সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে সিট স্বল্পতার কারণে দেশে তৈরী হয়েছে শত শত প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কিন্তু সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে উপযুক্ত সুযোগ সুবিধা দিতে পারে না। তাই আজকে আমি আপনাকে এমন বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে বলব যে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা, স্কলারশিপ সবদিকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে কোন অংশেই কম না।
বিশ্ববিদ্যালয় শব্দটি সকল শিক্ষার্থী মনেই নতুন আশার বীজ বুনে দেয়। একটা ভাল বিশ্ববিদ্যালয় পারে একজন শিক্ষার্থীকে পুরোপুরিভাবে পাল্টে দিতে। তাই এইচএসসি পরীক্ষার পর প্রত্যেক শিক্ষার্থীই ভাল বিশ্ববিদ্যালয় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে অনেকেই হতাশ হয়ে যায়।
কিন্তু বর্তমানে দেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যারা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়েও অনেকগুণ ভাল। তাই শিক্ষার্থীরা পাবলিকের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কেও নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারে।
তাহলে চলুন আর সময় নষ্ট না করে বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেয়া যাক।
বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেই উচ্চশিক্ষার জন্যে আমাদেরকে সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করতে হয়। কেউ মেডিকেলে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে, কেইবা সিএসই নিয়ে পড়ার জন্যে পাবলিক এবং প্রাইভেট উভয়টাতেই চেষ্টা করে থাকেন। এর আগে বাংলাদেশের সেরা ৭টি পাবলিক মেডিকেল কলেজ ও ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা জেনেছিলেন। এবার জানুন সেরা ১০টি প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে।
Ahasanullah University of Science & Technology
সংক্ষেপে যাকে AUST বলা হয়ে থাকে, তার পূর্ণরূপ Ahasanullah University of Science & Technology।
প্রকৌশল পড়ার জন্য প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার্থীদের চয়েসের তালিকায় প্রথম দিকেই এর অবস্থান।
এটি দেশের রাজধানী ঢাকাতেই অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে অত্যন্ত সুন্দর একটি ক্যাম্পাস। আর এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়েই পড়াশোনা করে থাকে। এখানে ভর্তি হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভাল জিপিএ থাকতে হবে।
North South University
এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এটি ঢাকার বসুন্ধরা সিটিতে অবস্থিত। এখনো পর্যন্ত কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকে খুব একটা এগিয়ে যেতে পারেনি। এই বিশ্ববিদ্যালয়ের সুন্দর ক্যাম্পাস সবাইকে মুগ্ধ করতে পারে।
বর্তমানে এই প্রতিষ্ঠানের আছে ২৫ হাজার শিক্ষার্থী। আইইবি, ইউজিসি এবং আমেরিকা, কানাডার অনেক বিশ্ববিদ্যালয় দ্বারা এই বিশ্ববিদ্যালয়টি স্বীকৃত। বিশ্ববিদ্যালয়টি মূলত বিবিএ ডিপার্টমেন্টের জন্য অনেক বেশি জনপ্রিয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি অনেক বেশি।
Brac University
সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি অন্যতম বিশ্ববিদ্যালয়। রাজধানীর মহাখালী এলাকায় এটি অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি অন্য যে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটু বেশিই হয়ে থাকে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় আইইবি ছাড়াও অনেক বিদেশি বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও অত্যন্ত সুন্দর ও পরিপাটি।
Independent University of Bangladesh
Independent University of Bangladesh যাকে সংক্ষেপে IUB বলে ডাকা হয়ে থাকে। এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবেশী বলেই অধিক পরিচিত। কিন্তু বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে পাল্লা দিয়ে এই বিশ্ববিদ্যালয় নিজের স্বকীয়তা বজায় রেখেছে।
এই বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম সুযোগ সুবিধা আছে। আইউবি শিক্ষার্থীদের জন্য প্রতিবছরেই স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এটিও আইইবি দ্বারা স্বীকৃত।
East West University
East West University যার সংক্ষিপ্ত নাম Ewu এবং বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকার আফতাব নগরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং পড়াশোনার মানও অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতোই। এই বিশ্ববিদ্যালয়টিও অনেক স্কলারশিপ দিয়ে থাকে। বিভিন্ন প্রতিযোগিতা ও রিচার্সের ক্ষেত্রেও বেশ ভালোই অবদান রাখছে বিশ্ববিদ্যালয়টি।
American International University
সংক্ষেপে এই বিশ্ববিদ্যালয়কে বলা হয়ে AIUB। ঢাকার বসুন্ধরাতে অবস্থিত অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং মনোরম এক পরিবেশের ক্যাম্পাস। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্যই এই বিশ্ববিদ্যালয় অধিক পরিচিত। তবে অন্যান্য ডিপার্টমেন্টও পিছিয়ে নেই। তারাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
এসএসসি ও এইচএসসিতে মোটামুটি ভাল জিপিএ থাকলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে।
United International University
ধানমন্ডিতে অবস্থিত United International University UIU নামেই অধিক পরিচিত। সবুজের সমারোহ আর মনোরম পরিবেশেই এও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে আরোও বাড়িয়ে দিয়েছে।
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে অনেক ভাল রেজাল্ট করছে এবং অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। যারা ৩ এর চেয়ে অধিক জিপিএ অর্জন করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্কলারশিপ দেয়া হয়ে থাকে। আর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মানও খুব ভাল।
University of Liberal Arts Bangladesh
সংক্ষেপে যাকে বলা হয় ULAB। ঢাকার ধানমন্ডি এলাকাতে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি মূলত মিডিয়া এবং জার্নালিজম সাবজেক্টের জন্য অধিক জনপ্রিয়। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে স্কলারশিপও দিয়ে থাকে।
তিন বছর আগেও যে বিশ্ববিদ্যালয়টি অনেকের কাছে অপরিচিত ছিল। সেই বিশ্ববিদ্যালয় বর্তমানে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে কেবল শিক্ষার্থীদের পড়াশোনা আর ভাল রেজাল্টের কারণে।
University of Asia Pacific
UAP যাকে বলা হয়ে থাকে এবং যারা পূর্ণরূপ University of Asia Pacific। রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আছে অনেক সুন্দর এবং বিশাল ক্যাম্পাস।
ফার্মেসির জন্যই এই বিশ্ববিদ্যালয়টি অধিক পরিচিত। ভাল সিজিপিএ রাখার জন্য শিক্ষার্থীদের পরিশ্রম করতে হয়। এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট নর্থ সাউথের ফার্মেসির সাথে প্রতিযোগিতা করে থাকে।
Daffodil International University
ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। এদের রয়েছে বিশাল ক্যাম্পাস এবং পড়াশোনার সকল সুযোগ সুবিধা। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে পড়াশোনায় খুব ভাল করছে এবং অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করছে।
আশাকরি এখন বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে পেরেছেন। উপরে উল্লেখিত প্রথমদিকের বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ডিপার্টমেন্ট আইইবি দ্বারা গ্রহণযোগ্য, তাই এই বিষয়ে কনফিউজড হওয়ার কিছুই নেই। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
Leave a Reply