সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট হচ্ছে আজ। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ানরা।
প্রথম টেস্টের প্রথম সেশনের শুরুতেই জোড়া আঘাত করে বাংলাদেশকে ভাল শুরু এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে অধিনায়ক মাসাকাদজার ফিফটিতে ঘুরে দাড়িয়েছে জিম্বাবুয়ে।
প্রথম সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান।
মাসাকাদজা অপরাজিত আছেন ৫২ রানে। তার ৯৯ বলের ইনিংসে ৪ টি চার ও ২ টি ছয় মেরেছেন। শন উইলিয়ামস অধিনায়ককে দারুণ সঙ্গ দিয়েছেন।
মাত্র ১৭ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলার পর মাসাকাদজা-উইলিয়ামস ৩৮ রানের জুটি গড়ে প্রথম সেশন শেষ করেছেন।
চাম্মু চিবাবার পরিবর্তে জিম্বাবুয়ে একাদশে আসা ব্রায়েন চেরী ১৩ রান ক্রে তাইজিলের বলে বোল্ড হন। এরপর তাইজুলের শিকার হন টেইলর।
এর আগে একাদশ নির্বাচনে শুরুতেই চমকে দিয়েছে বাংলাদেশ। মাত্র ১ পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। “সিলেটের হোমবয়” আবু জায়েদ জায়গা পেয়েছেন দলে। মোস্তাফিজ জায়গা পাননি।
সিলেটের অভিষেক টেস্টে যেন অভিষেকের জোয়ার লেগেছে। মোট ৪ জনের অভিষেক হয়েছে এই ম্যাচে।
অভিষেক হয়েছে আরিফুল হক ও নাজমুল ইসলাম অপুর। জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে মাভুটা ও ওয়েলিংটন মাসাকাদজার।
বাংলাদেশ দলের একাদশে স্পিনারদের আধিপত্য দেখে সহজেই অনুমান করা যাচ্ছে সিলেট টেস্টে ছড়ি ঘোরাবেন স্পিনাররা।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম।
Leave a Reply