অনলাইনে অনেকগুলো ফ্ল্যাট কেনা বেচার ওয়েবসাইট গড়ে উঠেছে। এটা যেমন রিয়েল এস্টেস্ট ব্যবসার নতুন দিগন্ত উন্মোচণ করেছে, তেমনই সাধারণ মানুষের নাগরিক সুবিধা বাড়িয়ে দিয়েছে অনেকখানি। ফলে, একদিকে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা অফিসে বসেই ফ্ল্যাট বিক্রির বাড়তি সুবিধা পাচ্ছেন, অন্যদিকে গ্রাহকরা ঘরে বসেই দেখে নিতে পারছেন তাদের স্বপ্নের আবাসস্থল।
উন্নত বিশ্বে প্রায় ৮০% মানুষ অনলাইনেই তাদের ফ্ল্যাট খুঁজে নেয়। আমাদের দেশের পার্সেন্টেসটা এতটা না হলেও ফ্ল্যাট কেনার আগে অনলাইনে খোঁজ-খবর নেয়ার প্রবণতা গড়ে উঠেছে প্রায় সবার মাঝেই। যখনই কেউ ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেয়, তখন প্রথমেই ইন্টারনেটে ব্রাউজ করে দরদাম এবং অন্যান্য অনেক কিছু দেখে নেয়। এতে করে অ্যাজেন্টের কাছে যাওয়ার জরুরত থেকে বেঁচে যান তারা।
যদিও ফ্ল্যাট কেনা বেচার জন্যে অনেক রিয়েল এস্টেট ওয়েবসাইট রয়েছে, তবু আপনাকে সঠিক ওয়েবসাইটেই যেতে হবে। আপনার প্রতিষ্ঠান যদি বাংলাদেশের সেরা কিছু রিয়েল এস্টেট কোম্পানীর অন্তর্ভূক্ত হয়ে থাকে, আর আপনি সহজেই ফ্ল্যাট বিক্রি করতে চান, তবে আপনাকে এমন কিছু ওয়েবসাইট বেছে নিতে হবে যেগুলোর মাধ্যমে অনায়াসেই ফ্ল্যাট সেল করা যায়।
আবার, আপনি যদি সাধারণ গ্রাহক হন এবং ফ্ল্যাট কিনতে চান, সেক্ষেত্রেও আপনাকে এ-সব ওয়েবসাইটের দ্বারস্থ হতে হবে। কেননা, এ-সব ওয়েবসাইটের মাধ্যমে আগে আপনি পছন্দের এলাকায় ভাল মানের ফ্ল্যাটটি খুঁজে দেখতে পারবেন। সুবিধা অসুবিধা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এবং ফ্ল্যাট বিক্রেতার সঙ্গে অনলাইনেই যোগাযোগ করতে পারবেন। সুতরাং, এ রকম কিছু দরকারি ওয়েবসাইট দেখে নিন।
ফ্ল্যাট কেনা বেচার ওয়েবসাইট
BD Housing – Property Buy, Sell and Rent
স্থায়ীভাবে থাকার জন্যে ফ্ল্যাট কিনতে চাইলে যেমন BD Housing আপনার কাজে লাগবে, আবার সাময়িক সময়রের জন্যে ফ্ল্যাট ভাড়া নিতে চাইলেও এই ওয়েবসাইটটি আপনার উপকারে আসবে। অন্যদিকে, আপনি যদি ফ্ল্যাট বিক্রি করতে কিংবা ভাড়া দিতে চান, তবে আপনার জন্যে অত্যন্ত হেল্পফুল ওয়েবসাইট হতে পারে এটি।
BD Housing শুধু ফ্ল্যাটের জন্যেই নয়, বরং যে কোনও ধরণের প্রোপার্টি কেনা-বেচার জন্যে একটি উপযোগী ফ্লাটফর্ম। যেমন, জমি কিংবা বাড়ি কেনা-বেচা করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আপনি ফ্রিতে প্রোপার্টি সেলের বিজ্ঞাপন দিতে পারবেন।
PBazar – Largest Real Estate Marketplace in Bangladesh
PBazar এর পূর্ণ রূপ Property Bazar যেখানে যে কেউ যেমন প্রোপার্টি সেল করতে পারবে, তেমনই কিনতেও পারবে। এটি মূলত একটি ভার্সুয়াল রিয়েল এস্টেট মার্কেটপ্লেস যেখানে শুধু দেশের লোকজন নয়, বরং বিদেশে থাকা লোকজনও ফ্ল্যাট ক্রয় ও বিক্রয় করতে পারবে।
PBazar এর সংক্ষিপ্ত সুবিধা সমূহ –
- প্রোপার্টি ক্রেতা-বিক্রেতা, মালিক ও অ্যাজেন্টদের মধ্যে কানেক্টিভিটি তৈরি।
- ঢাকাসহ পর্যায়ক্রমে সারা দেশে প্রপেশনাল রিয়েল এস্টেট অ্যাজেন্সি সার্ভিস প্রদান।
- রিয়েল এস্টেট অ্যাজেন্সি ও ডেভেলপারদের মধ্যে ক্রয়-বিক্রয় সুবিধা প্রদান।
- মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে যোগাযোগ তৈরি ও সমন্বয় সাধন।
- ক্রেতা ও বিক্রেতার সুবিধার জন্যে বিভিন্ন ফ্রি টুল ব্যবহারের সুবিধা।
BProperty – Buy Apartments in Dhaka
BProperty বাংলাদেশে ক্রেতা-বিক্রেতাদের জন্যে অন্যতম একটি প্রোপার্টি সলিউশন ফ্ল্যাটফর্ম। প্লট ও ফ্ল্যাটসহ যাবতীয় প্রোপার্টি সার্ভিস পাবেন এই ফ্লাটফর্মে। এখানে আপনি প্রোপার্টি সার্চ করা, ভাড়া নেয়া এবং কেনার জন্যে যাবতীয় সকল সার্ভিসই পাবেন।
BProperty বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোপার্টি পোর্টালের সঙ্গে সংযুক্ত রয়েছে। যেমন, এটি ইউনাটেড আরব আমিরাতের প্রোপার্টি পোর্টাল Bayut, পাকিস্তানের Zameen এবং মরক্কোর Mubawab প্রোপার্টি বাই ওন্ড সেল পোর্টালের পার্ট হিসেবে কাজ করছে।
Dhaka Flats – Buy, Sell, Rent Flats in Dhaka
নামেই বুঝতে পারছেন যে Dhaka Flats শুধু ঢাকাবাসীদের জন্যে ফ্ল্যাট কেনা, বেচা ও ভাড়া দেয়া-নেয়ার অনলাইন পোর্টাল। এই ওয়েবসাইটে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট খুলে আপনার প্রোপার্টি বিক্রয় বা ভাড়ার জন্যে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আর ক্রেতা হিসেবেও আপনি এখানে ব্রাউজ করে পছন্দের ফ্ল্যাটটি কিনতে কিংবা ভাড়া নিতে পারবেন।
Dhaka Flats এর একটি বড় সুবিধা হচ্ছে এখানে ঢাকার বিভিন্ন এরিয়া বা জোন ভাগ করা আছে। সুতরাং, আপনি যে এলাকায় ফ্ল্যাট কিনতে চান, জাস্ট ওই এলাকার নামের ওপর ক্লিক করলেই সেখানকার সকল ফ্ল্যাট সম্পর্কে জানতে পারবেন এবং কিনতে পারবেন।
আশা করি, উপরোক্ত ৫টি ফ্ল্যাট কেনা বেচার ওয়েবসাইট সম্পর্কে জেনে আপনার ভাল লেগেছে। নিশ্চয়ই এখন হোক আর পরবর্তী সময়ে হোক, এই ওয়েবসাইটগুলো আপনার কাজে লাগবে। বিশেষ করে, যখন আপনি কোন প্রোপার্টি কিনতে বা বিক্রি করতে চাইবেন, তখন এই ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবেই আপনার উপকারে আসবে। কাজেই, লেখাটিকে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখুন।
Leave a Reply