SMS অর্থাৎ Short Message Service আমরা অনেকই ব্যবহার করে থাকি। আমাদের কোন বার্তা বা মেসেজ আমারা SMS এর মাধ্যমে পাঠিয়ে থাকি। বন্ধুবান্ধব ও আত্মীয় সজনদের সাথে যোগাযোগের খুব ভালো একটা মাধ্যম হল এসএমএস। তাছাড়া বর্তমানে কল রেট অনেক বেশি হওয়ায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এসএমএস ব্যবহার করে থাকে।
এসএমএসের আর একটি সুবিধা হলো আপনাকে কেউ ব্লাকলিস্টে রাখলেও আপনি তাকে এসএমএস পাঠাতে পারবেন। এক কথায়, এসএমএস হল তথ্য আদান প্রদানের অর্থ সাশ্রয়ী ও সুবিধাজনক একটি মাধ্যম। কিন্তু আমাদের দেশের অপারেটর কোম্পানীগুলোর নাম্বার ব্যবহার করে এসএমএস পাঠাতে হলে কিছু না কিছু অর্থ ব্যয় করতে হয়।
আপনি যদি কোন রকম অর্থ ব্যয় না করে কাউকে এসএমএস পাঠাতে চান, তবে আপনার জন্যে সে ব্যবস্থা রয়েছে। একদিকে যেমন ফ্রিতে কল করার জন্যে নানা রকম অ্যাপ রয়েছে, অন্যদিকে ফ্রিতে SMS পাঠানোর জন্য আপনি অনলাইনে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। একটুখানি হতাশার বিষয় যে, সবগুলো ওয়েবসাইটগুলো ভালোভাবে কাজ করে না। তবে, আজকে আপনাদের সাথে যে ওয়েবসাইটি শেয়ার করতে চলেছি, সেই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ও দ্রুত যে-কোনো নাম্বারে SMS পাঠাতে পারবেন।
এই ওয়েবসাইটের আর একটা ভালো দিক হলো ফ্রী এসএমএস পাঠানোর পাশাপাশি আপনি আয়ও করতে পারবেন। আশ্চর্য্য হবার কিছু নেই, এই ওয়েবসাইট থেকে সত্যিই আয় করার উপায় রয়েছে। আসুন, এসএমএস পাঠানো ও আয় করার উপায় সম্পর্কে জানা যাক-
১। ফ্রী এসএমএস পাঠাতে হলে প্রথমে আপনাকে ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে।
২। অ্যাকাউন্ট তৈরির জন্য নিম্নের রেজিস্টার লিঙ্ক এ ক্লিক করুন।
৩। রেজিস্টার বাটনে ক্লিক করলে ওয়েবসাইটি ওপেন হবে।
৪। ওয়েবসাইটে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
৫। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে ওয়েবসাইটে লগইন করতে হবে।
৬। ওয়েবসাইটে লগইন করার পর নিচে নামলে Send Free SMS Message নামে একটি প্যানেল দেখতে পাবেন।
৭। উক্ত প্যানেল থেকে যাকে এসএমএস পাঠাতে চান, তার নাম্বার এবং যে মেসেজ পাঠাতে চান, সেটা লিখে Send Message এ ক্লিক করলে আপনার এসএমএস সেন্ড হয়ে যাবে।
এখানে শুধু সিঙ্গেল মেসেজ না, চাইলে আপনি মাল্টিপল মেসেজও পাঠাতে পারবেন। তাছাড়া মাল্টিপল মেসেজের পাশাপাশি রয়েছে বাল্ক এসএমএস সার্ভিস। তবে, এ-সব সেবা গ্রহণ করতে হলে আপনাকে প্রিমিয়াম মেম্বার-শিপ নিতে হবে।
কিভাবে ওয়েবসাইট থেকে আয় করবেন
১। ওয়েবসাইট থেকে আয় করতে হলে উপরের নিয়ম অনুসারে অ্যাকাউন্ট খুলে লগইন করতে হবে।
২। ওয়েবসাইটে লগইন করলে Earn Points নামে একটা অপশন দেখতে পাবেন। Earn Point এ ক্লিক করে একটু নিচে নামলে আপনার রেফারাল লিঙ্ক দেখতে পাবেন।
৩। রেফারাল লিঙ্ক কপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
৪। আপনার শেয়ার করা লিঙ্ক থেকে যদি কেউ ওয়েবসাইটে প্রবেশ করে, তাহলে ১ পয়েন্ট। অ্যাকাউন্ট খুললে ৩ পয়েন্ট এবং আপনি প্রতিদিন লগইন করলে ২ পয়েন্ট পাবেন (২৫০ পয়েন্ট হল ১০০ টাকার সমান)।
এভাবে আপনি এই ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন।
কিভাবে টাকা তুলবেন
সর্বনিম্ন ১০ টাকা হলে আপনি ফ্লাক্সিলোডের মাধ্যমে টাকা নিতে পারবেন। তবে, বিকাশে নিতে হলে ৫০ টাকা এবং রকেটে নিতে হলে ১০০ টাকা হতে হবে। আপনার অ্যাকাউন্টে উল্লেখিত পরিমাণ টাকা জমা হয়ে গেলে আপনি ওয়েবসাইটের ফেসবুক পেজে মেসেজ করলে আপনাকে আপনার টাকা দিয়ে দেওয়া হবে।
উক্ত ওয়েবসাইটির মাধ্যমে আপনার যে-কোনো নাম্বারে ফ্রী এসএমএস পাঠাতে পারবেন। তবে, এই ওয়েবসাইট থেকে এসএমএস পাঠালে যাকে এসএমএস পাঠাবেন, তার কাছে আপনার নাম্বার যাবে না। আপনার নাম্বারের পরিবর্তে অন্য একটি রেনডম নাম্বার যাবে। যারা নিজের নাম্বার গোপণ করে অন্য নাম্বারে এসএমএস পাঠাতে চান, তাদের জন্যে এই ওয়েবসাইটটি দারুণ।
এই ওয়েবসাইট থেকে আপনার বন্ধুদের সাথে মজাও করতে পারবেন, পাশাপাশি আপনার এসএমএস না থাকলে ফ্রী এসএমএস পাঠাতেও পারবেন। তবে, ওয়েবসাইট থেকে কাউকে হুমকি মূলক কোন এসএমএস সেন্ড করলে বা গালাগালি করলে আপনাকে ওয়েবসাইট থেকে ব্লক করা হবে। তাই, আশা করবো ভালো কাজে এই সেবাটি ব্যবহার করবেন।
আজকে আমার জানলাম কিভাবে আপনি যে-কোনো নাম্বারে ফ্রী SMS পাঠাতে পারবেন ও পাশাপাশি কিছু অর্থ আয় করতে পারবেন। আশা করি, ফ্রি এসএমএস নিয়ে লেখা এই পোস্টটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি হয়ে থাকে অর্থাৎ ফ্রিতে এসএমএস পাঠাতে পারেন, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Juned ahmed says
ফ্রি এসএমএসের সঙ্গে আয়ের উপায় জানিয়ে দেয়ারা জন্যে লেখককে অনেক অনেক ধন্যবাদ। আশা করি, এ লেখাটি পড়ে আমার মতো অনেকেই ফ্রি এসএমএস পাঠানোর পাশাপাশি কিছু সাইড ইনকাম করতে পারবেন।
Ap Agm says
ভাই, ওয়েব খোলে না।