অনলাইনের অগণিত অ্যাপের মধ্যে এমন কিছু ফ্রি শিক্ষামূলক অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে বাচ্চাদের দক্ষ করা যায় ইংরেজী, গণিত, বিজ্ঞান সহ অন্যান্য অনেক জটিল বিষয়ে। আর এই অ্যাপগুলো পাওয়া যায় সম্পূর্ণ ফ্রিতে।
আপনার সন্তানকে পড়াশোনা সহ অন্যান্য বিষয়ে আগ্রহী ও মনোযোগী করতে ডাউনলোড করতে পারেন এই শিক্ষামূলক অ্যাপগুলো। যেগুলো খেলার ছলে আপনার সন্তানের মেধা ও মনোযোগ বৃদ্ধিতে রাখবে উল্লেখযোগ্য ভূমিকা।
বাচ্চাদের জন্য ফ্রি শিক্ষামূলক অ্যাপ
অনলাইনে অসংখ্য শিক্ষামূলক অ্যাপ রয়েছে যার তালিকা করে শেষ করা যাবে না। অনেক অ্যাপসের মাঝ থেকে এখানে উল্লেখযোগ্য ১০টি অ্যাপসের বর্ণনা দেয়া হলো। আপনার প্রয়োজনীয় অ্যাপগুলোর পাশাপাশি সন্তানের জন্য যেগুলো ডাউনলোড করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে।
Learning ABC For Kids
আপনার সন্তানের পড়াশোনার প্রথম সহায়ক বন্ধু হতে পারে এই শিক্ষমূলক অ্যাপটি। বিশেষ করে ৫ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এটা বেশি উপযোগী। কারণ এখানে বাচ্চাদেরকে ইংরেজির মূল ভিত্তি অর্থাৎ অ্যালফাবেট শেখানো হয় সঠিক উচ্চারণ সহ।
এই অ্যাপে আপনার সন্তানের জন্য থাকছে ৫টি গেম। যেগুলোর খেলতে গিয়ে আপনার সন্তান নিজের অজান্তেই দক্ষ হয়ে উঠবে বর্ণমালার উচ্চারণ, পুনর্বিন্যাস, বড় এবং ছোট হাতের অ্যালফাবেট চিহ্নিতকরণ, ছবি এবং বিভিন্ন শব্দের অনুমান সম্পর্কে।
আরো পড়ুন:
SkyView® Free – Explore The Universe
বাচ্চারা স্বভাবতই কৌতূহলী হয়। আর আকাশ নিয়ে কৌতূহলতো বাচ্চা-বুড়ো সবারই।
আপনার বাচ্চা যদি নক্ষত্রমণ্ডল নিয়ে আগ্রহী হয় তবে স্কাই ভিউ ইউনিভার্স অ্যাপটিকে আপনার জন্য আশীর্বাদ বলা চলে। কারণ এই অ্যাপটির মাধ্যমে আপনার সন্তান দেখতে পাবে মাথার ওপরে থাকা বিশাল আকাশের সবকিছু। যে কোন গ্রহ, নক্ষত্রমণ্ডল এমনকি স্যাটেলাইট পর্যন্ত দেখা যাবে স্পষ্ট। কোনকিছু দেখার পরে সেটা ক্লিক করলে এর সম্পর্কে পাওয়া যাবে জানা-অজানা রহস্যময় সব তথ্য।
জ্যোতির্বিদ্যা, মহাকাশচারী, তাদের বিভিন্ন মিশন, পৃথিবী থেকে গ্রহ-নক্ষত্রের দূরত্ব ইত্যাদি নানান ধরনের তথ্যে পরিপূর্ণ একটি ফ্রি শিক্ষামূলক অ্যাপ এটি। যে সব বাচ্চারা জ্যোতির্বিদ্যা নিয়ে কৌতূহলী তাদের আগ্রহ বৃদ্ধিতে এই অ্যাপটির জুড়ি মেলা ভার।
আরো পড়ুন:
Friendly Math Monsters For Kindergarten
খেলার ছলে শেখানোর ক্ষেত্রে এই অ্যাপটি নিঃসন্দেহে অসাধারণ। এই শিক্ষামূলক অ্যাপটি একই সাথে বিনোদনমূলক, রঙিন, মজার এবং গাণিতিক দিক থেকে নিখুঁতভাবে দক্ষ। গাণিতিক দৃষ্টিকোণ থেকে এই অ্যাপটি বাচ্চাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে। এই অ্যাপ থেকে বাচ্চারা শেণিবিভাজন, গণনা, ছোট এবং বড় সংখ্যা চিহ্নিতকরণ এবং সাধারণ যোগ-বিয়োগ-গুণ-ভাগ শিখতে পারবে সহজে।
আরো পড়ুন:
Worlds Worst Pet – Vocabulary
আপনার সন্তানের বয়স কত?
৭-১৪ যদি হয় তাহলে এখনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিতে পারেন শিক্ষামূলক এই অ্যাপটি। আপনার সন্তানের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে এই অ্যাপটি যথেষ্ট।
এখানে গল্পের ছলে বাচ্চাদের শব্দ শেখানো হয়। কোন রকম শিক্ষামূলক উপকরণ ছাড়াই গল্প বাচ্চাদের আকৃষ্ট করে। একটা অ্যাডভেঞ্চারে সঙ্গীদের কথোপকথন থেকে শেখা যাবে অনেক শব্দ।
আরো পড়ুন:
Flow Free
এই পাজেল গেমটা ছোটদের পাশাপাশি বড়দেরও পছন্দ। এখানে ভিন্ন-ভিন্ন রঙের বিন্দুগুলোকে একত্রিত করতে হবে। তবে চ্যালেঞ্জটা হচ্ছে এক রঙের রেখা অন্য রঙকে ক্রস করতে পারবে না।
এই পাজেল গেমগুলো বাচ্চাদের মনোযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনলাইনে প্রায় ২০০০ এর মতো এমন পাজেল গেম আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিতে যে কোন একটা ডাউনলোড করা।
আরো পড়ুন:
Fish School
ফিস স্কুল হচ্ছে এমন একটা ফ্রি শিক্ষামূলক অ্যাপ যেখানে আপনার সন্তান বিভিন্ন বর্ণ, সংখ্যা, আকার শিখতে পারবে মজার ছলে। এটা মাছের স্কুল যেখানে মাছদের বিভিন্ন বর্ণমালায় সাজিয়ে সাঁতার কাটানো যায়। দুই বছর এবং তার বেশি বয়সের বাচ্চাদের খেলার মধ্য দিয়ে শেখানোর জন্য এই অ্যাপটা অসাধারণ।
ফিস স্কুল অ্যাপটি একই সাথে অ্যানড্রয়েড, আইফোন, আইপ্যাড এবং আইপড সহ বিভিন্ন অপারেটর সিস্টেমে ব্যবহারযোগ্য।
আরো পড়ুন:
Phonics Ninja
নিনজা বলতে আমরা তলোয়ার হাতে মারামারিতে দক্ষ কারো কথাই ভাবি। কিন্তু ফনিকস নিনজা অ্যাপের কিউট নিনজা ফনিকসে দক্ষ। এই গেমের দৃশ্য, শব্দ এবং প্রত্যেকটা ক্লিকই গুরুত্বপূর্ণ ফনিকস দক্ষতা বাড়াতে সহায়ক।
এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি চাইলে নিজ কণ্ঠের ফনিকস রেকর্ডও শোনাতে পারেন সন্তানকে। চার বছর এবং তার বেশি বয়সের বাচ্চাদের জন্য এই অ্যাপটি প্রযোজ্য। আইফোন, আইপ্যাড এবং আইপডে ব্যবহারযোগ্য।
আরো পড়ুন:
Color Band
বেশির ভাগ বাচ্চারাই ছবি আঁকতে পছন্দ করে। আর এই অ্যাপটিতে ছবি আঁকার জন্য ৮০টিরও বেশি রঙ আছে। এছাড়াও ছবি আঁকার সাথে রয়েছে দারুণ সব মিউজিক। ছবি আঁকতে-আঁকতে গান শুনতে পারবে আপনার সন্তান।
এখানে যতগুলো রঙ দেয়া থাকবে তারচেয়েও বেশি রঙ কেনা যাবে পরবর্তীতে। তিন বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্য এই অ্যাপটি উপযোগী। তবে এই অ্যাপ শুধু আইপ্যাডে ব্যবহারযোগ্য। আপনার সন্তানকে যদি ইতিমধ্যেই একটি আইপ্যাড দিয়ে থাকেন, তবে ডাউনলোড করে দিন এই ফ্রি শিক্ষামূলক অ্যাপ যা তার মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
আরো পড়ুন:
Vocabulary Spelling City
বানানের পরীক্ষা যে কারো জন্য ভীতিকর। তবে এই অ্যাপটি এই ভীতিকর বিষয়টাকেই মজার সব খেলার মাধ্যমে সহজ করে দিবে। এই অ্যাপের মাধ্যমে শুধু বাচ্চারাই নয়, যেকোন বয়সের ব্যক্তিই নিজের শব্দ ভাণ্ডার করতে পারবে সমৃদ্ধ। এখানে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত শব্দের তালিকা থাকবে।
ছয় বছর বা তার বেশি বয়সের বাচ্চাদের জন্য অ্যাপটি উপকারী। অ্যানড্রয়েড সহ যে কোন অপারেটর সিস্টেমে ডাউনলোডযোগ্য।
আরো পড়ুন:
Thinking Blocks Multiplication
যোগ-বিয়োগ শেখানো গেলেও বাচ্চাদের ভাগ শেখাতে গিয়ে সত্যিই বেগ পেতে হয়। এই ভাগ অংক শেখানোর কাজটা সহজ করার জন্যই অ্যাপটি।
এই অ্যাপটি একটার পর একটা ধাপ অতিক্রম করে ভাগ অংকের সঠিক উত্তর বের করতে সহায়তা করবে আপনার সন্তানকে।
সাত থেকে বেশি বয়সের বাচ্চাদের জন্য অ্যাপটি উপযোগী। তবে এটা শুধু আইপ্যাডে ব্যবহারযোগ্য।
আরো পড়ুন:
আমাদের স্মার্টফোন এবং কম্পিউটার সর্বাদাই ভরা থাকে বিভিন্ন রকম অ্যাপে। অনলাইন জুড়ে থাকা নানান ধরনের অ্যাপের মধ্য থেকে কিছু ফ্রি শিক্ষামূলক অ্যাপ অবশ্যই ডাউনলোড করা উচিত। যেহেতু এখনকার বাচ্চাদের মোবাইল এবং কম্পিউটারের দিকেই আগ্রহ বেশি, সেহেতু এসব শিক্ষামূলক অ্যাপের যোগান অবশ্যই প্রয়োজনীয়।
Leave a Reply