবের ব্যাটালিয়ন সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া আছে র্যাবের ওয়েবসাইটে।
আজ আপনাদের সামনে র্যাবের ওয়েবসাইটটির পরিচিতি তুলে ধরবো। তার আগে চলুন র্যাব সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখা যাক-
র্যাব কি?
র্যাব ইংরেজী এভ্রিভিয়েশন যার পূর্ণ রূপ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান। এটি মূলত বাংলাদেশ পুলিশের অ্যান্টি-ক্রাইম ও অ্যান্টি-টেরোরিজম ইউনিট। তবে, এটি গঠন করা হয়েছে বাংলাদেশ পুলিশ, আর্মি, এয়ার ফোর্স, নৌবাহিনী, আনসার এবং বর্ডার গার্ডের সদস্য সমন্বয়ে।
র্যাব কবে গঠন করা হয়?
র্যাব গঠন করা হয় ২০০৪ সালের ২৬শে মার্চ তখন এর নাম দেয়া হয়েছিল র্যাপিড অ্যাকশন টিম। তবে, র্যাবের অপারেশন রিলেটেড আনুষ্ঠানিক ঘোষণা দেয়া একই বছরের ১৪ই এফ্রিল।
র্যাবের ওয়েবসাইট পরিচিতি
র্যাবের ওয়েবসাইটে প্রবেশ করলেই প্রথমেই আপনার চোখে পড়বে- অপরাধী দমন আর সমাজে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ র্যাব প্রতিশ্রুতিবদ্ধ – এমন একটি শ্লোগান। এটি রাখা হয়েছে মেন্যুবারের নিচের ভিডিও স্লাইডারে।
স্লাইডারের নিচেই রয়েছে র্যাবের মহাপরিচালকের বাণী।
এরপর রয়েছে র্যাবের দায়িত্ব সমূহের বর্ণনা অর্থাৎ দেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় র্যাব যে-সব দায়িত্ব পালন করে থাকে সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা।
তারপর, ডানপাশে রয়েছে র্যাব কর্তৃক প্রদত্ত পরামর্শ অর্থাৎ আমাদের সমাজ ও পরিবারকে নিরাপদ রাখতে যা কিছু মেনে চলা উচিৎ সেগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা।
এ যাবৎ র্যাবের যত টিভিসি তৈরি হয়েছে, তার সবগুলোই পাবেন র্যাবের ওয়েবসাইটে। টিভিসিগুলো মূলত RAB- Online Media Cell নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আর সেখান থেকে ওয়েবসাইটে ভিডিও লিংক দেয়া হয়েছে।
র্যাবের সাম্প্রতিক সকল কার্যক্রমের খোঁজ-খবর পাবেন এই ওয়েবসাইটে। আরো পাবেন রিপোর্ট টু র্যাব মোবাইল অ্যাপস্ এর লিংক যা প্লে-স্টোর ও অ্যাপ স্টোর দু’টোতেই রয়েছে। এছাড়াও, র্যাবের অর্জণ, সন্মামনা, ফটো গ্যালারী ও র্যাব সম্পর্কিত প্রায় সকল তথ্যই এই ওয়েবসাইট পাওয়া যাবে। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন যার বাংলা এবং ইংরেজী উভয় ভার্সণই রয়েছে।
বাংলাদেশ র্যাবের সাথে সরাসরি যোগাযোগ-
- র্যাব ফোর্সেস সদর দপ্তর
- কার্গো অ্যাডমিন বিল্ডিং
- শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
- কুর্মিটোলা, ঢাকা- ১২২৯
বাংলাদেশ র্যাবের সাথে ফোনে যোগাযোগ-
অপারেশনস কন্ট্রোল রুম
- টেলিফোন : ০২৭৯১৩১১৭
- মোবাইল : ০১৭৭৭৭২০০২৯
- ফ্যাক্স : ০২৭৯১৩১৩৩
আশা করি, বাংলাদেশ র্যাবের ওয়েবসাইট পরিচিতি ও লিংক পেয়ে আপনার ভাল লেগেছে এবং এটি আপনার প্রয়োজনের সময় কাজে লাগবে।
Leave a Reply