বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে হারের পথে রয়েছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসের চিত্রনাট্য মেনে এগিয়ে চলছে দ্বিতীয় ইনিংসেও। অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নেমে যেখানে অতিমানবীয় ব্যাটিং করা প্রয়োজন সেখানে ব্যাটসম্যানরা ক্রিজে আসা-যাওয়ার মিছিলে নেমেছেন।
২৯৫ রানের লক্ষ্যে ৪র্থ দিনে ব্যাট করতে নামা স্বাগতিকরা যতবেশি সম্ভব উইকেটে থাকার চেষ্টা করছিল।
সিকান্দার রাজার বলে এলবিডব্লিও হয়ে লিটন দাস ফিরে গেলে ব্যাটিংয়ের ধ্বস নামে বাংলাদেশের। মুমিনুল হক জারভিসের বলে বোল্ড হয়ে আরেকবার হতাশ করেন।
ম্যাচ বাঁচাতে ইমরুল কায়েস-মাহমুদুল্লাহর দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ দল। দুজনেই ভীষণভাবে হতাশ করেছেন।
সিকান্দার রাজার বলে সরাসরি বোল্ড হন ইমরুল, সিকান্দারের বলেই এরভিনের ক্যাচ হয়ে ফেরেন মাহমুদুল্লাহও।
আরেকবার সিকান্দার রাজার আঘাত। তবে এবার বল করেছেন মাভুটা, ক্যাচ ধরেছেন সিকান্দার রাজা। তাতেই নাজমুল হোসেন শান্তর ব্যাট হাতে আরেকবার ব্যর্থ হওয়াটা নিশ্চিত হয়ে যায়।
সিকান্দার রাজা আজ বাংলাদেশকে আটকে রাখতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে নিয়ে ফেলেছেন তিন উইকেট। এর চেয়ে বড় কথা তার বলে মোটেই স্বস্তিতে নেই বাংলাদেশের ব্যাটসম্যানরা।
১১১ রানেই বাংলাদেশ হারিয়েছে পাঁচ উইকেট। জিততে হলে বাংলাদেশকে আরও করতে হবে ২১০ রান। ড্র করতে হলে আরও দেড় দিন করতে হবে ব্যাটিং। এই টেস্ট বাঁচাতে হলে তাই আলৌকিক কিছুই করতে হবে বাংলাদেশকে।
ক্রিজে অপরাজিত আছেন দুই ব্যাটসম্যান আরিফুল হক ও মুশফিকুর রহিম।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে এই মুহূর্তে হারই চোখ রাঙ্গাচ্ছে স্বাগতিকদের।
বাংলাদেশ দলের কেউ মাসাকাদজা-উইলিয়ামস হতে পারেন কিনা এটাই এখন দেখার বিষয়।
Leave a Reply