আপনি যদি আপনার ল্যাপটপ কিংবা পিসি ব্যবহারকে আরো স্বাছন্দ্যময় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে টাইপ শিখতে হবে। আর টাইপ শিখতে আপনাকে সাহায্য করবে ফ্রি টাইপিং সফটওয়্যার যেগুলো ব্যবহার করে কিবোর্ডের উপর নিজের হাতকে পাকাপোক্ত করতে পারবেন।
সাধারণ থেকে উচ্চ পদের যে চাকরিই করতে চান না কেন, আপনার কম্পিউটারে টাইপিং জানা প্রয়োজন। কারণ, আপনাকে প্রায়ই ডকুমেন্ট তৈরি করতে হবে, ইমেল লিখতে হবে এবং এ জাতীয় আরো অনেক কাজই করতে হবে যেখানে টাইপিং জানা জরুরি।
কিন্তু টাইপিং কিভাবে শিখবেন? কিভাবে আপনার টাইপিং স্পিড বৃদ্ধি করবেন?
আজকের পর্বে আপনার এই সমস্যাকে কেন্দ্র করে সমাধান হিসাবে থাকছে সেরা কয়েকটি ফ্রি টাইপিং টুল বা সফটওয়্যারের তালিকা। টাইপিং স্পিড বাড়ানোর সহজ ৫ উপায় এর মধ্যে টাইপিং টিউটর একটি। এই টাইপিং টিউটরগুলো আপনাকে আপনার টাইপিং স্পিড বাড়াতে সাহায্য করবে। আর সবচেয়ে মজার বিষয় হলো অনুশীলন শুরুর এক সপ্তাহের মধ্যেই আপনি এর ফলাফল দেখতে পারবেন।
টাইপিং টিউটর কি?
শুরুতেই একটি শব্দ আপনার কাছে তুলে ধরেছিলাম আর তা হলো টাইপিং টিউটর। টাইপিং টিউটর মূলত এক ধরনের সফটওয়্যার যা আপনাকে আপনার টাইপিং স্পিড বাড়াতে সাহায্য করবে বিভিন্ন খেলা ও অনুশীলনের মাধ্যমে।
আর টাইপিং টিউটরের প্রয়োজনীয়তাটা এ জায়গাতেই যে আমরা টাইপিং শুরু করলেও সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে তা নিয়ে আর এগুতে চাই না। যেখানে টাইপিং টিউটর আপনাকে সকল দিক দিয়েই সাহায্য করবে আর এটি নিয়েই পরবর্তী আলোচনা সংঘটিত হতে যাচ্ছে।
ফ্রি টাইপিং সফটওয়্যার
ক্যাপচা এন্ট্রি করে আয় করার যেসব ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে কাজ করতে হলে আপনার অবশ্যই টাইপিং স্পিড ভাল থাকতে হবে। আর টাইপিং শেখা ও স্পিড বাড়ানোর জন্যে নিম্নোক্ত সফটওয়্যারগুলো আপনার জন্যে অত্যন্ত সহায়ক হবে।
Typing.com
Typing.com হলো এমন একটি ফ্রি টাইপিং সফটওয়্যার যা আপনাকে অনুশীলনের পাশাপাশি আপনার সব সময়ের উন্নতির বিষয়টি সংগ্রহ করে রাখে। এছাড়াও, এখানে ১ মিনিট, ৩ মিনিট ও ৫ মিনিট এর টাইপিং টেস্ট রয়েছে যা আপনার স্পীড বাড়াতে সাহায্য করবে।
TypingClub
TypingClub অন্যতম জনপ্রিয় একটি ওয়েব ভিত্তিক ফ্রি টাইপিং সফটওয়্যার। টাইপিং ক্লাব একজন টাইপিং শিক্ষক এর জন্য অন্যতম একটি সফটওয়্যার হতে পারে যা একই সময় একাধিক ক্লাস নেয়ার সুযোগ দিয়ে থাকে। এছাড়াও, শিক্ষার্থীদের উন্নতি অবনতি এ বিষয়গুলোরও খেয়াল রাখা যায় সহজেই। টাইপিং ক্লাবের অন্যতম একটি ফিচার হলো এটি ওয়েব ভিত্তিক হওয়ার পাশাপাশি এটির অ্যাপও রয়েছে।
The Typing Cat
ফ্রি টাইপিং সফটওয়্যার হিসাবে The Typing Cat এর জনপ্রিয়তা আপনার হয়তো জানা থাকতে পারে, যদি আপনি এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করে থাকেন। ফ্রি টাইপিং অনুশীলনের পাশাপাশি এটি আপনার অনুশীলনের জন্য একাধিক কি-বোর্ড লে-আউট সরবরাহ করে থাকে।
Typing Master
উপরোক্ত সফটওয়্যারগুলোর মতোই Typing Master হলো তেমনি একটি ফ্রি টাইপিং সফটওয়্যার। আর এটি আপনাকে আপনার WPM পরীক্ষা করার সুযোগও দিয়ে থাকে।
Ratatype
Ratatype হলো এমন একটি ফ্রি টাইপিং সফটওয়্যার যা আপনাকে আপনার স্পীড বৃদ্ধির জন্য আপনার প্রত্যেক আঙুলের অবস্থান এর উপর প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ, আপনি স্পীড বৃদ্ধির জন্য আপনার আঙুল কোনটি কোথায় রাখতে হবে তা বুঝতে পারবেন। আর এ বিষয়টি আপনার টাইপিং স্পীড বৃদ্ধির জন্য অন্যতম একটি পন্থা।
RapidTyping
RapidTyping একটি ফ্রি সফটওয়্যার যা আপনি অনলাইনেই ব্যবহার করতে পারবেন। আর এখানকার সবচেয়ে অনন্য বিষয়টি কি জানেন? এটির মাধ্যমে আপনি বিভিন্ন গেম এবং বিনোদনমূলক কাজের মাধ্যমে আপনার স্পীড বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও, একটি ভার্চুয়াল কি-বোর্ড রয়েছে যেখানে এমন কিছু টিউটোরিয়াল দেখানো হয় যা আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার আঙুল কি-বোর্ডে বসাবেন।
TypeLift
আপনি যদি একটি ফ্রি টাচ টাইপিং সফটওয়্যার এর খোঁজে থাকেন এবং তা ব্রাউজারেই চালাতে চান, তবে TypeLift হতে পারে আপনার পছন্দ। TypeLift অন্যতম একটি সফটওয়্যার যা আপনাকে খুব তাড়াতাড়িই আঙ্গুলের স্পীড বৃদ্ধিতে সাহায্য করতে পারে।
Keyblaze
Keyblaze সফটওয়্যারটি একজন বিগিনারের জন্য হতে পারে অন্যতম একটি টাইপিং টুল। কেননা, এখানে শুরু থেকেই আপনার জন্য থাকছে একাধিক টাইপিং টিউটোরিয়াল যা খুব সহজেই আপনাকে আপনার স্পীড বৃদ্ধিতে সহায়তা করতে পারবে। এটি একটি স্কুলের জন্য অন্যতম একটি সফটওয়্যার হতে পারে। বিশেষ করে এটির টিউটোরিয়াল এর বিষয়টি স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য অনেক বেশি সাহায্য করতে পারে।
Typing Trainer
Typing Trainer এর মূল বিষয়টি এর নামের মাধ্যমেই প্রকাশ পায়। উপরোক্ত ফ্রি টাইপিং সফটওয়্যারগুলোর সাথে এটির মূল পার্থক্য যেখানে তা হলো উপরোক্ত সফটওয়্যারগুলো আপনাকে আপনার স্পীড বৃদ্ধিতে সাহায্য করবে এবং তার ফলাফলও খুব শীঘ্রই পাবেন। তবে Typing Trainer এর পাশাপাশিও আরেকটা সুবিধা দিয়ে যাচ্ছে যা এটিকে বাকিগুলোর থেকে আলাদা করেছে। আর সেটি হলো এটি আপনার স্পীড বৃদ্ধির পাশাপাশি আপনাকে কিছু শর্ট টেকনিক শেখাবে যা আপনার স্পীড আরো বেশি বাড়াতে পারবে।
Rapid Typing Tutor
আপনি কি গেম খেলে টাইপিং শিখতে চাচ্ছেন? তাহলে Rapid Typing Tutor এর চেয়ে ভালো কোনো সফটওয়্যার আপনি নাও পেতে পারেন। কেননা, এখানে বিভিন্ন গেম খেলার পাশাপাশিও আপনি পাচ্ছেন বিভিন্ন বিনোদনমূলক সেশন যা অনুশীলনের সময় আপনার এক ঘেয়েমিতাকে কাটাতে সক্ষম। আর এর মাধ্যমে বেশি অনুশীলন যেমন করতে পারবেন, তেমনি স্পীড অনেকটাই বৃদ্ধি পাবে।
টাইপিং কেন শিখতেই হবে?
শুরুতেই একটি কথা বলেছিলাম বিস্তারিত ব্যাখ্যা নিয়ে। এ পর্যায়ে সেই বিষয়টিই থাকছে। আসলে টাইপিং স্পীড আপনার কম্পিউটার ব্যবহারকে করতে পারে অনেক স্বাছন্দ্যময় আবার এটা হতে পারে আপনার হাজারো মাথা ব্যাথার কারণ। যার মূল কারণ কিছুটা এমন-
ধরুন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডেই কোনো কিছু লিখছেন আর আপনার লেখার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৫ মিনিট। এখন আপনার যদি কি-বোর্ড সমন্ধে ধারণা থাকে, তবে ৫ মিনিট নয় ২ মিনিটেই করে ফেলে সবাইকে চমকে দিতে পারবেন। কিন্তু, আপনি যদি কি-বোর্ড সমন্ধে নাই জেনে থাকেন, তবে অন্যদের চমক দেয়ার আগে নিজেই চমকে যাবেন যখন দেখবেন ১০ মিনিটেও আপনার কাজ শেষ হচ্ছে না।
আর আপনার উক্ত সমস্যাটাকে কেন্দ্র করেই উপরোক্ত সফটওয়্যারগুলো তৈরি হয়েছে যা আপনার টাইপিংকে নিয়ে যেতে পারে শিল্পের পর্যায়ে।
Md Ruhan says
অনেক ধন্যবাদ টাইপ শেখার জন্যে মূল্যবান সফটওয়্যারগুলোর সাথে পরিচয় করে দেয়ার জন্যে। এই সফটওয়্যারগুলো ব্যবহার করে নিশ্চয়ই খুব দ্রুত টাইপ শেখা যাবে।