আপনি যদি হোটেল, ফাস্টফুড কিংবা রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার সাথে যুক্ত থাকেন, তবে ব্রুসিয়ার ডিজাইন নিয়ে নিশ্চয়ই আপনার মাথা ব্যথা রয়েছে। কারণ, একটা বিউটিফুল ব্রুসিয়ার না থাকলে আপনার রেস্টুরেন্ট ব্যবসা ঝিমিয়ে যাবে। আপনি অনেক কাস্টমার হারাবেন, এমনকি নতুন কাস্টমার পেতেও আপনাকে অনেক বেগ পেতে হবে। সুতরাং, এই ১০টি ফ্রি ব্রুসিয়ার ডিজাইন টেমপ্লেট আপনার জন্য এই পোস্টে প্যাক করা হয়েছে।
ফুড বিজনেসের জন্য ব্রুসিয়ারের গুরুত্ব সর্ম্পকে প্রত্যেকেরই সম্যক ধারণা রয়েছে। আপনার ফাস্টফুড কিংবা রেস্টুরেন্টে এসে কাস্টমার যদি জানতে না পারে যে, কী কী খাবার রয়েছে, তাহলে তারা খুবই বিরক্ত হবে। ভবিষ্যতে আপনার রেস্টুরেন্টে আসার আগে তাদের মনে পড়বে যে এখানে ফুড মেন্যু দেখার উপায় নেই। সুতরাং, দ্বিতীয়বার আপনার রেস্টুরেন্টে তারা নাও আসতে পারে। কাজেই, ফুড মেন্যু উপস্থাপনের জন্য আপনার রেস্টুরেন্টে অবশ্যই ব্রুসিয়ার থাকা চাই।
ব্রুসিয়ার শুধু আপনার খাবারের তালিকাই উপস্থাপণ করে না, এটি একই সঙ্গে আপনার ফাস্টফুড, হোটেল ও রেস্টুরেন্টের প্রচার ও প্রসারেও দারুণ ভূমিকা রাখে। সুতরাং, ব্রুসিয়ার হওয়া চাই সুন্দর, নান্দনিক ও নজরকাড়া। এখানে এ রকমই কিছু ব্রুসিয়ার রয়েছে যেখান থেকে আপনি বাছাই করে নিতে পারেন আপনার পছন্দেরটি।
ফ্রি ব্রুসিয়ার ডিজাইন টেমপ্লেট
অনলাইনে তুমুল অ্যাক্টিভ আর প্রশংসিত ডিজাইনারদের তৈরি করা সেরা ১০টি ব্রুসিয়ার ডিজাইন টেমপ্লেট থাকছে এই পোস্টে, সবগুলোই ফ্রি। এখান থেকে যে কোন ব্রুসিয়ার ডাউনলোড করে আপনি আপনার রেস্টুরেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার পছন্দের ব্রুসিয়ারে থাকা টেক্সট্ পরিবর্তণ করে নেয়া। আপনার ব্যবসায়িক লোগো, ঠিকানা, ওয়েব অ্যাড্রেস (যদি থাকে) এবং অন্যান্য সকল তথ্য পরিবর্তণ করে আপনার রেস্টুরেন্টের তথ্য দিয়ে গুছিয়ে নেয়া। এরপর, প্রিন্টের জন্য প্রস্তুত করা।
আরো দেখুন:
১. রেস্টুরেন্ট ব্রুসিয়ার টেমপ্লেট ফ্রি ভেক্টর
২. কাপ কেক ফ্রি বেকারি ব্রুসিয়ার টেমপ্লেট
৩. টেস্টি রেস্টুরেন্ট ফ্রি প্লায়ার টেমপ্লেট
৪. রেস্টুরেন্ট মেন্যু পিএসডি টেমপ্লেট
৫. রেস্টুরেন্ট মেন্যু কার্ড ডিজাইনস্ ৩
৬. ফ্রি রেস্টুরেন্ট মেন্যু কার্ড/ ব্রুসিয়ার পিএসডি
৭. রেস্টুরেন্ট মেন্যু টেমপ্লেট ফ্রি ভেক্টর
৮. সিএমওয়াইকে রেস্টুরেন্ট মেন্যু টেমপ্লেট ফ্রি ভেক্টর
৯. রেস্টুরেন্ট মেন্যু ফ্রি ভেক্টর
১০. ট্রাই-ফোল্ড রেস্টুরেন্ট ফুড মেন্যু টেমপ্লেট ফ্রি পিএসডি
আপনার রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুডের জন্য এখানকার যে কোন ফ্রি ব্রুসিয়ার ডিজাইন টেমপ্লেট ব্যবহার করতে পারেন কোন খরচ ছাড়াই। যে টেমপ্লেটটি আপনার ভাল লাগবে, সেটির সোর্স পেজে গিয়ে ডাউনলোড করে নিন। এরপর আপনার রেস্টুরেন্টের লোগো, ঠিকানা এবং অন্যান্য তথ্য পরিবর্তণ করে নিন।
Leave a Reply