বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে ৩ নভেম্বর।
জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী বাংলাদেশ সেই সাফল্যকে সাদা পোশাকেও টেনে নিয়ে যেতে চায়।
জিম্বাবুয়ে তাদের সর্বশেষ সাত টেস্টেই হেরেছে। তাদের সর্বশেষ জয় পেয়েছিল ৫ বছর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৩ সালে হারারে টেস্ট জয়।
সর্বশেষ টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ১২০ রানে হেরেছে।
জিম্বাবুয়ের ভবিষ্যত মনে করা বাঁহাতি পেসার রিচার্ড এনগ্রাভা ইনজুরির কারণে এই টেস্ট হতে ছিটকে গেছেন। তার জায়গায় দলে ফিরেছেন এনপোফু।
এই একটি পরিবর্তন ছাড়া জিম্বাবুয়ে দলে আর খুব একটা পরিবর্ত্ন হবে না। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজার একাদশে অন্তর্ভূক্তি একরকম নিশ্চিত।
বোলার হিসেবে দলে জায়গা পেতে পারেন কাইল জারভিস, ডোনাল্ড ট্রিপানো আর ওয়েলিংটন মাসাকাদজা।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশঃ
হ্যামিল্টন মাসাকাদজা(অধিনায়ক), ব্রায়েন চেরী, ব্রেন্ডন টেইলর, পিটার মুর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, রেজিস চাকাভা (উইকেট কিপার), কাইল জারভিস, ডোনাল্ড ট্রিপানো, ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশ
বাংলাদেশ দল তাদের শেষ দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হেরেছে। ইনজুরি থেকে মুক্ত না হওয়ায় এই টেস্টের দলে নেই বাংলাদেশের দুই ভরসা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম এই টেস্টে কিপিং করবেন, নিশ্চিত করেছেন টাইগারদের কোচ স্টিভ রোডস।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ চার টেস্টেই জয়ী দলের নাম বাংলাদেশ।
তামিম ইকবালের অনুপস্থিতির কারণে ওপেনিংয়ে দলের ভার সামলাতে হবে ইমরুল কায়েসকেই। ওয়ানডে সিরিজে এই দায়িত্ব তিনি খুব ভালভাবে পালন করেছেন এখন এই সাফল্য টেস্টে অনুদূত করার পালা।
মুমিনুল হকের জায়গা প্রশ্নাতীত। লিটন দাস আর মোহাম্মদ মিঠুন এই টেস্ট খেলবেন। পেসারদের মধ্যে আবু জায়েদ আর শফিউলের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশী।
নাজমুল ও তাইজুলের মধ্যে তাইজুলকেই বেছে নিতে পারে টিম ম্যানেজম্যান্ট। মেহেদি আর মোস্তাফিজই হবেন বাংলাদেশ দলের স্ট্রাইক বোলার।
সিলেটের উইকেট সম্পর্কে এখনও কোন ধারণা পাওয়া যায়নি। তবে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ
ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম(উইকেট কিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ(অধিনায়ক), মেহেদি হাসান, আবু জায়েদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজে ফর্ম আর কন্ডিশনে মিলিয়ে ম্যাচে খানিকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। জিম্বাবুয়েরও সামর্থ্য আছে ম্যাচে আধিপত্য বিস্তার করার।
হেড টু হেডঃ মোট টেস্ট ১৪ টি, জিম্বাবুয়ে ৬, বাংলাদেশ ৫, ড্র ৩ ম্যাচ।
ভেন্যুঃ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
সময়ঃ ৩ নভেম্বর সকাল ৯ টা ৩০ মিনিট।
Leave a Reply