আমরা প্রায় সকলেই অ্যান্ড্রয়েড ফোনে নানা রকম ফ্রি অ্যাপস্ ব্যবহার করি। যে সকল অ্যাপস্ আমাদের ফোনের জন্য খুব জরুরী তার মধ্যে ফ্রি কল রেকর্ডার অ্যাপস্ অন্যতম। কিছু ফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ফোনে ডিফল্ট হিসাবে কল রেকর্ডার অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের জন্য দিয়ে থাকে। আবার কিছু কিছু হ্যান্ডসেট তাদের ডিফল্ট কল রেকর্ডার অপশন দেয় না। যদি আপনার ফোনের কল রেকর্ড করার অ্যাপস্ না থাকে, তবে আপনি বিভিন্ন অ্যাপস্ মার্কেট থেকে ফ্রী অথবা প্রিমিয়াম কল রেকর্ডার অ্যাপ ইন্সটল করতে পারবেন।
ফ্রি কল রেকর্ডার অ্যাপস্
আপনি ডিফল্ট কল রেকর্ডারের চাইতে অ্যাপস্ ষ্টোর থেকে ইন্সটল করা কল রেকর্ডার অ্যাপ অনেক ভাল এবং ইউজার ফ্রেন্ডলি সুবিধা সম্বলিত। কিছু কল রেকর্ডার অ্যাপসে বিশেষ কিছু সুবিধা পাবেন, এর জন্য আপনাকে সেরা কল রেকর্ডার অ্যাপস বাছাই করতে হবে। আমরা এখানে আপনার জন্য কিছু কল রেকর্ডার অ্যাপ সাজেশন করবো যেগুলো আপনি ফ্রীতে ব্যবহার করতে পারবেন। সার্ভিসের দিক থেকে এই অ্যাপগুলো অনেক উপযোগী, আসুন আমরা অ্যাপগুলোর সাথে পরিচিত হয়ে নেই!
১। Call Recorder
অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে কয়টি কল রেকর্ড করার অ্যাপস রয়েছে তাদের মধ্য “Call Recorder” অ্যাপটি সবচেয়ে বেশী ব্যবহৃত এবং জনপ্রিয়। আপনাকে নিশ্চিত করতে পারি, এই অ্যাপ একজন ব্যবহারকারীর সকল প্রয়োজন মেটাতে পারে এবং রেকর্ডিং করার পরে রেকর্ড ফাইলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ করার সুযোগ দেয়।
এই অ্যাপে আপনি উচ্চ মানের অডিও রেকর্ড পাবেন, ভয়েসের মান পরিষ্কার থাকে। যদি আপনি চান তবে আপনার রেকর্ড ফাইলগুলো ড্রপ বক্সের মতো ফ্রি ক্লাউড সার্ভারে আপলোড করে আজীবনের জন্য সেভ করে রাখতে পারেন। আপনার একান্ত ব্যক্তিগত কল রেকর্ড পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে পারেন। এমনকি রেকর্ড করা ভয়েস আপনি এডিট এবং কাট করতে পারবেন। আপনি অটোমেটিক মুড চালু রাখলে, কল রেকর্ড হবার আগে বারবার পারমিশন চাইবে না।
২। RMC
অ্যান্ড্রয়েড ফোনে যতগুলো ফ্রি কল রেকর্ডার অ্যাপস্ রয়েছে, তাদের মধ্য আরএমছি কল রেকর্ডার খুব ভাল একটা রেকর্ড অ্যাপলিকেশন। এই অ্যাপসে বেশ কিছু আকর্ষণীয় ফিচার আছে চমক হিসাবে। যেমনঃ আপনি সেইভ কল রেকর্ড হিস্টোরি চেক করতে পারবেন এবং রেকর্ড ইডিট করতে ও ডিলিট করতে পারবেন।
এছাড়াও রেকর্ড ফাইল রিনেম করতে, রেকর্ড এর ব্যাকআপ সেইভ রাখতে এবং ব্যাকআপ থেকে রিষ্টোর করতে দারুণ সেটিং রয়েছে। অ্যাপসটি একইসাথে mp3, amr, MP4, 3GP এবং WAV অডিও ফরম্যাট সাপোর্ট করে। এছাড়াও আরও কিছু দরকারি ফিচার পাবেন আপনি যেগুলো এখানে বর্ণনা করা হয়নি।
৩। Call Recorder
কল রেকর্ডিং ছাড়াও আরও অনেক চমৎকার ফিচার পাবেন Call recorder অ্যাপে। ফিচারগুলোর মধ্য রয়েছে অটোমেটিক রেকর্ড মুড, ফলে বারবার রেকর্ড করতে আপনাকে কিছুই করতে হবে না। সে নিজেই রেকর্ড এবং সেইভ করে রাখবে। অ্যাপটি আপনার পছন্দমত ফোল্ডার সিলেক্ট করার সুযোগ দেয়, যেখানে আপনি রেকর্ড ফাইল সেইভ করতে চান।
আপনার ফোনের রেকর্ডের মধ্য থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলো মার্ক করে রাখতে পারবেন যেন সেগুলি ডিলিট না হয়। রেকর্ড শেয়ার করার অপশন, নিদিষ্ট সময় পরপর অটোমেটিক রেকর্ড ডিলিট এর অপশন পাবেন এই অ্যাপে। ইনকামিং এবং আউটগোয়িং কলের জন্য আলাদা আলাদা সেটিং ব্যবহারসহ আরও কিছু দারুণ ফিচার পাবেন এই অ্যাপটিতে।
৪। Total Recall Call Recorder
কল রেকর্ডের জন্য নির্ভরযোগ্য অ্যাপসগুলোর একটি অ্যাপলিকেশন টোটাল রিকল কল রেকর্ডার। ফ্রী কল রেকর্ডার অ্যাপগুলোর মধ্য এটি অন্যতম। কল রেকর্ডের এই অ্যাপে আপনি অনেক ভাল কিছু ফিচার পাবেন। ফিচারগুলোর মধ্য রয়েছে, অতি উচ্চ মানের এমপিথ্রী ভয়েস কল রেকর্ড, অটোমেটিকভাবে কল রেকর্ডিং, ড্রপবক্স সহ আরও কিছু ক্লাউড স্টোরে আপলোড করার সুযোগ। ফলে হারাবে না কোন রেকর্ড।
এছাড়াও WAV, 3GPP ও MP3 ফাইল ফরম্যাট সাপোর্ট করে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার কল রেকর্ড করবে। আপনি ম্যানুয়ালভাবেও রেকর্ড করতে পারবেন। ইনকামিং এবং আউটগোয়িং উভয় কল রেকর্ড অপশন, পাসওয়ার্ড দিয়ে রেকর্ড অডিও ফাইল সুরক্ষিত করাসহ আরো অনেক ফিচার রয়েছে Call recorder এ।
৫। Automatic Call Recorder
অটোমেটিক কল রেকর্ড করার জন্য “অটোম্যাটিক কল রেকর্ডার” সত্যিই একটি চমৎকার অ্যাপ। এটি ফ্রি কল রেকর্ডার অ্যাপস্ এর জগতে দারুণ সংযোজন। এই অ্যাপলিকেশনে মাধ্যমে ফোনের রেকর্ডিং করা কল, অডিও সমূহ এই অ্যাপের মিডিয়া প্লেয়ার দিয়ে শুনতে পারবেন। আপনার ফোনের নিদিষ্ট ফোল্ডারে যে রেকর্ডিং ফাইলগুলো সেইভ রয়েছে সেগুলো যেন অন্য কোন ব্যাক্তি যাতে অ্যাক্সেস করতে না পারে, সে জন্য আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন।
আকর্ষণীয় ফিচারগুলোর মধ্য আছে অটোমেটিকভাবে ইনকামিং এবং বহির্গামী সকল ফোন কল রেকর্ড করার সুবিধা, রেকর্ড করা ফাইল ক্লাউড স্টোরেজে সেভ রাখার সুবিধা। এছাড়াও রেকর্ডিং কল অডিও ফাইল ইমেইল/এমএমএস এর মাধ্যমে অন্য কাউকে সেন্ড করা সুবিধা দিয়ে থাকে এই অ্যাপটি।
আজকে আমি লিস্টিং পোস্টে ফ্রী কল রেকর্ডার অ্যাপস্ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি পোস্টটি আপনাকে ফ্রী কল রেকর্ডার অ্যাপস বাছাই করতে সাহায্য করবে।
Leave a Reply