বর্তমানে অনেক কোম্পানিই ফ্রি ডোমেইন ও হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। অনেকেই শখের বসে একটি ওয়েবসাইট খুলে ফেলে। কিন্তু ডিস্ক স্পেস এবং ব্যান্ডউইথের কথা তারা মাথায় রাখে না। পরবর্তীতে এই জিনিসগুলোর জন্যই তারা ভোগান্তিতে পড়ে যায়।
প্রথমত, আপনার ওয়েবসাইট তৈরির অবশ্যই একটি উদ্দেশ্য থাকতে হবে। যেমনঃ আপনি ই-কমার্স সাইট খুলতে পারেন বা ব্লগ সাইট খুলতে পারেন। তবে আপনি যদি ই-কমার্স সাইট খুলে প্রডাক্টের রিভিউ, ভিডিও ইত্যাদি দিতে চান, তবে আপনার ডিস্ক স্পেসও বেশি হতে হবে। চলুন তাহলে ফ্রি ডোমেইন ও হোস্টিং সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফ্রি ডোমেইন ও হোস্টিং
ফ্রি ডোমেইন ও হোস্টিংয়ের জন্য কিছু কোম্পানি রয়েছে যারা আপনাকে ফ্রিতেই বেশ ভালো সার্ভিস দিবে। সাধারণত আমরা ডোমেইন ও হোস্টিং এর জন্য ভালো কোম্পানি খুঁজি। সেইসব কোম্পানির কাছ থেকে পেইড সার্ভিস নিয়ে থাকি এবং খরচও অনেক। তবে যারা একদমই নতুন একটি ওয়েবসাইট খুলতে চান তারা ফ্রিতে এই সার্ভিসগুলো নিতে পারেন।
নতুনদের জন্য এটি বেশ উপকারি এবং একটি সাইট বানিয়ে তারা কন্টেন্ট লিখে, এসইও করে সাইটের মান উন্নত করার মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাই করতে পারবে। যারা ইংরেজিতে ভালো কন্টেন্ট লিখেন তারাও নিজেদের একটি সাইট বানিয়ে কন্টেন্ট লিখে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন।
কিছু সাইট আছে যারা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং সার্ভিস প্রদান করে। তাদের সাথে পরিচিত হয়ে নিই আসুন।
U Host Full
ইউ হোস্ট ফুল একটি নির্ভরযোগ্য সাইট যেখান থেকে আপনি ফ্রি ডোমেইন ও হোস্টিং সার্ভিস নিতে পারেন। ইউ হোস্ট ফুল ২০১২ থেকে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যেহেতু ডট কম একটি ওয়েবসাইট সেহেতু সাইট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও খুব কম। তারা ফ্রিতে যেসব সার্ভিস প্রদান করছে :
- আনলিমিটেড স্পেস
- আনলিমিটেড ব্যান্ডউইথ
- দ্রুত একটিভেশন
- নো অ্যাড
- সুপার ফাস্ট সার্ভারস
- মাইএসকিউএল ডাটাবেজ
- মেইলবক্স
- ওয়েবসাইট কন্ট্রোল প্যানেল
- ওয়েবসাইট স্ট্যাটিক
- অন ক্লিক ইনস্টল অ্যাপ্লিকেশন
- ওয়েবমেইল
এছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা।
BYET INTERNET SERVICES
বাইট ইন্টারনেট সার্ভিসও বেশ ভালোমানের একটি ডোমেইন ও হোস্টিং কোম্পানি। তারাও বেশ নির্ভরযোগ্য। ২০১০ সাল থেকে তারাও তাদের সার্ভিস প্রদান করে আসছে। তারা যেসব সার্ভিস প্রদান করছে:
- আনলিমিটেড ডিস্ক স্পেস
- আনলিমিটেড মাসিক ট্রান্সফার/ব্যান্ডউইথ
- আনলিমিটেড অ্যাডঅন ডোমেইন
- আনলিমিটেড পার্কড ডোমেইন
- ফ্রি টেকনিক্যাল সাপোর্ট
- কন্ট্রোল প্যানেল ম্যানেজ
- নো অ্যাডস
FREE HOSTING
ফ্রি হোস্টিং কোম্পানিও ইউ হোস্ট ফুল এর মত নির্ভরযোগ্য সাইট। তাদের যথেষ্ট কাস্টমার রয়েছে। তাছাড়া ফ্রি হোস্টিংও একটি ডট কম সাইট। তাই তারা ২০১০ সাল থেকে এখনো তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আপনিও তাদের থেকে সার্ভিস নিতে পারেন। ফ্রি হোস্টিং যেসব সার্ভিস প্রদান করছে :
- ১০ জিবি ডিস্ক স্পেস
- আনমিটার্ড ব্যান্ডউইথ
- ১টি ইমেইল অ্যাকাউন্ট
- ১টি মাইএসকিউএল ডাটাবেজ
- কন্ট্রোল প্যানেল ম্যানেজ
FREE HOSTING NO ADS
ফ্রি ওয়েব হোস্টিং নো অ্যাডস ডট নেট কোম্পানিও খুব ভালো সার্ভিস প্রদান করে থাকে। তারাও ২০১০ সাল থেকে এখন পর্যন্ত তাদের সার্ভিস প্রদান করে যাচ্ছে। তারা যেসব সার্ভিস প্রদান করছে:
- ২০ জিবি ডিস্ক স্পেস
- ২০০ জিবি ব্যান্ডউইথ
- দ্রুত একটিভেশন
- ৩টি মাইএসকিউএল ডাটাবেজ
- ৩টি ইমেইল অ্যাকাউন্ট
- ৩টি এফটিপি অ্যাকাউন্ট
- কন্ট্রোল প্যানেল ম্যানেজ
- টেকনিক্যাল সাপোর্ট
- নো অ্যাডস
উপরিউক্ত এই কোম্পানিগুলো বেশ ভালো হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। যদিও ফ্রি কোনো কিছুই ভালো নয়। যারা নতুন একটি ওয়েবসাইট খুলতে চান বা ব্লগিং করার ইচ্ছা আছে যাদের, তারা ফ্রিতে এই সাইটগুলো থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন।
বর্তমানে ওয়ার্ডপ্রেস সাইট বেশ জনপ্রিয়। সেরা ২টি ওয়ার্ডপ্রেস হোস্টিং কোম্পানী থেকে হোস্টিং সার্ভিস কিনে ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারেন। আবার চাইলে এসব ফ্রি ডোমেইন ও হোস্টিং সাইট থেকে খুব সহজেই একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তবে তাদের কিছু শর্ত রয়েছে। সেগুলো ভালোভাবে পড়ে তারপর তাদের সার্ভিসটি নিবেন।
Ahadul Islam says
হেল্পফুল পোস্ট, যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন বা শিখবেন তাদের জন্যে খুবই প্রয়োজনীয় পোস্ট। নিজেদের তৈরি ওয়েবপেজকে লাইভ টেস্ট করার জন্যে প্রায়ই ওয়েব ডেভেলপারদের ফ্রি ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হয়।
Ahadul Islam says
ফ্রি ডোমেইন আর হোস্টিং ব্যবহারের এই সাইটগুলো সবার জন্যেই দরকারি। বিশেষ করে নতুনদের জন্য এগুলো নির্ভরযোগ্য ও অনেক গুরুত্বপূর্ন। ধন্যবাদ পোস্টটি দেওয়ার জন্য, আমার সাইটেও সেরা দশটি ফ্রী হোস্টিং নিয়ে একটি পোস্ট আছে, চাইলে ঘুরে আসতে পারেন।
DM Sayed says
প্রি ডোমেইন আর হোস্টিং নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে, ফ্রিতে ডোমেইন কিংবা হোস্টিং ব্যবহার করার এই সাইটগুলো অনেকের জন্যেই অনেক প্রয়োজনীয়।
Mohammad Ridoy says
Thanks for Advice…
ফ্রি domain hosting অনেকের প্রয়োজন পরে।
প্রশ্ন: এসব জায়গা থেকে এগুলো ফ্রিতে নিয়ে কি Blogging করে adsence থেকে আয় করা যায়?
Please tell me…
টি আই অন্তর says
আপনার জানার আগ্রহের জন্যে ধন্যবাদ, মোহাম্মদ হৃদয়। আপনার প্রশ্নের উত্তর, এক কথায় “না”। এ-সব জায়গা থেকে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে আপনি নিজের শখ মেটাতে পারবেন। কিন্তু প্রপেশনাল ব্লগার হতে পারবেন না। অ্যাডসেন্স থেকে আয় করার জন্যে আপনাকে প্রপেশনাল হতে হবে। আর তার মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপ লেভেল ডোমেইন থাকা।
bengali says
ফ্রি ডোমেইন হোস্টিং এর আপডেটগুলো দেবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ-রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেলে যারা নতুন ওয়েবসাইট তৈরির শিক্ষা গ্রহণ করছে তারা টাকা ইনভেস্ট না করে ফ্রিতে ওয়েবসাইট তৈরীর শিক্ষা গ্রহণ করতে পারবে এবং বেশ কিছু জানতে পারবে বুঝতে পারবে।
News job says
যারা ফ্রি ডোমেইন কিংবা হোস্টিং খুঁজছেন, তাদের জন্যে খুব ভালো এবং উপকারি একটি পোষ্ট।