আপনার ওয়েবসাইটে যদি যে কোনও ধরণের পিডিএফ ফাইল ভিউ করাতে চান, তবে আপনার পিডিএফ ভিউয়ার প্লাগিন লাগবে। পিডিএফ এক ধরণের ডিজিটাল ফাইল যা মানুষ অনলাইনে পড়ে থাকে। সাধারণত, অনলাইনে বই পড়ার সুবিধা প্রদান করতেই বইকে পিডিএফ ফাইল হিসেবে আপলোড করা হয়।
কিন্তু যে সাইটে পিডিএফ ফাইল আপলোড করা হয়, যদি সে সাইটে পিডিএফ ভিউয়ার না থাকে, তবে ফাইল ওপেন হবে না। অর্থাৎ, ফাইল থাকা সত্বেও পাঠক সেটা পড়তে পারবে না। তাই, আপনার যদি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে আর তাতে আপনি পিডিএফ আকারে বই, ম্যাগাজিন, পত্রিকা ইত্যাদি আপলোড দিতে চান, তবে এই ৩টি ফ্রি ওয়ার্ডপ্রেস পিডিএফ ভিউয়ার প্লাগিন থেকে যে কোনটি বেছে নিতে পারেন।
চাইলে আপনি এক এক করে সবক’টি প্লাগিনই ইনস্টল করে চেক করে নিতে পারেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসে নতুন হয়ে থাকেন, তবে আগে জেনে নিন ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল করবেন কিভাবে। ইনস্টল করার পর যেটি আপনার কাছে সবচেয়ে বেশি যুতসই মনে হবে, সেটি রেখে বাকী ২টি আন-ইনস্টল করে দিন।
এই প্লাগিনগুলোর যে কোনটি খুব সহজেই আপনার ভিজিটরদেরকে পিডিএফ ফাইল ভিউ করার ও অনলাইনে পড়ার সুবিধা দেবে। ফলে, তাদেরকে পিডিএফ বই পড়ার জন্যে কোনও সফটওয়্যার খুঁজতে হবে না কিংবা ফাইল ডাউনলোড করে লোকাল কম্পিউটারে পড়ার প্রয়োজন হবে না।
ফ্রি ওয়ার্ডপ্রেস পিডিএফ ভিউয়ার প্লাগিন
যদিও অনেক দরকারি ফিচার নিয়ে ওয়ার্ডপ্রেস অনলাইন জুড়ে হাজার হাজার ওয়েবসাইট তৈরির সুবিধা দিচ্ছে, তবু এখনো পিডিএফ ফাইল ভিউ করার মতো ফিচার ওয়ার্ডপ্রেসে যুক্ত করা হয়নি। তাই বলে ওয়ার্ডপ্রেস সাইটে পিডিএফ ফাইল ভিউ করা যাবে না, এমন নয়। এর জন্যে রয়েছে পিডিএফ ভিউয়ার প্লাগিন। এ-রকমই ৩টি প্লাগিন সম্পর্কে জেনে নিন এবং যে কোনটি ব্যবহার করুন।
PDF Embedder
এখন পর্যন্ত পিডিএফ প্লাগিনের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে PDF Embedder যা সিম্পল কিন্তু ব্যবহারে সহজ। জাস্ট কয়েক ক্লিকেই পিডিএফ ফাইল আপলোড ও মিডিয়া ফাইল অ্যাড করা যায়। সেই সাথে, সাইটের সাথে অ্যাডজাস্ট করে width ও height নির্ধারণ করে দেয়া যায়।
আপনি যদি পেজের সাইজ ঠিক নাও করে দেন, তবু PDF Embedder এর বিল্ট-ইন ফটো ফিচার অটোমেটিক সাইজ করে নেবে। এমনকি, আপনার সাইটেরে সাথে সামঞ্জস্য রেখে শেপ ঠিক করে নেবে, রেজ্যুলেশন ঠিক রাখবে। এই প্লাগিনটি কোন থার্ড-পার্টি অপশন ব্যবহার করে না। এর নিজস্ব আইফ্রেম সিস্টেমই পিডিএফ ভিউ করতে সক্ষম।
Google Doc Embedder
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিডিএফ ফাইল ভিউ করার জন্যে ভাল একটি প্লাগিন হচ্ছে Google Doc Embedder। এটি প্রায় সব ধরণের জনপ্রিয় ফাইল ফরমেট সাপোর্ট করে। যেমন, অ্যাডোবি অ্যাক্রোবেট, অ্যাডোভি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, পোস্টস্ক্রিপ্ট, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট্ ওয়ার্ড এবং এক্সেল।
Google Doc Embedder দিয়ে আপনি সরাসরি ফাইল আপলোড করতে পারবেন, স্ক্রিবিড অ্যামবেড করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে গুগল ডকস্ ভিউয়ারও ডিসপ্লে করতে পারবেন। এমনকি, এর জন্যে আপনার কোন ব্রাউজার প্লাগইনস্ ও দরকার নেই, এমনকি কোনও ফাইলকে কনভার্টও করার দরকার নেই।
Gravity Form PDF Extended
পারফেক্ট পিডিএফ তৈরি ও আপলোড করার জন্যে Gravity Form PDF Extended একটি অসাধারণ প্লাগিন। এটি লাইট ভিউয়ার প্লাগিন হিসেবেও পরিচিত। কারণ, এটি আপনার হোস্টিংয়ের খুব বেশি জায়গা দখল করবে না। একই সাথে, এটি আপনাকে ডকুমেন্টের উপর পূর্ণ কন্ট্রোল দিয়ে থাকে যেখানে কোন থার্ড পার্টি সফটওয়্যার আপনাকে ডিস্টার্ব করতে আসবে না।
Gravity Form PDF Extended আপনাকে পূর্ণাঙ্গ সিকিউরিটির নিশ্চয়তা দেয়। জন্যে এমনকি, এক্সট্রা সিকিউরিটির আপনি আপনার ডকুমেন্টে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। এই প্লাগিনটি গ্র্যাভিটি ফর্মস্ ইউজ করে যা আপনার পিডিএফ ফাইলকে নিখুঁতভাবে ডিসপ্লে করবে।
আশা করি, উপরোক্ত ফ্রি ওয়ার্ডপ্রেস পিডিএফ ভিউয়ার প্লাগিন থেকে আপনি ইতিমধ্যেই একটি পছন্দ করে ফেলেছেন। এবার, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে সেটি ইনস্টল করে নিন আর উপভোগ পারফেক্ট পিডিএফ ভিউ।
Leave a Reply